ওয়াটা কেমিক্যালসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

 

 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শনিবার (৭ মে) অনুষ্ঠিত কোম্পানির এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৬৮ টাকা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির (ইপিএস) হয়েছে ৩.২৩ টাকা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪.৭৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬০.৩৯ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ৬০.২২ টাকা।

স্টকমার্কেটবিডি/

ওয়ালটনের সহযোগিতায় নিউ ইয়র্কে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’-এর মনোমুগ্ধকর মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এ কনসার্টের আয়োজন করে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এতে সংগীত পরিবেশন করে বিশ্ববিখ্যাত জার্মান ব্যান্ড দল ‘স্করপিয়নস’ এবং বাংলাদেশের ‘চিরকুট’। কনসার্ট আয়োজনে সহযোগী ছিল বাংলাদেশি ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন।

স্থানীয় সময় ৬ মে সন্ধ্যায় (বাংলাদেশ সময় ৭ মে সকাল) ‘লেট দ্য মিউজিক স্পিক’ প্রতিপাদ্য নিয়ে এ কনসার্ট হয়। মুক্তিযুদ্ধের সমর্থনে একাত্তরের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ স্মরণে ম্যাডিসন স্কোয়ারের একই স্থানে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করা হয়। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ গরিব দেশগুলোর শিশুদের সাইবার নিরাপত্তায় সহায়তা তহবিল গঠনে ব্যয় হবে।

কনসার্টে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শামীম ওসমান, অ্যাডভোকেট নূরুল ইসলাম, নাহিদ খান, অপরাজিতা হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী কাদেরী কিবরিয়া, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

কনসার্ট চলাকালে ১৪ হাজার আসন ক্ষমতার অডিটরিয়ামটি ছিলো কানায় কানায় পূর্ণ। দর্শক-শ্রোতারা ‘স্করপিয়নস’ এবং ‘চিরকুট’ ব্যান্ডের জাদুকরী সুরের মূর্ছনায় মোহিত হন। ‘জয় বাংলা’ স্লোগানে ম্যাডিসন স্কোয়ার যেন আবার ফিরে গিয়েছিল একাত্তরের সেই ঐতিহাসিক কনসার্টে।

কনসার্টে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ যোগ দেন। কনসার্ট উপলক্ষে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো ওয়ালটনসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগোযুক্ত সুদৃশ্য বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ওয়ালটনসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগোযুক্ত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’-এর বিলবোর্ড

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।

পশ্চিমবঙ্গের বিখ্যাত সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর এবং তার বন্ধু জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্টে উপস্থিত ছিল ৪০ হাজার দর্শক-শ্রোতা। কনসার্টে অংশ নেওয়া বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন—জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, পণ্ডিত রবিশঙ্কর, বিলি প্রিস্টান, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার।

মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলায় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কনসার্ট থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

৫০ বছর পর সেই একই স্থানে বাংলাদেশের অর্জন ও সাফল্য তুলে ধরতে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হলো।

এ প্রসঙ্গে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ‘‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’’ গুরুত্বপূর্ণ স্থানে আছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঐতিহাসিক একই ভেন্যুতে ‘‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’’ আয়োজনের জন্য আইসিটি বিভাগকে অশেষ ধন্যবাদ। এমন একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ওয়ালটন পরিবার গর্বিত। এ কনসার্টের মাধ্যমে বিশ্ববাসী নতুন এক বাংলাদেশকে জানলো। এর মাধ্যমে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি সবার সামনে তুলে ধরতে পেরে ওয়ালটন গ্রুপ অত্যন্ত আনন্দিত।’

স্টকমার্কেটবিডি.কম/

বিকালে ওয়াটা কেমিক্যালসের বোর্ড সভা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আজ বিকাল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ শনিবার বিকাল ৫টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কক্সবাজারে হোটেল-কটেজে অতিরিক্ত ভাড়া আদায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের চতুর্থ দিন গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। এক দিনে অন্তত তিন লাখ পর্যটকে গিজ গিজ করছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকত। ঈদের ছুটিতে এবার পর্যটকের সংখ্যা বেশি হওয়ার সুযোগে মাঝারি ও নিম্ন মানের আবাসিক হোটেল ও কটেজগুলোতে ভাড়াও বেড়েছে অস্বাভাবিক হারে। সেই সঙ্গে সৈকতে মোবাইল চোরের উপদ্রবও বৃদ্ধি পেয়েছে।

কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ভ্রমণকারীরা। এ শ্রেণির লোকজন মাঝারি মানের হোটেল-কটেজেই বেশি অবস্থান নিয়ে থাকে। অভিযোগ উঠেছে, সাগরপারের বিলাসবহুল হোটেলগুলোর কক্ষ ভাড়া নির্ধারিত থাকে। নির্ধারিত ভাড়ার মধ্যেও ক্ষেত্রবিশেষে রয়েছে বিশেষ ছাড়।

এসব হোটেলগুলোর বুকিংও বেশির ভাগ ক্ষেত্রে হয়ে থাকে অনলাইনভিত্তিক। এ কারণে এসব পর্যটকের দালালের হাতে পড়তে হয় না। কিন্তু নিম্ন শ্রেণির হোটেল-কটেজগুলোতে কক্ষভাড়া নির্ধারিত থাকে না। আবার ভাড়া নির্ধারিত বলা হলেও তা মানা হয় না। তদুপরি দালালের হাতে পড়েও অনেক পর্যটককে ভাড়ার দ্বিগুণ গুনতে হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত হোটেল ভাড়া আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

তা ছাড়া সৈকতে সংঘবদ্ধ মোবাইল চোর দলের উপদ্রবও বেড়েছে উদ্বেগজনকভাবে। এসব চোরের দলে বেশির ভাগই রয়েছে রোহিঙ্গা। কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত সৈকত ব্যবস্থাপনা কমিটির নিয়োজিত কর্মী মাহবুবুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘ আমরা বিচকর্মী, সৈকতে নিয়োজিত উদ্ধারকর্মী এবং ট্যুরিস্ট পুলিশ সদস্যদের হিমশিম খেতে হচ্ছে মোবাইল চোর সিন্ডিকেট নিয়ে। দৈনিক অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটছে। ’

তিনি জানান, রোহিঙ্গারা এসব কাজে সাংঘাতিক পারদর্শী। সৈকতে ভিড়ের সুযোগেই চোর সিন্ডিকেট সদস্যরা টাকা-পয়সা হাতিয়ে নেয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘সৈকতে রোহিঙ্গা আটকের অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল চোরের সিন্ডিকেট শনাক্তেরও চেষ্টা করা হচ্ছে। ’

স্টকমার্কেটবিডি.কম/

এপ্রিলে রেকর্ড ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ, এপ্রিল মাসে ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। যা চলতি অর্থবছরে এক মাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক, এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদ উপলক্ষে সাধারণত প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া, বাংলাদেশ সরকার এখন রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, পাঁচটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এপ্রিল মাসে ৩৫ কোটি ৪৮ লাখ ৯০ হাজার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ১৬ কোটি ১২ লাখ ৭৪ হাজার, বিদেশি ব্যাংক ৭০ লাখ ৩৫ হাজার ও দুটি বিশেষায়িত ব্যাংক ৩৪ লাখ ৫১ হাজার ডলার রেমিট্যান্স পেয়েছে।

২০২১-২২ অর্থবছরের মার্চে বাংলাদেশ ১৮৫ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছিল।

২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসের মধ্যে জুলাইয়ে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার, আগস্টে ১৮১ কোটি, সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ, ডিসেম্বরে ১৬২ কোটি ৯০ লাখ, জানুয়ারিতে ১৭০ কোটি ৪৪ লাখ, ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৬০ লাখ এবং মার্চে ১৮৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। এছাড়া গত মার্চে খাদ্যপণ্যের দাম বাড়ার পর এপ্রিলে কিছুটা কমেছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও সূচকে দেখা গেছে, গত মার্চে খাদ্যপণ্যের মূল্য সূচক ছিল ১৫৯ দশমিক ৭। এপ্রিলে তা কিছুটা কমে ১৫৮ দশমিক ৫ এ নেমেছে।

এফএও’র প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো কুলেন বলেছেন, ‘সূচকের সামান্য হ্রাস স্বস্তিদায়ক, বিশেষ করে নিম্নআয়ের খাদ্য ঘাটতি দেশগুলোর জন্য, কিন্তু তারপরও খাদ্যের দাম সাম্প্রতিক উচ্চমাত্রার কাছাকাছি রয়েছে, যা বাজারের ক্রমাগত কঠিন অবস্থাকে প্রতিফলিত করে এবং সবচেয়ে দুর্বলদের জন্য বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ।

মার্চ মাসে দানাদার শস্যের দাম ১৭ শতাংশ বাড়ার পর এপ্রিলে এর মূল্য সূচক শূন্য দশমিক ৭ শতাংম কমেছে। ভুট্টার দাম ৩ শতাংশ কমলেও গমের দাম শূন্য দশমিক ২ শতাংম বেড়েছে। ইউক্রেনের বন্দর অবরোধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শস্য উৎপাদনের অবস্থা নিয়ে উদ্বেগের কারণে গমের দাম বেড়েছে। ভারত থেকে বৃহত্তর চালান এবং রাশিয়া থেকে প্রত্যাশিত রপ্তানির কারণে গমের দাম নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

এফএও’র ভোজ্যতেল সূচকে দেখা গেছে, এপ্রিলে ভোজ্য তেলের সূচক কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। চাহিদার মাত্রা নিয়ন্ত্রণ করায় পাম, সূর্যমুখী ও সয়াবিন তেলের দাম কমেছে। একইসময় চিনির দাম বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ, মাংসের দাম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ এবং ডেইরি পণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/