জ্বালানি তেলের দাম আরো বাড়বে : আব্দুল মোমেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাবে দেশে পরিবহনের ভাড়া ও কৃষি উৎপাদন খরচ বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত নয় বছরের মধ্যে ব্যারেল প্রতি তেলের দাম এখন সর্বোচ্চ। বাংলাদেশ বর্তমানে প্রতি বছর ৫০ লাখ টন ডিজেল, ১৩ লাখ অপরিশোধিত তেল, দুই লাখ টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২০ হাজার টন অকটেন আমদনি করে। এখন যে দামে জ্বালানি তেল কিনে বাংলাদেশ নিজেদের বাজারে বিক্রি করছে তাতে প্রতিদিন ১৫ কোটি ডলারের ওপর লোকসান গুনতে হচ্ছে।

সংসদে এ কে আব্দুল মোমেন আরো বলেন, বাংলাদেশ রাশিয়া ও ইউক্রেন থেকে খুব বেশি গম আমদনি না করলেও বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে সরবরাহ প্রভাবিত হবে। যুদ্ধ অব্যাহত থাকলে পণ্যবাহী জাহাজের ভাড়া ও বীমা মাশুল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে : সংসদে প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমানে নিত্যপণ্যের দাম সহনীয় রয়েছে উল্লেখ করে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেছেন, রমজানেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন সংসদ নেতা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিত্যপণ্যের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝিতে দুই দফায় টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এ অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্ববধায়নে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করা হবে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহার, বাজার মনিটরিং, ওএমএস, পণ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, সরকারের এ সকল কার্যক্রম গ্রহণে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। আশাকরি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রংপুর ডেইরির বোনাস বিওতে প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত ২৮ মার্চ কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড গত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অলটেক্সের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ৩১ মার্চ থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ বিওতে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে ফরচুন; ২য় জেনেক্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৬০ লাখ টাকার।

বেক্সিমকো লিমিটেড ২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রভাতী ইন্স্যুরেন্সের ২৫ কোটি ৩৩ লাখ, বিডি ল্যাম্পসের ১৮ কোটি ৮৪ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ১৭ কোটি ৪৬ লাখ, বিডিকম অনলাইনের ১৫ কোটি ২৭ লাখ, নাহি এলুমিনামের ১৪ কোটি ৩১ লাখ, ওরিয়ন ফার্মার ১৪ কোটি ১৩ লাখ ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ফরচুন সুজ
  2. জেনেক্স ইনফোসিস
  3. বেক্সিমকো লিমিটেড
  4. প্রভাতী ইন্স্যুরেন্স
  5. বিডি ল্যাম্পস
  6. সোনালী পেপার এন্ড বোর্ড
  7. বিডিকম অনলাইন
  8. নাহি এলুমিনাম
  9. ওরিয়ন ফার্মা
  10. লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭৫৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৬৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৩২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৮১ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৫টির, আর দর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, সোনালী পেপার এন্ড বোর্ড, বিডিকম অনলাইন, নাহি এলুমিনাম, ওরিয়ন ফার্ম ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৭৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জিবিবি পাওয়ার ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

নারায়ণগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছে। তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার রাত ১১টায়। দগ্ধ শ্রমিকরা হল- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দুটি স্টেশনের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন তাদেরকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

স্টক ব্রোকার ও ডিলারে অনুমোদন পেল বিএনবি সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিএনবি সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলারে অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনবি সিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৭১।

গত ৯ ফেব্রুয়ারি এই কোম্পানিটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি BNB

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টক ব্রোকারের অনুমোদন পেল থ্রি-স্টার সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

থ্রি-স্টার সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

থ্রি-স্টার সিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৫৯।

গত ৯ ফেব্রুয়ারি এই সিকিউরিটিজটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

থ্রি-স্টার সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর TRI.

স্টকমার্কেটবিডি.কম/বি