৪০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির মাইলফলকে ভারত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে ৪০ হাজার কোটি মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানির মাইলফলক স্পর্শ করলো ভারত। বুধবার (২৩ মার্চ) এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে তিনি বলেছেন, ভারত ৪০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছিল এবং প্রথমবারের মতো সেই লক্ষ্য অর্জন করেছে। এই সাফল্যের জন্য আমি আমাদের কৃষক, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তা, নির্মাতা, রপ্তানিকারকদের অভিনন্দন জানাই। এটি আমাদের ‘আত্মনির্ভর ভারত’ গড়ার পথে বড় মাইলফলক।

মোদীর শেয়ার করা ইনফোগ্রাফিকস থেকে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ভারতের মোট পণ্য রপ্তানির পরিমাণ ছিল ২৯ হাজার ২০০ কোটি ডলার। কিন্তু ২০২১-২০২২ অর্থবছর শেষ হওয়ার নয়দিন আগেই প্রথমবারের মতো ৪০ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে দেশটি।

 

২০২২ অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ। চলতি অর্থবছরে প্রতি ঘণ্টায় ৪ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে দেশটি।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে বলেছেন, নরেন্দ্র মোদী ইতিহাস রচনার জন্য বিখ্যাত। আমি খুবই গর্বিত যে, ভারত সর্বোচ্চ ৪০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটি প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের ফলে করোনা-পরবর্তী ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধিকে প্রতিফলিত করে।

ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়াল এক টুইটে বলেছেন, রপ্তানির পাওয়ার হাউস হওয়ার পথে ভারত! ৪০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করেছেন ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ব্যাংক উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক সাড়ে ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইন্জিনিয়ার মো: মুনসুরুজ্জামান নামে এক উদ্দ্যোক্তা ব্যাংকটির ৬,৫৩,৩১১টি শেয়ার বিক্রি করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা বন্ডটির ট্রেডিং কোড- “PBLPBOND” এবং ডিএসইতে বন্ড কোড নাম্বার- ২৬০১০ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি বন্ডটি তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল ২ চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও ১ চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।

শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেক গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।

অন্যদিকে মিটারবিহীন ২ চুলার জন্য মাসিক বিল ২ হাজার ১০০ টাকা ও ১ চুলার জন্য ২ হাজার টাকা প্রস্তাব করে তিতাস। এ প্রস্তাবের বিপরীতে মিটারবিহীন ১ চুলার জন্য ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা ও দুই চুলার জন্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা সুপারিশ করা হয়।

আবাসিক খাতে গ্যাসের মূল্য ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করে দেশের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এর পরিপ্রেক্ষিতে ৪ দিনের গণশুনানি আহ্বান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২৩ মার্চ) শুনানির তৃতীয় দিনে সকাল ১০টা থেকে প্রস্তাবনার ওপর শুনানি করে তিতাস।

শুনানিতে বিইআরসি ও তিতাস গ্যাসের কর্মকর্তা এবং বিইআরসি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ইনটেকের বিশেষ নিরীক্ষক নিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের ওপর বিশেষ নিরীক্ষা করানো হচ্ছে। গত ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর নিরীক্ষার জন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার নিরীক্ষক নিয়োগের এ সিদ্ধান্ত জানিয়ে নিরীক্ষা প্রতিষ্ঠান জে কিবরিয়া অ্যান্ড কোংকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কোম্পানিটির আর্থিক দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানে বেশ কিছু সুনির্দিষ্ট বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে নিরীক্ষককে। ৩০ কার্যদিবসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, ২০২০ সালে কোম্পানিটির পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিএসইসি।আর তখন বাজার থেকে শেয়ার কিনে কোম্পানিটির মালিকানার সঙ্গে যুক্ত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ও ব্যাংকটির পরিচালকদের বড় একটি অংশ।নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর কোম্পানির সাবেক চেয়ার‍ম্যানের বিরুদ্ধে আর্থিক নানা অনিয়মের তথ্য-প্রমাণ পায়।

তারই পরিপ্রেক্ষিতে নতুন বোর্ডের পক্ষ থেকে কোম্পানিটির আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে কয়েক বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষার আবেদন করা হয়।সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি গতকাল কোম্পানিটিতে নতুন নিরীক্ষক নিয়োগ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ৬.১৭ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ফেব্রুয়ারিতে দেশে গড় মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৭। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য জানায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে গড় মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৭। এর মানে হলো, গত বছর ফেব্রুয়ারিতে যে পণ্য ১০০ টাকায় মিলত, সেটি এখন ১০৬ টাকা ১৭ পয়সায় কিনতে হচ্ছে মানুষকে। জানুয়ারিতে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে ৬ দশমিক ২২ হয়েছে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৬০ শতাংশ। অবশ্য খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১০-এ নেমেছে, যেটা জানুয়ারিতে ৬ দশমিক ২৬ শতাংশ ছিল।

মূলত ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর থেকে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। সেটাকে আরও উসকে দেয় রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব। অর্থনীতিবিদেরা বলছেন, দেশে এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই তাঁরা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার তাগিদ দিয়েছেন।

চাল, ডাল, আটা, তেল, মাছসহ সব ধরনের নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির কথা এত দিন বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা বলে আসছিল। এবার সরকারি সংস্থা বিবিএসের প্রতিবেদনেই মূল্যস্ফীতি লাগাম ছেড়ে যাওয়ার বিষয়টি উঠে এল।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে নিত্যপণ্যের দাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। সরকার সয়াবিন তেল আমদানিতে শুল্ক কমিয়েছে, এক কোটি পরিবারের মধ্যে সুলভ মূল্যে পণ্য বিতরণ করছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৪৯ শতাংশে ঠেকেছে, যা জানুয়ারিতে ছিল ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৬২ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। তবে ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ২৫ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।

শহরেও মূল্যস্ফীতির একই চিত্র। ফেব্রুয়ারিতে শহরাঞ্চলে গড় মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৫৯ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৩০ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৪ দশমিক ৮৫ ভাগ। অবশ্য খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ৯১ শতাংশে নেমেছে, যা জানুয়ারিতে ছিল ৬ দশমিক ১৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিডিকম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডিকম অনলাইন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৮ লাখ টাকার।

৩২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ১৯ কোটি ২৯ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৯ কোটি ১৬ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ১৮ কোটি ৩৩ লাখ, আমরা টেকনোলজিসের ১৮ কোটি ১৮ লাখ, ওরিয়ন ফার্মার ১৭ কোটি ৭২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ১৬ কোটি ৫৬ লাখ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিডিকম অনলাইন
  3. সোনালী পেপার এন্ড বোর্ড
  4. ফরচুন সুজ
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. আমরা টেকনোলজিস
  8. ওরিয়ন ফার্মা
  9. বাংলাদেশ শিপিং করপোরেশন
  10. সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও দ্বিগুণ বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭৫০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৬৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬৩ কোটি ২০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৫৭ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৬ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৩টির, আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিডিকম অনলাইন, সোনালী পেপার এন্ড বোর্ড, ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, আমরা টেকনোলজিস, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক ও আরডি ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইফাদ অটোসের ২০২১ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এসেন্সি (ক্রাব)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির ঋণমান এসেছে ‘এএ২’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/বিএ