১০০০ টাকার নোট অচলের তথ্য গুজব : বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩১ মে এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি অচল বলে বলে বিভিন্ন সামাজিক গণ মাধ্যমে তথ্য ছড়িয়েছে যা গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মে) বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যবানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত। এরপর আর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

আরও ছড়িয়ে পড়ে, এর পরদিন তথা ৩১ মে থেকে এক হাজার টাকা মূল্যমানের এই লাল নোটটি অচল বলে গণ্য হবে।

এই খবরকে সম্পূর্ণ ভুয়া অভিহিত করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধরণের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে জনসাধারণকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এবার হজের সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। প্যাকেজ-১-এর অধীনে জনপ্রতি পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছে। প্যাকেজ-২-এর অধীনে ধরা হয় জনপ্রতি চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

প্যাকেজ-১-এর অধীনে এক লাখ দুই হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এর অধীনে খরচ বেড়েছে এক লাখ দুই হাজার ১৫০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি চার লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা প্রস্তাব করা হয়।

হজ প্যাকেজ নিয়ে বুধবার (১১ মে) সচিবালয়ে সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এই প্রস্তাব করেন। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, দ্বিপাক্ষীয় হজচুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন। হজযাত্রীর বিমানভাড়া, সৌদি আরবের বাড়িভাড়া, সার্ভিস চার্জ, মুয়াল্লিম ফি, জমজমের পানি, খাবার খরচ এবং অন্যান্য ফি হিসাব করে ২০২২ সালের জন্য সরকারি ব্যবস্থাপনার জন্য দুটি প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনার এজেন্সিগুলোর জন্য একটি প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের কোরবানি বাবদ প্যাকেজ মূল্যের অতিরিক্ত ৮১০ সৌদি রিয়াল বা ১৯ হাজার ৬৮৩ টাকা পরিশোধ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

পূবালী ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেড ১০০০ কোটি টাকার বন্ড ছাড়বে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার (১১ মে) অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা বোর্ড।

সূত্র জানায়, ব্যাংকটি এইকটি সাবর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাধারণ শেয়ারহোল্ডারদের এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন স্বাপেক্ষে এই বন্ডটি ইস্যু করতে পারবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/আর

কুইন সাউথ টেক্সটাইলের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (১১ মে) অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৩২ টাকা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৮০ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫.৫৩ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ১৬.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি/

ফার কেমিক্যালসের মার্জারের সম্মতি দিল শেয়ারহোল্ডাররা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেড অন্য একটি কোম্পানির সাথে মার্জার করার সিদ্ধান্ত নিয়েছে। ইজিএমে এই মার্জারের সম্মতি দিয়েছেন শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিটি ফার কেমিক্যালস ও এস এফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ মিলস লিমিটেডের সাথে এই মার্জার করবে। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়।

আজ ১১ মে বেলা সাড়ে ১১টায় এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) কুমিল্লা জেলায় শংকর পুরে জমজম হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে কোম্পানিটির এই মার্জারের অনুমোদন দেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যক্তিগত গাড়ি ও বিলাসপণ্য আমদানিতে কঠোর কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই দেশের আমদানি ব্যয় ৬১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রেকর্ড সৃষ্টি করা এ আমদানি ব্যয় চাপে ফেলেছে বাংলাদেশের অর্থনীতিকে। ডলারসহ বৈদেশিক মুদ্রাবাজারে সংকট তৈরি হওয়ায় অবমূল্যায়নের শিকার হচ্ছে বাংলাদেশী মুদ্রা। এ অবস্থায় ব্যক্তিগত গাড়িসহ বিলাসীপণ্য আমদানির পথ আরো কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মোটর কার (সেডান কার, এসইউভি), হোম অ্যাপ্লায়েন্স হিসেবে ব্যবহূত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রীর আমদানি ঋণপত্রের ন্যূনতম নগদ মার্জিন হবে ৭৫ শতাংশ। আর নিত্যপ্রয়োজনীয় নয়— এমন পণ্যের নগদ মার্জিন নির্ধারণ করে দেয়া হয়েছে ৫০ শতাংশ।

শিশুখাদ্য, অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জ্বালানি, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বীকৃত জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জামসহ চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহূত দ্রব্য, উৎপাদনমুখী স্থানীয় শিল্প ও রফতানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানীকৃত মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল, কৃষি খাতসংশ্লিষ্ট পণ্য এবং সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে ব্যবহারের জন্য আমদানীকৃত অত্যাবশ্যকীয় পণ্য আমদানির ঋণপত্রকে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

বিলাসপণ্যের আমদানি কমাতে এপ্রিলেই সক্রিয় হয় বাংলাদেশ ব্যাংক। গত ১১ এপ্রিল বিলাসপণ্য আমদানিতে ন্যূনতম নগদ মার্জিন ২৫ শতাংশ নির্ধারণ করে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর মাত্র এক মাসের ব্যবধানে আগের অবস্থান থেকে সরে এসে আরো কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় ব্যাংক। ওই প্রজ্ঞাপন দেয়ার আগ পর্যন্ত ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণের নির্দেশনা ছিল। ২০০৩ সালে ‘আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিন সংরক্ষণ’ বিষয়ে প্রজ্ঞাপনে বলা ছিল, আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করতে হবে।

আগের সব নির্দেশনা বাতিল করে বাংলাদেশ ব্যাংক বলেছে, ১১ এপ্রিলের প্রজ্ঞাপনের মাধ্যমে শিশুখাদ্য, জ্বালানিসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ওষুধ, স্থানীয় ও রফতানিমুখী শিল্প এবং কৃষি খাতসংশ্লিষ্ট আমদানি ব্যতীত অন্য সব পণ্য আমদানির বিপরীতে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিন হার ন্যূনতম ২৫ শতাংশ সংরক্ষণের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু কভিড-১৯-এর প্রভাব এবং বহির্বিশ্বে যুদ্ধাবস্থার কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এজন্য দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার জন্য আমদানি ঋণপত্রের নতুন নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশের আমদানি ব্যয় এরই মধ্যে রেকর্ড ছুঁয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারও অস্থিতিশীল। নতুন এ নির্দেশনা দেয়ার ফলে দেশে গাড়িসহ বিলাসপণ্যের আমদানি নিরুৎসাহিত হবে। ফলে কমে আসবে দেশের আমদানি ব্যয়। এর মাধ্যমে ডলারসহ বৈদেশিক মুদ্রার বিদ্যমান সংকটও কিছুটা কমবে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রাহকদের কাছে মার্সেল টিভি চাহিদার শীর্ষে

মার্সেল টিভির ৫ বছরের প্যানেল গ্যারান্টিসহ সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্সেল টেলিভিশনের ডিজাইন ও প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। ফলে মার্সেল টিভিতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার। এরই প্রেক্ষিতে টিভিতে ৫ বছরের প্যানেল গ্যারান্টি দিচ্ছে মার্সেল। রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট সুবিধা। ফলে গ্রাহকদের কাছে হু হু করে বাড়ছে দেশীয় ব্র্যান্ড মার্সেলের চাহিদা। দেশের টেলিভিশন বাজারে অন্যতম শীর্ষে রয়েছে মার্সেল।

জানা গেছে, বাংলাদেশে নিজস্ব উৎপাদন প্ল্যান্টে তৈরি মার্সেল টিভি আন্তর্জাতিকমানের। বাজারের অন্যান্য ব্র্যান্ডের চেয়ে দামে সাশ্রয়ী। রয়েছে সর্বোচ্চ গ্যারান্টি-ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা। তাই সব মিলিয়ে গ্রাহকদের কাছে মার্সেল টিভির চাহিদা তুঙ্গে। যার প্রেক্ষিতে চলতি বছর ঈদুল ফিতর বা রোজার ঈদে টিভি বিক্রিতে প্রায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মার্সেলের।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোজায় মার্সেল বাজারে ছাড়ে নতুন মডেলের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি। এছাড়া ঈদ উপলক্ষ্যে টিভির ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেয় মার্সেল। এর আওতায় মাত্র ১০ হাজার ৯৯০ টাকায় ২৪ ইঞ্চি এলইডি টিভি কেনার সুযোগ পেয়েছেন ক্রেতারা। আর ঈদ অফারে ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ছিলো মাত্র ১৫ হাজার ৯০০ টাকা। ফলে রোজার ঈদে ব্যাপক বিক্রি হয়েছে মার্সেল টিভি।

এ প্রসঙ্গে মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় মার্সেল টিভির গুণগতমান অনেক উন্নত। দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে। এদিকে রোজার ঈদকে কেন্দ্র করে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের এলইডি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বাজারে ছাড়ে মার্সেল। যার ফলে এই ঈদে গতবারের চেয়ে প্রায় তিনগুণ বেশি টিভি বিক্রি হয়েছে মার্সেলের।

তিনি জানান, চলতি বছর রোজার ঈদে মার্সেল টিভি বিক্রয়ে অসাধারণ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিশেষ নিয়ামক হিসেবে কাজ করেছে উচ্চ গুণগতমান, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, গ্যারান্টি এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সুবিধা। মার্সেল টিভিতে ক্রেতারা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি প্যানেলে ৫ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। রয়েছে ৫ বছর পর্যন্ত ফ্রি বিক্রয়োত্তর সেবা এবং স্পেয়ার পার্টস ওয়ারেন্টি। এই দীর্ঘমেয়াদি বিক্রয়োত্তর সেবার সুবিধা থাকায় মার্সেল ব্র্যান্ডের টিভিতেই ক্রেতারা আস্থা রাখছেন।

জানা গেছে, এলইডি টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্যানেল বা মাদারবোর্ড। টিভির মোট ব্যয়ের ৬০ শতাংশেরও বেশি লাগে প্যানেলে। টিভির প্রধান এ অংশ ক্ষতিগ্রস্ত হলে সেটা ঠিক করতে গ্রাহকদের মোটা অংকের অর্থ খরচ হয়। তাই প্যানেলে ৫ বছরের গ্যারান্টি থাকায় মার্সেল টিভির গ্রাহকরা থাকেন নিশ্চিন্ত।

কর্তৃপক্ষ জানায়, আইএসও ক্লাস সেভেন ডাস্ট ফ্রি ক্লিন রুমে অত্যাধুনিক প্রযুক্তির এইচডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) এবং আইপিএস (ইন প্ল্যান সুইচিং) প্যানেল তৈরি করছে মার্সেল। যা প্যানেলের গুণগতমান ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। এর ফলে মার্সেল টিভিতে দর্শকরা পান লার্জ ভিউয়িং অ্যাঙ্গেল এবং হাই কন্ট্রাস্ট পিকচার। তাছাড়া মার্সেল টিভি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী।

বর্তমানে বাজারে মার্সেলের বিভিন্ন সাইজের মোট ১৬ মডেলের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২৪, ৩২, ৪০ এবং ৪৩ ইঞ্চির বেসিক এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯০০ টাকা থেকে ৩৪ হাজার টাকায়। আর গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির মধ্যে ৩২ ইঞ্চি ২৬ হাজার ৯০০ টাকায়, ৪০ ইঞ্চি ৩৪ হাজার ৯০০ টাকায় এবং ৫৫ ইঞ্চি ৯৪ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে।

মার্সেল টিভিতে ক্রেতারা পাচ্ছেন দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। এজন্য মার্সেলের রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। যার আওতায় দেশব্যাপী বিস্তৃত ৭৭টি সার্ভিস সেন্টারে আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস ক্রেতাদের দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সেবা দিয়ে যাচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে আরডি ফুডস; ২য় এসিআই ফরমুলেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আরডি ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৮ কোটি ৫৪লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এসিআই ফরমুলেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৫ লাখ টাকার।

বেক্সিমকো লিমিটেড ৪৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই হসপিটাল রিকুইজিটির ৪৬ কোটি ৪২ লাখ, শাইনপুকুর সিরামিকসের ২৯ কোটি ৪ লাখ, ফরচুন সুজের ২৫ কোটি ৪ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৩ কোটি ৯২ লাখ, আইপিডিসির ২৩ কোটি ৫৩ লাখ, ইউনিক হোটেলের ১৯ কোটি ৯৯ লাখ ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস