সাউথ বাংলা ব্যাংকের নতুন ডিএমডি মো. নূরুল আজীম

মো. নূরুল আজীম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদোন্নতি পেয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন মো. নূরুল আজীম। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

এরপর তিনি ২০০৫ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন এবং গুলশান শাখায় ক্রেডিট, ফরেন ট্রেডসহ বিভিন্ন বিভাগের সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১০ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদান করেন এবং শাখার অপারেশন্স ম্যানেজার ও ম্যানেজার পদে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের মে মাসে মো. নূরুল আজীম এসবিএসি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেন এবং গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত সফলতা সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালের এপ্রিল থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০১৮ সালের ডিসেম্বর থেকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পান। এরপর ২০১৯ সালের মার্চ থেকে তিনি সাউথ বাংলা ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ২২ বছরের ব্যাংকিং পেশায় তিনি সর্বক্ষেত্রে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন।

চাকুরি জীবনে তিনি পরিকল্পনা গ্রহণ, লক্ষ্যমাত্রা অর্জন, নেতৃত্ব প্রদান, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাসহ সম্পদের গুণগত মানসম্পন্নে সুষ্ঠু ব্যবস্থাপনায় ব্যাংকের এই শীর্ষস্থানীয় পদে আসীন হন এবং কয়েকবার সেরা ব্যবস্থাপকের স্বীকৃতি অর্জন করেন। তিনি ক্রেডিট, ইন্টারন্যাশনাল, ক্রেডিট এডমিনিস্ট্রেশন, অডিট, ফাইন্যান্সিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সাফল্য রেখেছেন।

মো. নূরুল আজীম কলকাতার রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বি.এ. (সম্মান) এবং এম.এ. ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো থেকে মানি লন্ডারিং প্রতিরোধ, গ্রিন ব্যাংকিং ও গ্রিন ফাইন্যান্সিং, এনভায়রনমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট, ব্র্যাঞ্চ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিং স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট এন্ড মার্চেন্ট ব্যাংকিং, লেন্ডিং রিস্ক এনালাইসিস ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি তিনি অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সফল করেন। তিনি ক্রেডিট ও ফরেন ট্রেড বিষয়ে প্রশিক্ষক হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের সাথে বসবে বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে আগামী বুধবার (৩০ মার্চ) বৈঠকে বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (২৭ মার্চ) বিএসইসির অতিরিক্ত পরিচালক দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

বৈঠক সংক্রান্ত একটি চিঠি ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শিল্প মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৬৮ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৬৮ শতাংশ বলে জানানো হয়েছে। এই অগ্রগতি জাতীয় পর্যায়ে বাস্তবায়ন অগ্রগতির তুলনায় বেশি।

রবিবার (২৭ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২১-২০২২ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩৪টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ৩১টি বিনিয়োগ প্রকল্প, দুটি কারিগরি সহায়তা এবং একটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন। সবমিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ চার হাজার ২৫১ কোটি টাকা। এর মধ্যে জিওবিখাতে এক হাজার ৫২২ কোটি, প্রকল্প সাহায্যখাতে দুই হাজার ৭০৭ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়নখাতে ২১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পগুলোর বিপরীতে মোট দুই হাজার ৯১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে।

এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অনুকূলে সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ধীর গতিতে চলছে। কৃষকের দোরগোড়ায় সার সরবরাহ পৌঁছে দিতে দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে হবে। আমদানিকৃত সার সঠিক সময়ের গুদামজাত ও বিতরণ হচ্ছে কি না তার হিসাব রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ডেসটিনির অর্থ আত্মসাত মামলার রায় ১২ মে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ অপর আসামিদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৭ মার্চ) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ আসামি ৪৬ জন। তাদের মধ্যে ৮ জন জামিনে আছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

কারাগারে থাকা আসামিরা হলেন- ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও মো. জিয়াউল হক মোল্লা ও সাঈদুল ইসলাম খান (রুবেল)।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে মামলা দুটি করেন।

২০১৪ সালের ৪ মে দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলায় ১৯ জনকে আসামি করা হয়। দুই মামলাতেই আসামি হারুন-অর-রশিদ ও রফিকুল আমিন ।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সাল থেকে মাল্টি পারপাস কো-অপারেটিভ প্রোজেক্টের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করেছিল ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়ে। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন।

স্টকমার্কেটবিডি.কম/

রিটার্ন জমা দিতে ব্যর্থ ৬১ শতাংশ করপোরেট করদাতা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে ২০২১-২২ অর্থবছরের রিটার্ন জমা দিতে ব্যর্থ হয়েছেন দেশের শতকরা ৬১ শতাংশ করপোরেট করদাতা।

দেশে মোট ৭৮ হাজার করপোরেট করদাতা শনাক্তকরণ নম্বরধারীর মধ্যে মাত্র ৩০ হাজার নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিয়েছেন।

তবে রিটার্ন জমা দেওয়ার সময় দুইমাস বাড়ানোর জন্য করপোরেট করদাতারা জেলা প্রশাসক ও অতিরিক্ত কমিশনারের কাছে আবেদন করেছেন।

২০২১ সালের ডিসেম্বরে চালু করা ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে আর্থিক প্রতিবেদন যাচাইকৃত অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতার কারণে রিটার্ন জমা দিতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন করদাতা।

এছাড়া ছোট আকারের কোম্পানিগুলো চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানিগুলোকে ফি দিয়েও ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে যাচাইকৃত আর্থিক প্রতিবেদন পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

এ অবস্থায় কর আদায়কারীরা দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে বলেন, সরকারি কোষাগারে প্রত্যক্ষ করের সিংহভাগই জমা দেন কর্পোরেট করদাতারা।

এ বিষয়ে একজন সিনিয়র কর কর্মকর্তা বলেন কর্পোরেট করদাতারা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছেন। জরিমানা এড়াতে ১৫ মের মধ্যে তাদের কর রিটার্ন জমা দিতে হবে। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

‘নো বিদ্যুৎ নো টাকা’ ভিত্তিতে চলবে খুলনা পাওয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুটি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের মালিকাধীন খুলনায় অবস্থিত কেপিসি ইউনিট-২ এর ১১০ মেগা ওয়াট ও যশোর নোওয়াপাড়ায় কেপিসি ৪০ মেগাওয়াট দুটি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আরো ২ বছর নিবে সরকার।

বাংলাদেশ পাওয়ার ডেভলেপমেন্ট বোর্ড খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডকে এখনো কোনো চিঠি না দিলেও ‘নো বিদ্যুৎ নো টাকা’ ভিত্তিতে এসব কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওআইমেক্স ইলেক্ট্রোডসের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওআইমেক্স ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ২২ মার্চ শেয়ারটির দর ছিল ১৭.৮০ টাকা। গতকাল ২৭ মার্চ শেয়ারটি ২১.১০ টাকা দরে লেনদেন হয়েছে। এসময় দর টানা বাড়লে কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ওআইমেক্স ইলেক্ট্রোডস জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ফরচুন সুজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ১৭ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ৪৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রিমিয়ার ব্যাংকের ৩২ কোটি ১৭ লাখ, ফুয়াং ফুডসের ২৬ কোটি ৬ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৪ কোটি ৪ লাখ, বিডিকম অনলাইনের ২১ কোটি ২৬ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ১৬ কোটি ৭৭ লাখ, আমরা টেকনোলজিসের ১৫ কোটি ১৬ লাখ ও স্কয়ার ফার্মা লিমিটেডের ১৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ফরচুন সুজ
  3. ওরিয়ন ফার্মা
  4. প্রিমিয়ার ব্যাংক
  5. ফুয়াং ফুডস
  6. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  7. বিডিকম অনলাইন
  8. সোনালী পেপার এন্ড বোর্ড
  9. আমরা টেকনোলজিস
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

দিনশেষে সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭৪১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮২৯ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির, আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফুয়াং ফুডস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, সোনালী পেপার এন্ড বোর্ড, আমরা টেকনোলজিস ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৩.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৭৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৭৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ১১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে নাহি এলুমিনাম কম্পোজিট ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/