শেয়ার দর কমার সার্কিট ব্রেকার আবারো ২% নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) ২ শতাংশ পুনরায় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে বর্তমান টালমাটাল পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ মে) থেকে এটি কার্যকর হবে। ফলে বুধবারের (২৫ মে) ক্লোজিং প্রাইসের উপর ভিত্তি করে বৃহস্পতিবার সর্বোচ্চ ২ শতাংশ কমতে পারবে।

বুধবার (২৫ মে) বিএসইসির নির্বাহীর পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ মার্চ শেয়ারবাজারের নেতিবাচক অবস্থা সামলাতে দর কমার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে কমিশন। গত ২০ এপ্রিল শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা ৫ শতাংশ করে। আর বৃহস্পতিবার (২৬ মে) ৫ শতাংশ থেকে কমিয়ে পুনরায় ২ শতাংশ করা হলো।

২০২১ সালে সর্বোচ্চ পতনের ২ শতাংশ সীমা বেঁধে দিয়েছিল কমিশন। ওই বছরে ১ম ও ২য় দফায় ফ্লোর প্রাইস তুলে নেওয়া কোম্পানিগুলোর উপর এই সীমা আরোপ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম//

পাটকলের পাওনা পরিশোধে ৫৭৪ কোটি টাকা বরাদ্দ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলোর পাওনা ও অন্যান্য দায়-দেনা পরিশোধে ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা, কাঁচা পাট সরবরাহকারীদের পাওনা ও অন্যান্য দায়-দেনা পরিশোধে খরচ করা হবে।

২০২১-২২ অর্থবছরের অর্থ বিভাগের সংশোধিত বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অনুকূলে ‘পরিচালন ঋণ’ হিসেবে ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত এ অর্থ ৩২৭ কোটি ৭ লাখ টাকা ১৯৮০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা, ২ হাজার ২১৭ জন কাঁচা পাট সরবরাহকারীদের পাওনা বাবদ ২৩৪ কোটি ৯১ লাখ এবং এক হাজার ১১৯ জন স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের পাওনা বাবদ ১২.১৬ টাকা ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দ অর্থ সংশ্লিষ্ট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের, কাঁচা পাট সরবরাহকারী এবং স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের ১০ মে তারিখে স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম//

সোনালী ব্যাংকে সাবেক এমডিসহ ৯ জনের ১৭ বছরের জেল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনালী ব্যাংকের সাড়ে ২৭ লাখ টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরসহ ৯ জনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। মোট দুটি ধারায় এ সাজা দেয়া হয়েছে বল জানিয়েছের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শওকত আলম। দুই ধারার সাজা একসঙ্গে চলার কারণে আসামিদের প্রত্যেককে ১০ বছর করে কারাগারে থাকতে হবে।

সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবীর ছাড়া সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, ডিজিএম শেখ আলতাফ হোসেন, জিএম ননী গোপাল নাথ ও সফিজ উদ্দিন আহমেদ, এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন এবং প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তবে মামলার পাঁচ আসামি পলাতক। আজ রায় ঘোষণার সময় মাইনুল হক, সফিজ উদ্দিন, শেখ আলতাফ ও কামরুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

পিপি শওকত আলম জানান, অর্থ আত্মসাতের দায়ে তাদের প্রত্যেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ওই জরিমানা রাষ্ট্রের কোষাগারে জমা হবে। পাশাপাশি প্রতারণার দায়ে প্রত্যেককে সাত বছর কারাদণ্ড ভোগ করতে হবে এবং ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানা অনাদায়ে আরো তিনমাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

জালিয়াতির মাধ্যমে সোনালি ব্যাংকের ২৭ লাখ ৫০ হাজার ৬৮১ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান রমনা মডেল থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান।

স্টকমার্কেটবিডি.কম//

বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলে ডিএসই’র অর্থ প্রদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টি “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন” তহবিলের জন্য সংরক্ষিত ১ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৪৬১ টাকার একটি চেক প্রদান করা হয়েছে।

গত ২৩ মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এমপি কাছে চেকটি হস্তান্তর করা হয়৷

চেক হস্তান্তর করেন ডিএসই’র শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান মো: কাজী মামুন৷ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক মোঃ ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, জেষ্ঠ ব্যবস্থাপক ও ট্রাস্টি বোর্ডের সচিব আহসান হাবিব ও ট্রাস্টি বোর্ডের সদস্য নাদিয়া আফরিন লিজা৷ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম জবেুন্নছো করিম (রপ্তানীমূখী শিল্প ও আইও অনুবিভাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক (যুগ্ম সচিব) গোকুল কৃষ্ণ ঘোষ এবং মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু হাসনাত মো: মঈনউদ্দিন৷

স্টকমার্কেটবিডি.কম//

ঢাকা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বৃদ্ধি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিমাটির আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ৩১ মার্চ ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইপিডিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৩ লাখ টাকার।

শাইনপুকুর সিরামিকস লিমিটেড ২৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই হসপিটাল রিকুইজিটির ১৮ কোটি ৬ লাখ, ফরচুন সুজের ১৪ কোটি ৫৪ লাখ, এসিআই ফরমুলেশনের ১৩ কোটি ৭২ লাখ, স্কয়ার ফার্মার ১২ কোটি ৪৫ লাখ, জিএসপি ফাইন্যান্সের ১২ কোটি ১৩ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ৯ কোটি ৮৩ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইপিডিসি
  3. শাইনপুকুর সিরামিকস
  4. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  5. ফরচুন সুজ
  6. এসিআই ফরমুলেশন
  7. স্কয়ার ফার্মা
  8. জিএসপি ফাইন্যান্স
  9. সোনালী পেপার এন্ড বোর্ড
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

ডিএসইতে ৫১৩ ও সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৮৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৩ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬০ কোটি ৮২ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫০টির, আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, শাইনপুকুর সিরামিকস, জেএমআই হসপিটাল রিকুইজিটি, ফরচুন সুজ, এসিআই ফরমুলেশন, স্কয়ার ফার্মা, জিএসপি ফাইন্যান্স, সোনালী পেপার এন্ড বোর্ড ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৮৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়াতে চিঠি দিল এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব আপাতত স্থগিত রাখতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসকে গতকাল সোমবার চিঠি দিয়ে এই অনুরোধ জানান তিনি।

চিঠিতে জসিম উদ্দিন লিখেছেন, করোনা মহামারি ও ইউক্রেন সংকটের ফলে বিশ্বব্যাপী খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল, উৎপাদন উপকরণসহ সব খাতে ব্যাপক মূল্যবৃদ্ধি, মাত্রাতিরিক্ত পরিবহন ব্যয় এবং মুদ্রা বিনিময় হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসা পরিচালনার খরচ অত্যধিক বেড়ে চলেছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি খাতে বিশ্বব্যাপী চাহিদা হ্রাসের সঙ্গে সঙ্গে মূল্যবৃদ্ধিজনিত ব্যাপারে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যার নেতিবাচক প্রভাবে শিল্পকারখানাগুলোর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে চলতি হিসাবে ঘাটতি হওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ছে। সঞ্চয় কমে যাওয়ায় বিনিয়োগ ও ব্যাংক খাতের অর্থপ্রবাহে ভারসাম্যহীনতা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।

বর্তমান দুঃসময়ে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতির কারণে বহুমাত্রিক নেতিবাচক প্রতিক্রিয়ার উদ্ভব হবে। ব্যবসা পরিচালনার ব্যয় বাড়বে। কৃষি, শিল্প, সেবা ও রপ্তানি খাতসহ সার্বিকভাবে সাধারণ মানুষের জীবন ও জীবিকার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

বর্তমান সময় আপত্কালীন উল্লেখ করে সব খাতে গ্যাসের মূল্যহার অপরিবর্তিত রাখার অনুরোধ জানায় এফবিসিসিআই। সংগঠনটি বলছে, দেশের গ্যাস সরবরাহের প্রায় ৭৮ শতাংশ দেশীয় উৎস থেকে আসে। বাকিটা আমদানি হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমদানি পর্যায়ে ভর্তুকি দিয়ে নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর অনুরোধ করেছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

স্টকমার্কেটবিডি.কম//

বাংলাদেশ শিপিং করপোরেশনের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ ২৫ মে বেলা ২:৫০ টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি