সৌদির আরামকো তেল ডিপোতে হামলা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার করেছে হুতি বিদ্রোহীরা। তবে এ ঘটনায় এখনও প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় পুরো জেদ্দা শহরের আকাশ কালো হয়ে যায়।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এই ধরনের হামলা দেশটির বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এটা অবশ্যই বন্ধ করতে হবে।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য হলো- বিশ্বের জ্বালানী তেলের উৎস ধ্বংস করা।

স্টকমার্কেটবিডি.কম

ডিএসইতে পিই রেশিও কিছুটা কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে (২০ থেকে ২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.০৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৫.৯৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৯ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ফরচুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৬০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩১ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ১১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডিকম অনলাইনের ১০৫ কোটি ৫০ লাখ, ড্রাগন সোয়েটার স্পিনিং মিলসের ৯৭ কোটি ৯৩ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ৯২ কোটি ৭২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ৮১ কোটি ২৮ লাখ টাকা, আমরা টেকনোলজিসের ৭২ কোটি ৭৪ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ৭০ কোটি ৫ লাখ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

পাঁচদিনে ডিএসইতে মূলধন কমেছে ২৫০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আড়াই হাজার কোটি টাকা কমেছে। এসময় সেখানে মোট লেনদেন বাড়লেও সবগুলো সূচক মিশ্রাবস্থায় ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ৩ হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ০.৩৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৭৮০ কোটি ২৩ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৭১ কোটি ৬৪ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৯.৭০ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৫টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২,৫২৯ কোটি টাকা বা ০.৪৭ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/