ব্যাংক ঋণ পরিশোধের বিশেষ সুবিধা চান ব্যবসায়ীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের (২০২২ সাল) ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের বিশেষ সুবিধা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে এই সুবিধা চেয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জসিম উদ্দিন বলেন, আমাদের দেশের ব্যাংকগুলোতে যেন দীর্ঘমেয়াদি ঋণের একটি বিশেষ তহবিল গঠন করা হয়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আমরা সেই অনুরোধ জানিয়েছি। কারণ ব্যবসার জন্য লংটাইম ফাইন্যান্সিং (দীর্ঘমেয়াদি অর্থায়ন) খুবই জরুরি।

তিনি আরও বলেন, আমরা রেমিট্যান্স প্রণোদনা আরও বাড়ানোর কথা জানিয়েছি। একজন রেমিট্যান্স যোদ্ধা দেশের বাইরে থেকে রেমিট্যান্স পাঠাবেন। তাকে কিছু সু্যোগ-সুবিধা দিলে তিনি উৎসাহিত হবেন, যদিও সিআইপিসহ সব সুবিধা তাকে দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে তৎপর খাদ্য মন্ত্রণালয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেউ অবৈধভাবে ধান-চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি না তা খতিয়ে দেখবে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করবে এই টিম।

মঙ্গলবার (৩১ মে) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আধা সরকারি পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে পত্র দেওয়া হবে। এছাড়া, দ্রুত কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে অবৈধ মজুতের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

বিবিএস কেবলসের ৪৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবলসের সাথে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) ৪৭ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী বিবিএস কেবলস চীনের কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানিতে পাওয়ার ক্যাবল এবং কন্ট্রোল ক্যাবল সরবরাহ করবে। এই পণ্যের মোট মূল্য হবে ৪৭ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৭০৪ টাকা।

চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী ৯০ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ করবে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ টাকার।

ফুয়াং ফুডস লিমিটেড ১৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-জিএসপি ফাইন্যান্সের ১৬ কোটি ৭১ লাখ, বেক্স ফার্মার ১৩ কোটি ১৭ লাখ, স্কয়ার ফার্মার ১২ কোটি ৯৩ লাখ,এসিআই ফরমূলেশনের ১২  কোটি ৫৪ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ১১ কোটি ৮৮ লাখ,  আইপিডিসির ১০ কোটি ৪৬ লাখ ও জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. ফুয়াং ফুডস
  4. জিএসপি ফাইন্যান্স
  5. বেক্স ফার্মা
  6. স্কয়ার ফার্মা
  7. এসিআই ফরমূলেশন
  8. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  9. আইপিডিসি
  10. জেনেক্স ইনফোসিস লিমিটেড।

দিনশেষে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৯২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৫০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৩৬ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬টির, আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ফুয়াং ফুডস, জিএসপি ফাইন্যান্স, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, এসিআই ফরমূলেশন, জেএমআই হসপিটাল রিকুইজিটি, আইপিডিসি ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জিএসপি ফাইন্যান্স ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী আশেঁর ৩য় প্রান্তিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আশঁ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউক্রেনকে ৯০০ কোটি ইউরো দিচ্ছে ইইউ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ মধ্যে ইউক্রেনের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে দেশটিকে অর্থসাহায্য দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। অ্যাজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনকে ৯০০ কোটি ইউরো দিতে সম্মত হয়েছে ইইউ।

ব্রাসেলসে আয়োজিত সভায় ইইউ নেতারা ইউক্রেনকে অর্থসাহায্য দিতে সম্মত হন। ইইউ প্রধান চার্লস মিশেল সোমবার টুইটারে এ বিষয়ে ঘোষণা দেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। মিশেল টুইটে জানিয়েছেন, ইউরোপিয়ান কাউন্সিল ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখবে। ইউক্রেন পুনর্গঠনে এ অর্থ ব্যয় করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানির ওপর কয়েক স্তরে নিষেধাজ্ঞা দিতেও সম্মত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ইউনিলিভার কনজিউমারের অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস বীর উত্তম মীর সাখাওয়াত রোডে শান্তা ফোরাম হাউজে নেওয়া হয়েছে।

এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ