“ফান্ডে অবণ্টিত লভ্যাংশ জমা পড়েছে মাত্র ৯.১৫ শতাংশ”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ নিয়ে গঠন করা হয় বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড। এ ফান্ডে ৮ হাজার ৭১৬ কোটি ৫১ লাখ টাকা জমা হওয়ার কাথা থাকলেও এখন পর্যন্ত জমা হয়েছে মাত্র ৭৯৮ কোটি টাকা, যা ফান্ডটির লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ৯ দশমিক ১৫ শতাংশ। এখনো প্রায় ৭ হাজার ৯১৯ কোটি টাকা ফান্ডে জমা হয়নি।

এ অবস্থায় ফান্ডে আশানুরূপ অর্থ ও শেয়ার জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, অবণ্টিত লভ্যাংশ কোথায় গেছে, সেটি জানতে শিগগিরই নিরীক্ষা শুরু করা হবে। তখন আর কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিএসইসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত ‘পুঁজিবাজারকে অংশীদারিত্বের মাধ্যমে শক্তিশালীকরণ’ শীর্ষক ত্রিপক্ষীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএপিএলসির সভাপতি এম আনিস উদ-দৌলা ও বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক ও সিএমএসএফের বোর্ড অব গভর্নরসের সদস্য শ্যামল দত্ত।

অনুষ্ঠানে অবণ্টিত লভ্যাংশের বিষয়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, অবণ্টিত লভ্যাংশ হচ্ছে কোম্পানিগুলোর কাছে একটি আমানত। সেই আমানত আপনাদের রক্ষা করার দায়িত্ব। কিন্তু ঠিকমতো রক্ষা করতে পারেননি। যখন কোম্পানিগুলোর কাছে চাওয়া হচ্ছে, তখন তারা একের পর এক সময় নিয়ে যাচ্ছে। কেউ কেউ এখন পর্যন্ত কোনো ধরনের লভ্যাংশের অংশ জমা দেয়নি।

শুরুতে ২২ হাজার কোটি টাকার অবণ্টিত লভ্যাংশের তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত সেটা ৭০০-৮০০ কোটি জমা হয়েছে জানিয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এ সময়ের ব্যবধানে এত টাকা কোথায় গেল? কোম্পানিগুলো যখনই অবণ্টিত লভ্যাংশ স্ট্যাবিলাইজেশন ফান্ডে প্রেরণের জন্য সময় চেয়েছে, তখনই দেয়া হয়েছে। এভাবে বারবার সময় নিচ্ছে। কিন্তু এখনো দেয়নি। তাহলে বাকি টাকা গেল কোথায়? যার সম্পদ তাকে দিতে হবে। এরই মধ্যে সিএমএসএফ সম্পদ ফেরত দিতে শুরু করেছে। আমরা এটা এমনভাবে ব্যবহার করছি যে এটা কখনো কমবে না, বরং বাড়বে।

তিনি আরো বলেন, কোম্পানির আইপিওতে আসার পর থেকে কী পরিমাণ নগদ ও স্টক লভ্যাংশ দিয়েছে, কী পরিমাণ অবণ্টিত লভ্যাংশ রয়েছে সেটি জানতে নিরীক্ষা করা হবে। অডিট শুরু করার পরে সময় দেয়া হবে না। এজন্য আগামী ৩১ মের মধ্যে সবাইকে অবণ্টিত লভ্যাংশ দেয়ার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বিএপিএলসির সভাপতি এম আনিস উদ-দৌলা, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, সিএমএসএফের চেয়ারম্যান নজিবুর রহমান, বিএপিএলসির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন, বিএসইসির সাবেক কমিশনার ও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান, ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক ও বিএপিএলসির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ। প্রেজেন্টেশন দেন সিএমএসএফের সিওও মো. মনোয়ার হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/

স্বর্ণের দাম ভরিতে কমল ২৯১৬ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভা‌লো মা‌নের স্বর্ণের দাম ভরিতে কম‌ছে ২ হাজার ৯১৬ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

বাজুস জানায়, মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী। এছাড়া আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৭ মে থেকে কার্যকর হবে।

দাম কমার কারণে ২৭ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দামও ২ হাজার ৭৯৯ টাকা কমে ৭৫ হাজার ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমছে ২ হাজার ৪৫০ টাকা; এখন বিক্রি হবে ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১৯৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

স্টকমার্কেটবিডি.কম//

এবার চাল রপ্তানিতে সীমিত করছে ভারত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গম ও চিনির পর এর চাল রপ্তানি সীমিত করতে যাচ্ছে ভারত। অভ্যন্তরীণ সরবরাহে চাপ না ফেলতে এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে একটি কমিটি বাসমতি বাদে অন্য চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের উৎপাদন বিশ্লেষণ করছে। তাই দাম বাড়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে বলে ইকোনোমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মূল্যস্ফীতি সর্বোচ্চ স্তরে মোকাবেলা করা হচ্ছে। মূল্য পর্যবেক্ষক কমিটি প্রতিটি পণ্যের উপর বৈঠক করছে এবং পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

অন্য একজন কর্মকর্তার মতে পাঁচটি পণ্যের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই গম এবং চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ সালে ১৫০টিরও বেশি দেশে চাল রপ্তানি করেছে ভারত।

স্টকমার্কেটবিডি.কম/

ডলারের রেট নির্ধারণে কাজ করবে বাফেদা-এবিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলারের বাজারে অস্থিরতা কাটাতে ডলারের এক রেট বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। এর মাধ্যমে সব এক্সচেঞ্জ হাউজগুলোতে ডলারের রেট হবে অভিন্ন।

বৃহস্পতিবার (২৬ মে) বাফেদা, এবিবি এবং বাংলাদেশ ব্যাংকের ত্রিপক্ষীয় সভা শেষে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বাফেদা ও এবিবির চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যাংকের এমডি ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয়তার নিরিখে লিকুইডিটি (ডলার বিক্রি) সাপোর্ট দেওয়া অব্যাহত রাখবে। রপ্তানিকারক ব্যাংকের মাধ্যমে ডিসকাউন্টসহ রপ্তানিমূল্য ওই ব্যাংকেই বিক্রি করতে হবে।

বাফেদা এবং এবিবি একত্রে এক্সচেঞ্জ হাউজের জন্য ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট (এক রেট) নির্ধারণে কাজ করবে। যা দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক মেনে চলবে। এ নিয়ে বাফেদা কর্তৃক ইন্টার ব্যাংক রেট (আন্তঃব্যাংক রেট হার) প্রস্তাব পাঠাবে। তাদের পাঠানো প্রস্তাব বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করবে। এ সিদ্ধান্ত আগামী রোববারের (২৯ মে) মধ্যে জানা যাবে বলেই আশা ব্যক্ত করেন তিনি।

এর আগে ডলারের বাজারে অস্থিরতা নিরসনে গত ১৯ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেয় বাফেদা। চিঠিতে বাংলাদেশ ব্যাংকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেয় সংগঠনটি।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়েবওএস টিভির একমাত্র লাইসেন্সড ওইএম হলো ওয়ালটন

আমেরিকার লাস ভেগাসে এলজি ও ওয়ালটন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বিজনেস মিটিংয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়েবওএস টিভির লাইসেন্সড ওইএম ম্যানুফ্যাচারার হলো ওয়ালটন। প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়া ভিত্তিক এলজি ইলেকট্রনিক্সের (এলজিই) ওয়েবএস টিভির প্ল্যাটফর্ম বিজনেস ইউনিটের কাছ থেকে ‘লিডিং ওইএম ফ্যাক্টরি’ হিসেবে এই স্বীকৃতি অর্জন করে নিয়েছে ওয়ালটন। এর মাধ্যমে ওয়েবওএস টিভি প্লাটফর্মে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে দেশীয় টেলিভিশন উৎপাদন খাত।

উল্লেখ্য, ওয়েবওএস (বিনঙঝ) হলো গ্রাহকবান্ধব মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। যা তৈরি করেছে এলজিই। বিভিন্ন দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ডের টিভিতে ওয়েবওএস প্লাটফর্ম ব্যবহারের লক্ষ্যে তাদেরকে লাইসেন্সড পার্টনার করেছে এলজিই। সম্প্রতি তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় বাজারের জন্য ওয়ালটনকে তাদের অন্যতম একটি লিডিং ‘ওডিএম ফ্যাক্টরি’ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে ওয়েবওএস টিভির যেকোনো ওইএম বা ওডিএম অংশীদারদের চাহিদা মেটাতে পারবে ওয়ালটন।

এ বিষয়ে সম্প্রতি এলজি ইলেকট্রনিক্স ইনকর্পোরেশন এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। এ প্রেক্ষিতে আমেরিকার লাস ভেগাসে এলজি ও ওয়ালটন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বিজনেস মিটিংয়ে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স ইনকর্পোরেশনের সাং জুন জিওন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন। এতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ওয়েবওএস টিভির জন্য প্রথম ও একমাত্র বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত নির্মাতার স্বীকৃতি পায়।

জানা গেছে, ওয়ালটন ওয়েবওএস টিভি ডিজাইন করা হয়েছে ফোর-কে আল্ট্রা এইচডি, ফুলএইচডি ও এইচডি রেজ্যুলেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ অপারেটিং সিস্টেম দ্বারা। সহজে নিয়ন্ত্রণ করার জন্য এই টিভিতে রয়েছে ইন্টিগ্রেটেড এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এলগরিদম এবং ভয়েস অ্যাসিস্টেন্স ফিচার। ভয়েস কমান্ড ব্যবহারকারীদের কোনো ঝামেলা ছাড়াই স্মার্ট ডিভাইসগুলি পরিচালনা করতে সাহায্য করে। সেইসঙ্গে এলজি থিংকিউ (খএ ঞযরহছ) অ্যাপের মাধ্যমে এ পযুক্ত ম্যাজিক রিমোট বা স্মার্টফোনের ভয়েস সহায়তায় পছন্দমতো বিনোদন উপভোগের সুবিধা দেয়।

ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও যুগোপযোগি ফিচারের মাধ্যমে স্মার্ট টিভির নতুন অভিজ্ঞতা দেয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। তাই, ওয়ালটন অর্জন করেছে ওয়েবওএস টিভির প্রথম বাংলাদেশি লাইসেন্সড ম্যানুফ্যাকচারারের স্বীকৃতি। গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির মতো ওয়ালটন এখন দেশেই ওয়েবওএস টিভি উৎপাদন ও বাজারজাত করবে। তার প্রত্যাশা- ওয়েবওএস টিভি তৈরির এই নতুন উদ্যোগের ফলে দেশের বাজারে ওয়ালটন স্মার্ট টিভির চাহিদা কয়েকগুণ বাড়বে।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে দেশের সর্ববৃহৎ টেলিভিশন গবেষণা ও উদ্ভাবন সেন্টারসহ রয়েছে আন্তর্জাতিকমানের টিভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট। যেখানে সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজের ৩২-ইঞ্চি থেকে শুরু করে ৫৫-ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড এন্ড্রয়েড স্মার্ট টিভি তৈরি করা হচ্ছে। এখন ওয়ালটনের তৈরি ওয়েবওএস টিভি বাংলাদেশে ইলেকট্রনিক পণ্য উৎপাদন খাতের জন্য হবে এক বিশাল মাইলফলক।

স্টকমার্কেটবিডি.কম/

ট্যাক্স দিয়ে পাচার হওয়া টাকা দেশে আনা যাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‌‘ট্যাক্স পরিশোধ করে বিদেশে পাচার করা টাকা বৈধ পথে দেশে আনার সুযোগ মিলবে। যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে, সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ। এ ধরনের অ্যামনেস্টি (সাধারণ ক্ষমা) বিভিন্ন দেশ দিয়ে থাকে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছেন, এ সুযোগটি তাদের জন্য অত্যন্ত ভালো একটি সুযোগ, সেটি তারা কাজে লাগাবেন। সব দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে।’

স্টকমার্কেটবিডি.কম/

‘হজের খরচ জনপ্রতি আরও বাড়ল ৫৯ হাজার টাকা’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হজে যাওয়ার জন্য জনপ্রতি ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরবে আব্যশকীয় ব্যয় বাড়ানোর কারণে এই মোট খরচ বাড়ছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

নতুন সিদ্ধান্তের ফলে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজের মোট খরচ দাঁড়াবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ ২–এর জন্য খরচ হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য সর্বনিম্ন খরচ পড়বে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গতকাল সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ব্যয়ের বিবরণ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে মোয়াল্লেম ফি ‘সি’ শ্রেণির জন্য ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ‘ডি’ শ্রেণির জন্য ৭০ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, বাস সার্ভিস, প্লেন ভাড়া এবং বাড়িভাড়া থেকে কিছু অর্থ সাশ্রয় করা গেছে। এ সাশ্রয় এবং হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ৩০ মের মধ্য এ টাকা জমা দিতে হবে হজযাত্রীদের।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইপিডিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৮ লাখ টাকার।

ফরচুন সুজ লিমিটেড ৩৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৮ কোটি ৬২ লাখ, বিডি ফাইন্যান্সের ২৩ কোটি ৫৮ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটিের ১৬ কোটি ৬১ লাখ, জিএসপি ফাইন্যান্সের ১৩ কোটি ৯৭ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১১ কোটি ৬২ লাখ, এসিআই ফরমুলেশনের ১০ কোটি ৭ লাখ ও স্কয়ার ফার্মা লিমিটেডের ৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইপিডিসি
  3. ফরচুন সুজ
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. বিডি ফাইন্যান্স
  6. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  7. জিএসপি ফাইন্যান্স
  8. শাইনপুকুর সিরামিকস
  9. এসিআই ফরমুলেশন
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৩৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ১২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫১৩ কোটি ১৩ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬১টির, আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিডি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল রিকুইজিটি, জিএসপি ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, এসিআই ফরমুলেশন ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১৮.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৮০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/