বিডি পেইন্টসের কিউআইওয়ের সাবস্ক্রিপশন শুরু ২২ মে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পেয়েছে বিডি পেইন্টস লিমিটেড। কোম্পানিটির কিউআইওয়ের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২২ মে। আর এই সাবস্ক্রিপশন শেষ হবে ২৬ মে। ডিএসই সূত্রে এতথ্য জানা যায়।

শেয়ারবাজার থেকে কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১.২০ কোটি শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে।

গত ১২ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২০তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানায় ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেষ্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে লেনদেন ১২’শ কোটি টাকা ছাড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

শেয়ারবাজারে সোমবার (৯ মে) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১ হাজার ২০০ কোটি টাকা অতিক্রম করেছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরিয়া সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪২টি কোম্পানির। দরপতন হয়েছে ৭৭টি কোম্পানির। অপরিবর্তিত আছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

ডিএসইতে ১ হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনে লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৮৩ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৩৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। দিন শেষে সিএসইতে ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ভোজ্যতেলের দাম নিয়ে কথা রাখেননি ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভোজ্যতেলের দাম নিয়ে ব্যবসায়ীরা কথা রাখেননি। আজ সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলেনে এমন কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা রমজান মাসে অ্যাপিলটা (অনুরোধ) করেছিলাম যে দয়া করে দাম বাড়াবেন না। সেই অ্যাপিল করা আমার বোধ হয় ঠিক হয়নি। কারণ তারা (ব্যবসায়ীরা) কথা রাখেননি।

তিনি আরো বলেন, এই দাম বাড়ার কথা ছিল রোজার আগেই। কিন্তু সরকার চায়নি রোজায় তেলের দাম বাড়ুক। সেই সময়ে কিছু অসাধু রিটেইলার ঘরে তেল মজুত করে রেখেছিল। সেজন্য দাম বাড়ানোর পরও বাজারে তেলের ক্রাইসিস হলো।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশের বিভিন্ন গণমাধ্যমে গেলো কয়েকদিন ধরেই তেলের দাম বৃদ্ধির বিষয়ে কথা বলা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাগে আন্তর্জাতিকভাবেই যে তেলের দাম বেড়েছে, প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে তেলের দামের একটি তুলনামূলক চিত্র কেউ দেখাচ্ছেন না।

আন্তর্জাতিক বাজারে গত এক মাসে তেলের দাম কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা কেউ বলছেন না।’

তিনি আরো বলেন, ‘এমনকি আজকে বাজারে যে তেলটা বিক্রি করছে, সেই তেলটা দুই মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানো হয়েছে। সেই তেলটা কী দামে আমদানি হয়েছে সেটাও কেউ জানাচ্ছেন না। এগুলো যদি জানানো যেতো… দাম বেড়েছে এটা সত্য, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্য। কিন্তু এর পেছনে আরেকটা সত্যও আছে। সেই সত্যটা যদি জানানো যেতো, তাহলে মানুষ বুঝতে পারতেন সমস্যাটা কোথায়।’

স্টকমার্কেটবিডি.কম//

সেনা কল্যান ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১১ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতাষ্ঠান সেনা কল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ মে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০২২ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর মালিবাগে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিট কয়েনের দাম ৫০ শতাংশ কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ক্রমাগত কমছে বিট কয়েনের দাম। গেল সপ্তাহে এটি ৩৪ হাজার ডলারের নিচে নেমেছে। এই তথ্য দিয়েছে দ্য কয়েনবেজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ।

গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য ৫০ শতাংশের বেশি কমেছে।

ট্রাডিশনাল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই ডিজিটাল মুদ্রার প্রতি আস্থা হারাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, লেনদেনে বিট কয়েনের প্রতি আস্থা রাখতে পারছেন না এসব বিনিয়োগকারীরা। তারা আসলে ঝুঁকি নিতে চাইছেন না।

এছাড়াও ইউক্রেন যুদ্ধের ঘটনায় সারা বিশ্বের অর্থনীতিতেই বড় প্রভাব ফেলেছে, বিশ্বজুড়ে বেড়েছে মুদ্রাস্ফীতি।

তাই বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে কোনও ঝুঁকি নিতে চাইছে না।

যদিও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও এলসালভাদর ক্রিক্টোকারেন্সিকে বৈধতা দিয়েছে। ডলার কিংবা অন্য মুদ্রার মতো দেশ দুটিতে ক্রিপ্টোকারেন্সিতেও লেনদেন করা যাবে।

সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম

ইউনাইটেড কমার্শিয়াল বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনআরবিসি ব্যাংকের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনআরবিসি  ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লংকা বাংলা ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা এক টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভিএফএস থ্রেডসের বোর্ড সভা ১১ মে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ভিএফএস থ্রেডসের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ মে আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩:৩০ টায় রাজধানীর বারিধারায় কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইসলামিক ফাইন্যান্সের সাড়ে ১০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫.৩১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা