ব্যাংকের তছরুপের অর্থ অনাদায় শতভাগ প্রভিশন রাখার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকে সংঘটিত জাল-জালিয়াতি, ডাকাতি, তহবিল তছরুপ প্রভৃতি কারণে যেসব অর্থ খোয়া যায়, সেগুলো পুরোপুরিভাবে আদায় না হওয়া পর্যন্ত এর বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে হবে। একই সঙ্গে ওই অর্থকে চিহ্নিত করতে হবে মন্দ বা ক্ষতিজনক সম্পদ হিসাবে।

এমনকি সম্পূর্ণ আদায় না হয়ে আংশিক আদায় হলেও অনাদায়ী অর্থের ওপর শতভাগ প্রভিশন রাখা বাধ্যতামূলক। এ ধরনের অর্থকে কোনোক্রমেই অন্যান্য সম্পদ খাতে দেখানো যাবে না। প্রটেস্টেড বিল খাতেই দেখাতে হবে।

এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, সার্কুলারের বিধিবিধান অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে ওই সার্কুলারে ব্যাংকগুলোর আয়-ব্যয়ের হিসাবে শুভংকরের ফাঁকি বন্ধে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী কোনো সম্পদ বা সম্পদ থেকে সুদ বা মুনাফা আদায় না হলে তা নির্ধারিত সময়ের পর সন্দেহজনক মানে চিহ্নিত করে এর বিপরীতে ৫০ শতাংশ প্রভিশন রাখতে হবে। এরপরও যদি তা আদায় না হয়, তাহলে ১ বা ২ বছর পরে মন্দ বা ক্ষতিজনক হিসাবে চিহ্নিত করে এর বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ব্যাংকগুলো সাম্প্রতিক সময়ে নানাভাবে আয়-ব্যয়ের হিসাবে ফাঁকি দিয়ে মুনাফাকে স্ফীত বা কাগুজে মুনাফা দেখাচ্ছিল। এতে ব্যাংকের মুনাফা কৃত্রিমভাবে বাড়লেও প্রকৃতপক্ষে ব্যাংকগুলো ফাঁপা হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এসব কারণে ব্যাংকগুলোর আয়-ব্যয়ের হিসাব সুনির্দিষ্ট করে কোন খাতে সম্পদ, সুদ বা মুনাফা আদায় কতদিনের মধ্যে করতে হবে স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। এর প্রভাবে ব্যাংকগুলোও সংকটে রয়েছে। এ কারণে বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক আগে থেকেই সতর্কতামূলক অবস্থান নিয়েছে।

সার্কুলারে বলা হয়, ব্যাংকে সংঘটিত জাল-জালিয়াতি, ডাকাতি বা তহবিল তছরুপ হলে ওই অর্থ প্রটেস্টেড বিল নামে একটি খাতে রাখতে হবে। এসব অর্থ কোনোক্রমেই অন্যান্য সম্পদ খাতে দেখানো যাবে না। কিন্তু ব্যাংকগুলো এসব অর্থ প্রটেস্টেড বিল হিসাবে না দেখিয়ে অন্যান্য সম্পদ খাতে দেখাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাড়ে ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলের রানিং স্টাফ (ট্রেনচালক, সহকারী চালক, গার্ড ও টিটি) অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের পর রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রায় সাড়ে ১০ ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে। এরপর একে একে অন্য রুটের ট্রেনগুলোও প্লাটফর্ম ছাড়ে।

বুধবার দুপুরে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন আশ্বাস দিলে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল।

মঙ্গলবার রাত ৩টা থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। পরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ে স্টেশনে গিয়ে কর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

বুধবার দুপুর ১২টায় নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, রানিং স্টাফদের ভাতা পেনশনে যোগ হওয়ার বিষয়ে আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠকে বসব। এছাড়া আমরা রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে আবারও চিঠি পাঠাব।

রেলমন্ত্রী বলেন, রেলের রানিং স্টাফদের দাবির সঙ্গে আমরা একমত। তাদের দাবি আদায়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। কিন্তু গত ১০ এপ্রিল রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং ভাতা, পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদানের প্রস্তাবে অসম্মতি জানিয়েছিল অর্থ বিভাগ। বেসামরিক কর্মচারীদের পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে কোনো প্রকার ভাতা যোগ করার সুযোগ না থাকায় অর্থ বিভাগ এই অসম্মতি জানায়।

এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ৬টা থেকে ধর্মঘটে বসেন রেলওয়ে স্টাফরা। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

স্টকমার্কেটবিডি.কম/

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ব্যাংকটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গতবছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বৃহস্পতিবার বন্ধ থাকবে দুই স্টক এক্সচেঞ্জ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। সিএসই ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটির পরের দিন আগামী রবিবার থেকে শেয়ারবাজারের যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

এস্ক্যোয়ার নিটের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:১৫ টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির মামলা খারিজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ও বু্লমবেরি রিসোর্টস করপোরেশনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন নিউইয়র্কের সর্বোচ্চ আদালত।

২০১৬ সালে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) গচ্ছিত রিজার্ভের চুরি যাওয়া অর্থ সরাতে সহযোগিতার অভিযোগে বাংলাদেশ ব্যাংক এ মামলা করেছিল। এখতিয়ারবহির্ভূত হওয়ার যুক্তি দেখিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট অব নিউইয়র্ক।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালায় দুষ্কৃতকারীরা। ১০ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিতে সক্ষম হয় তারা। এ ঘটনায় প্রতারণা ও অর্থ লোপাটে সহযোগিতার অভিযোগে আরসিবিসি ও ব্লুমবেরিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২০২০ সালে মামলাটি করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ হয়ে যাওয়ার তথ্যটি গতকাল প্রথম ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারারে প্রকাশ পায়। ইনকোয়ারার জানায়, ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে (পিএসই) সোমবার মামলা খারিজ হওয়ার তথ্যটি অবহিত করেছে ব্লুমবেরি। মামলার বিষয়বস্তুকে সংশ্লিষ্ট আদালতের ‘এখতিয়ারবহির্ভূত’ উল্লেখ করে মামলাটি খারিজ করার প্রস্তাব করেছিল বিবাদীরা। নিউইয়র্ক সুপ্রিম কোর্ট ৮ এপ্রিল আবেদনটি মঞ্জুর করেন।

২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আসামি করে মামলাটি করেছিল বাংলাদেশ ব্যাংক। তাদের বিরুদ্ধে অর্থ রূপান্তর, চুরি, আত্মসাৎ, এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা/প্ররোচনা, জালিয়াতি (আরসিবিসির বিরুদ্ধে), জালিয়াতিতে সহায়তা/প্ররোচনাসহ বেশকিছু অভিযোগ আনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় সোনালী পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৯১ লাখ টাকার।

আইপিডিসি লিমিটেড ২১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রভাতী ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৯১ লাখ, স্কয়ার ফার্মার ১৯ কোটি, লাফার্জ হোলসিম বিডির ১০ কোটি ৮২ লাখ, ফরচুন সুজের ৯ কোটি ৬৬ লাখ, জিবিবি পাওয়ারের ৮ কোটি ৩৪ লাখ, বিএটিবিসির ৭ কোটি ৪২ লাখ ও বিডি ল্যাম্পস লিমিটেডের ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. সোনালী পেপার এন্ড বোর্ড মিলস
  3. আইপিডিসি
  4. প্রভাতী ইন্স্যুরেন্স
  5. স্কয়ার ফার্মা
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. ফরচুন সুজ
  8. জিবিবি পাওয়ার
  9. বিএটিবিসি
  10. বিডি ল্যাম্পস লিমিটেড।

শ্রীলংকাকে ১ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শ্রীলংকার জন্য ১ কোটি ডলারের জরুরি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। জরুরি ওষুধ কিনতে অবিলম্বে এ ঋণ দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী সাবরি। গতকাল সোমবার রাতে তিনি এ কথা জানান। খবর ডেইলি মিরর।

এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে এ ঋণ অনুমোদন করেছে ব্যাংকটি।

আগামী দুই সপ্তাহের আরো ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দেয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন শ্রীলংকার অর্থমন্ত্রী। জরুরি ওষুধ এবং গ্যাসের মতো প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য এ ঋণ দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে শ্রীলংকা। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে ঋণ পরিশোধ করা ‘অসম্ভব’ হয়ে দাঁড়িয়েছে। ফলে এরই মধ্যে ৫ হাজার ১০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না দেশটি।

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত মাসে আইএমএফের এক মূল্যায়নে শ্রীলংকাকে ঋণ দেয়া টেকসই হবে না বলে জানিয়েছে। অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি ঋণ কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে কলম্বো।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫৮৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৮০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৪০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৩২ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৫টির, আর দর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, আইপিডিসি, প্রভাতী ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, বিএটিবিসি ও বিডি ল্যাম্পস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও সিলভা ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/