শ্রম তহবিলে ১.২ কোটি টাকা প্রদান করেছে বিএসসিসিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিল) লিমিটেডের ২০২০-২০২১ অর্থ বছরের লভ্যাংশ হতে শ্রম আইন ২০০৬ এর ধারা ২৩৪ মোতাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১,১৯,৯৯,১৪১.০০ টাকা হস্তান্তর করা হয়।

সচিবালয়স্থ মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অফিস কক্ষে মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ এহছানে এলাহী-এর হাতে বিএসসিসিএলের পক্ষ হতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম হাবিবুর রহমান উপরোক্ত অর্থের চেক হস্তান্তর করেন।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব গোকুল কৃষ্ণ ঘোষসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিএসসিসিএল কোম্পানি সচিব জনাব মোঃ আব্দুস সালাম খাঁন, এফসিএস উপস্থিত ছিলেন। বিএসসিসিএলে শ্রমিক অংশগ্রহণ ও শ্রমিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠান পর হতে তথা ২০১৪-২০১৫ অর্থ বছর হতে কোম্পানিটি বিধি মোতাবেক নিয়মিতভাবে লভ্যাংশের একটি অংশ দেশের শ্রমজীবী মানুষের কল্যাণার্থে বর্তমান সরকার কর্তৃক গঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদান করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/

রুবলে দাম না দিলে গ্যাস দিবে না রাশিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রুশ মুদ্রা রুবলে দাম না মেটালে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা আদেশে বলা হয়েছে, ক্রেতাদের অবশ্যই রুশ ব্যাংকে রুবল অ্যাকাউন্ট খুলতে হবে।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট পুতিনের আদেশ মতে আজ থেকে এই অ্যাকাউন্ট খোলা যাবে।

আদেশে আরও বলা হয়েছে, ‘কেউ আমাদেরকে বিনা পয়সায় কিছু দেয় না, আর আমরাও দাতব্য খুলে বসিনি। এর মানে হচ্ছে—সব চুক্তি স্থগিত করা হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী বিদেশি ক্রেতাদের রাশিয়ার গাজপ্রমব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাদের ইউরো বা ডলার সেখানে পাঠাতে হবে।

তারপর, গাজপ্রমব্যাংক সেই মুদ্রা রুবলে বিনিময় করে তা থেকে গ্যাসের দাম হিসেবে কেটে নেবে।

প্রেসিডেন্ট পুতিনের এই ঘোষণাকে জার্মানি ‘ব্ল্যাকমেইল’র সমতুল্য হিসেবে আখ্যা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো তাদের চাহিদার ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে কেনে। অল্প সময়ের মধ্যে এই পরিমাণ জ্বালানি অন্য দেশ থেকে সংগ্রহ করা সহজ নয়।

প্রতিবেদন মতে, বর্তমানে রাশিয়া ইইউয়ের কাছে প্রতিদিন ৪০০ মিলিয়ন ইউরো মূল্যের গ্যাস বিক্রি করে। একইভাবে, এতো বিপুল পরিমাণ মুদ্রা বিশ্ববাজার থেকে সংগ্রহ করা রাশিয়ার জন্যও কঠিন।

বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু রাশিয়া থেকে জ্বালানি কেনার প্রক্রিয়া গতিশীল রাখতে গাজপ্রমব্যাংকের ওপর পশ্চিমের দেশগুলোর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই ইউরোপীয় ক্রেতারা সহজেই তাদের মুদ্রা সেই ব্যাংকে পাঠাতে পারবেন।

অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্ট্যাডিজ’র গবেষক ড. জ্যাক শার্পলস সংবাদমাধ্যমটিকে বলেছেন, এই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, বিধায় এখনি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই।

স্টকমার্কেটবিডি.কম/

কানাডায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবে না বাংলাদেশ বিমান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বহুল আলোচিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইটটি সরাসরি ফ্লাইট হিসেবে পরিচালিত হবে না। এই রুটটি বাণিজ্যিকভাবে সফল হবে না বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

জাতীয় পতাকাবাহী বিমান কর্তৃপক্ষ আজ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইটটি অতিরিক্ত যাত্রী এবং পুনরায় জ্বালানি নিতে ইউরোপ বা এশিয়ার যে কোনো দেশে বিরতি নিয়ে পরিচালিত হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘বিরতি নেওয়ার কারণে আমরা ফ্লাইটে জ্বালানি নিতে পারব এবং সেখানে থেকে অতিরিক্ত যাত্রীও পাব। যা রুটটিকে বাণিজ্যিকভাবে সফল করবে।’

বিমানের সিইও আরও বলেন, রিফুয়েলিংয়ের সুযোগের কারণে টরেন্টো ফ্লাইটের অপারেটিং খরচ কমবে এবং লোড ফ্যাক্টর বিবেচনায় বিমান এই রুটে আরও বেশি যাত্রী বহনে সক্ষম হবে। এর ফলে বিমান টরেন্টো রুটে ভাড়া কমাতে পারবে এবং এই রুটে ফ্লাইট পরিচালনাকারী অন্যান্য বিদেশি উড়োজাহাজ সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে,’ যোগ করেন তিনি।

গত ২৬ মার্চ ঢাকা-টরেন্টো-ঢাকা রুটে পরীক্ষামূলক সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। যাতে প্রায় প্রায় ৩৫ থেকে ৪০ জন সরকারি কর্মকর্তা, ২ জন সংসদ সদস্য জনগণের অর্থ ব্যয়ে ওই ফ্লাইটে ভ্রমণ করেন। যা নিয়ে বিভিন্ন মহল সমালোচনার সৃষ্টি হয়।
৪ কোটি টাকা ব্যয়ে ‘সম্মান রক্ষা’র ঢাকা-টরেন্টো ফ্লাইট

বিমানের এমডি ও সিইও জানান, গত ২৬ মার্চ ঢাকা-টরেন্টো-ঢাকায় ‘প্রুভেন ফ্লাইটের’ ভিত্তিতে বিভিন্ন ভেরিয়েবল বিবেচনা করে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা না করার সিদ্ধান্ত হয়েছে। কারণ এটি বাণিজ্যিকভাবে সফল হবে না।

তিনি বলেন, বিমান কোথায় বিরতি নিবে তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে, প্রাথমিকভাবে জার্মানি বা অন্য কোনো ইউরোপীয় দেশে বা তাশখন্দে স্টপওভার দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। সূত্র : দ্য ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম/

এ আর রহমানকে কর সুবিধা দিল এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ অনুষ্ঠানে অংশ নেন অস্কারজয়ী কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমানসহ দেশী-বিদেশি দুই শতাধিক শিল্পী ও কলাকুশলী।

তাদের ফি বা পারিশ্রমিকসহ বিভিন্ন খরচের ওপর প্রযোজ্য আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে।

গত ২৮ মার্চ এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। শনিবার এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দেশি-বিদেশি শিল্পী ও কলাকুশীদের অংশগ্রহণে ২৯ মার্চে আয়োজিত অনুষ্ঠানের জন্য অংশগ্রহণকারীদের ফি বা পারিশ্রমিক, আবাসন বা হোটেল ভাড়া, বিমান ভাড়া, যাতায়াতসহ অন্যান্য খরচের ওপর প্রযোজ্য সব প্রকার আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো।

এছাড়া অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্তৃক অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে আমদানিতথ্য বিভিন্ন যন্ত্রপাতি, সাউন্ড সিস্টেমস, লাইট, এলইডি স্ক্রিন, স্টেজ নির্মাণ সামগ্রী ও আতশবাজী সামগ্রীর ওপর আরোপণীয় উৎস আয়কর এবং টেলিভিশন প্রোডাকশন ব্যয়ের ওপর আরোপণী সব প্রকার আয়কর হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে শর্ত রয়েছে, কর অব্যাহতিপ্রাপ্ত অর্থ দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে ব্যয় করতে হবে। এ আদেশ ২৮ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশকে ২৫ কোটি ডলার অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক।যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১২৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।করোনাপরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়নে এই অর্থ দিচ্ছে সংস্থাটি।

শুক্রবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটনের বোর্ড সভায় বাংলাদেশের জন্য এ অর্থের অনুমোদন দেওয়া হয়।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারকে কোভিড-১৯ মহামারিপরবর্তীতে প্রবৃদ্ধি বজায় রাখতে পাশে থাকবে বিশ্বব্যাংক।ভবিষ্যতের ধাক্কাগুলোর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং নীতিগুলোকে আরও শক্তিশালী করতে সহায়তার অংশ হিসেবে এ অর্থায়ন করছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের ভাষ্য, এই অর্থ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে এবং প্রবৃদ্ধি বজায় রাখতে রাজস্ব ও আর্থিক খাতের সক্ষমতা বাড়াবে। এটি দক্ষতা উন্নত করতে এবং গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমাতে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক বলেছে, এই কর্মসূচি সরকারকে নগদ স্থানান্তর কর্মসূচি আরও দ্রুত বাস্তবায়ন করতে সাহায্য করবে। ভবিষ্যতের ধাক্কা মোকাবিলা এবং নগদভিত্তিক প্রোগ্রামের জন্য সরকার-টু-ব্যক্তি পেমেন্ট প্ল্যাটফর্মের ব্যবহার সম্প্রসারণ করবে। জরুরি সহায়তার জন্য নতুন ও বিদ্যমান সুবিধাভোগীদের চিহ্নিত করে বন্যা ও ঘূর্ণিঝড়সহ জলবায়ুসম্পর্কিত সংকটগুলোতে আরও দ্রুত সহায়তা দেওয়ার কাজ সহজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ১.৯৪%

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) প্রায় দুই শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৫.৯৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৫.৬৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩১ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৬৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৬২ কোটি ৩১ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ১৯০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৭২ কোটি ৭৬ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১২৭ কোটি ১৩ লাখ, ওরিয়ন ফার্মার ১২৩ কোটি ৪০ লাখ, বিডিকম অনলাইনের ১২০ কোটি ৮৬ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ৮৫ কোটি ৮৮ লাখ, বিডি ল্যাম্পসের ৮১ কোটি ৮৪ লাখ টাকা ও আমরা টেকনোলজিস লিমিটেডের ৭১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে সাড়ে ১১’শ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ১১’শ কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে মোট লেনদেন অনেকটাই বাড়লেও সবগুলো সূচক সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২০.০৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৯৩৬ কোটি ৬৬ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮০ কোটি ২৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২০.০৫ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৭৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১১.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার ও ইউনিটের দর। আর ৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১১৫২ কোটি টাকা বা ০.২১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/