ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৩৮ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ১.৩৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.২০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২১ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৩৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.২০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৯ পয়েন্ট বা ১.২৩ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

বিবিএস ক্যাবলসের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.০১ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.৯০ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.১২ টাকা। যা গত ২০২১ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৩১.৯০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/