বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ৪ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিল টহল ইউনিট আগুন দেখে ফায়ার কন্ট্রোল রুমে খবর জানায় এবং তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ও কাজ শুরু করে। বর্তমানে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম///

বকেয়া টাকার দাবি পাটকল শ্রমিকদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাটকল বন্ধের দুই বছর অতিবাহিত হলেও ৫টি জুটমিলের ১১ হাজার শ্রমিক বকেয়া টাকার সমাবেশ করেছে পাটকল শ্রমিকেরা।

২০ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে খুলনার পাটকল শ্রমিকেরা তিন দফা দাবিতে এ সমাবেশ করেছে।

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে-
• ৫টি জুটমিলের (খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুটমিল, আর আর জুটমিল ও কে এফ ডি জুটমিল) সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে
• রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে অতিসত্বর চালু করে পর্যায়ক্রমে আধুনিকায়ন করতে হবে
• নাম জটিলতায় ভুক্তভোগী স্থায়ী-বদলি শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে
• সকল শ্রমিকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, পাট ও পাট জাতীয় আঁশ ফসল সারা বিশ্বে তুলার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঁশ ফসল হিসেবে পরিচিত এবং বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। দেশের মোট রপ্তানি আয়ের ৩-৪ শতাংশ আসে পাট ও পাটজাত পণ্য থেকে। বিশ্বে পাট উৎপাদনে দ্বিতীয় হলেও পাট ও পাটপণ্য রপ্তানিতে বাংলাদেশ প্রথম এবং সবচেয়ে ভালোমানের পাট আমাদের দেশেই উৎপাদিত হয়।

স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশের রপ্তানি আয়ে (মোট রপ্তানির ৮৫-৯০ শতাংশ) পাট ও পাটজাত পণ্যের ভূমিকার কারণে পাটকে সোনালী আঁশ বলা হতো। কিন্তু আশির দশক থেকে সিনথেটিক দ্রব্যের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী পাটপণ্যের চাহিদা কমতে থাকে এবং বাংলাদেশেও তার প্রভাব পড়ে। আর এ সময়ে বাংলাদেশে গড়ে ওঠে গার্মেন্টস শিল্প, যার কাঁচামাল থেকে শুরু করে। সমস্ত কিছুই আমদানি করতে হয় বিদেশ থেকে।

কিন্তু বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পাটপণ্যের চাহিদা ব্যাপকহারে বাড়ার ফলে পাট ও পাটপণ্যের সুদিন ফিরে এসেছে। বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠতে পারে পাট ও পাট শিল্পকে কেন্দ্র করেই। অথচ সেই সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা না করে, সামগ্রিকভাবে পাট-শিল্পকে বিকশিত করার কোনো পরিকল্পনা হাতে না নিয়ে কেবলমাত্র লসের অজুহাত দেখিয়ে গত বছর ২০২০ সালের ২ জুলাই সরকার একযোগে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে দেয়। যেটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।

তারা আরও বলেন, যেখানে দরকার ছিল পাটকলের লোকসানের কারণ অনুসন্ধান করে তা দূর করার পরিকল্পনা হাতে নেওয়া, সেখানে সিনথেটিক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে বন্ধ করে দেওয়া হলো সর্বশেষ ২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল।

ফলে কর্মহারা হলেন ৭০ হাজার শ্রমিক, চ্যালেঞ্জের মুখে পড়ে প্রতিটি পাটকল এলাকার স্থানীয় অর্থনীতি-জনজীবন। মৃত নগরীতে পরিণত হলো খুলনা খালিশপুর, ঢাকা লতিফ বাওয়ানি-করিম জুটমিল, চট্টগ্রামের আমিন জুটমিল, সিরাজগঞ্জের জাতীয় জুটমিলের মতো শিল্প এলাকা।

স্টকমার্কেটবিডি.কম//

সোনালী লাইফের ৪ পরিচালকের শেয়ার হস্থান্তরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চারজন পরিচালক শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বিমাটির পরিচালক মোস্তফা গোলিম কুদ্দুস নামে এক পরিচালক বিমাটির ১৭ লাখ ১০ হাজার শেয়ার কন্যা আরেক পরিচালক ফাউজিয়া কামরন নাহার ও স্ত্রী ফাজলুতুন্নেসাকে এসব শেয়ার হস্থান্তর করবেন।

বিমাটির পরিচালক সাফিয়া সোবহান চৌধুরী নামে এক পরিচালক বিমাটির ৬ লাখ ৫০ হাজার শেয়ার আরেক পরিচালক মোস্তফা কামরুস সোবহানকে এসব শেয়ার হস্থান্তর করবেন।

বিমাটির নমিনী পরিচালক খায়ের মোহাম্মদ ফারুখ নামে এক পরিচালক বিমাটির ১ লাখ ২৭ হাজার শেয়ার তার কন্যা আরেক পরিচালক ইশরা তাহিয়াতকে এসব শেয়ার হস্থান্তর করবেন।

বিমাটির পরিচালক নূরে ই হাফজা নামে এক পরিচালক বিমাটির ২ লাখ ১০ হাজার শেয়ার তার কন্যা আরেক পরিচালক ইশরা তাহিয়াতকে এসব শেয়ার হস্থান্তর করবেন।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে এই চার পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় জেএমআই হসপিটাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিসে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৭ লাখ টাকার।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৪ কোটি ৩৩ লাখ, শাইনপুকুর সিরামিকসের ২৮ কোটি ৮৬ লাখ, মুন্নু ফেব্রিকসের ২০ কোটি ৫১ লাখ, আইপিডিসির ১৩ কোটি ৭৫ লাখ, কেডিএস এক্সেসরিজের ১২ কোটি ৮২ লাখ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ১ লাখ ও আরএকে সিরামিকস লিমিটেডের ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বাজেটে ১৪ প্রস্তাবনা এসএমই ফাউন্ডেশনের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২২-২৩ অর্থবছরের বাজেটে ১৪টি এসএমইবান্ধব প্রস্তাবনা গ্রহণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটি বলছে, এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে এসএমই খাত উপকৃত হবে।

রবিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমই এ কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ জাতীয় বাজেট প্রস্তাবনার জন্য প্রধানমন্ত্রীর এবং অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এসএমই ফাউন্ডেশন। ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল অঙ্কের বাজেটে এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া ১৪টি প্রস্তাবনা পূর্ণাঙ্গ বা আংশিকভাবে গৃহীত হওয়ায় ফাউন্ডেশন মনে করছে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের এসএমই উদ্যোক্তারা তথা এসএমই খাত নানাভাবে উপকৃত হবে।

তবে এসএমই উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করার চ্যালেঞ্জও থাকবে বলে মনে করছে এসএমই ফাউন্ডেশন।

এতে আরও বলা হয়, প্রতি বছর প্রাক বাজেট আলোচনায় এসএমই ফাউন্ডেশন কর্তৃক এসএমই খাতের উন্নয়নে জাতীয় বাজেটে বিবেচনার জন্য আয়কর, ভ্যাট, শুল্ক ও বিভিন্ন আর্থিক প্রণোদনা বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্যান্য সংস্থার কাছে উপস্থাপন করে থাকে। ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে এসএমইবান্ধব প্রস্তাবনা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানিয়ে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন, ট্রেডবডির কাছে প্রস্তাব চাওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে ১৮টি অ্যাসোসিয়েশন বা ট্রেডবডি থেকে এসএমই খাত সংশ্লিষ্ট ১২০টির বেশি প্রস্তাবনা পাওয়া যায়। পরে এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির প্রতিনিধিদের সঙ্গে যৌক্তিকীকরণ সভার মাধ্যমে ৫০টি প্রস্তাবনা চূড়ান্ত করে জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় উপস্থাপন করা হয়। বাজেট বক্তৃতা পর্যালোচনা করে দেখা গেছে যে, নিচের ১৪টি প্রস্তাব পূর্ণাঙ্গ বা আংশিক গৃহীত হয়েছে:

১. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিরক্ষণে এই শিল্পের জন্য তৈরি কয়েকটি পণ্য (ফিনিস প্রোডাক্ট) আমদানিতে প্রযোজ্য শুল্ককর বাড়ানো হয়েছে।

২. অ্যাগ্রোপ্রসেসিং এবং কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী উদ্যোক্তাকে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

৩. হাল্কা প্রকৌশল শিল্পের সব ধরনের পণ্য, যা কেবল শিল্প-কারখানায় ব্যবহৃত হবে- এমন উদ্যোক্তাদের ১০ বছর মেয়াদে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

৪. এসএমই খাতের ইনফরমাল উদ্যোক্তাদেরকে ফরমাল হওয়ার উৎসাহ দেওয়ার লক্ষ্যে এক ব্যক্তি কোম্পানির (ওপিসি) করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

৫. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিরক্ষায় শিল্পের পণ্য উৎপাদনে ব্যবহৃত কতিপয় উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।

৬. পেপারকাপ প্রস্তুতকারী শিল্পের সুরক্ষায় এই শিল্পের কর্তৃক তৈরি কয়েকটি পণ্য (ফিনিস প্রোডাক্ট) আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।

৭. পাওয়ার টিলারের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। ফাউন্ড্রি শিল্পে স্থানীয়ভাবে সংগৃহীত স্ক্র্যাপ সরবরাহের ক্ষেত্রে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।

৮. নারী উদ্যোক্তাদের মালিকানাধীন এসএমই খাতের কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভারের পরিমাণ ৭০ লাখ টাকা পর্যন্ত হলে এই প্রতিষ্ঠানের আয়কে করমুক্ত রাখা হয়েছে।

৯. স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য মাত্র আয়কর রিটার্ন দাখিল ব্যতীত অন্য সব ধরনের রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্টার্টআপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান রাখা হয়েছে।

১০. আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার শূন্য দশমিক ৬০ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ১০ শতাংশ করা হয়েছে।

১১. মুড়ি ও চিনি ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

১২. শিল্পোন্নয়ন উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন কারিগরি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানকে
১০ বছর মেয়াদে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

১৩. সিএমএসএমই খাতের ঋণ ও অগ্রিমের নিট স্থিতির পরিমাণ প্রতিবছর কমপক্ষে এক শতাংশ বাড়ানোসহ আগামী ২০২৪ সালের মধ্যে ন্যূনতম ২৫ শতাংশ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

১৪. নতুন এসএমই উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ও সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতসহ পুনঃঅর্থায়ন করার নির্দেশা দেওয়া হয়েছে।

২০১১-১২ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের এসএমই খাতের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উত্থাপিত ৪৬৭টি প্রস্তাবনার মধ্যে ৮৫টি পূর্ণাঙ্গ বা আংশিক গৃহীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. বেক্সিমকো লিমিটেড
  2. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  3. আনোয়ার গ্যালভানাইজিং
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. শাইনপুকুর সিরামিকস
  6. মুন্নু ফেব্রিকস
  7. আইপিডিসি
  8. কেডিএস এক্সেসরিজ
  9. কাসেম ইন্ডাস্ট্রিজ
  10. আরএকে সিরামিকস লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে দ্বিগুণ বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন দ্বিগুণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিসে সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৫৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮২২ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩২৫টির, আর দর অপরিবর্তিত আছে ১৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিটি, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিকস, মুন্নু ফেব্রিকস, আইপিডিসি, কেডিএস এক্সেসরিজ, কাসেম ইন্ডাস্ট্রিজ ও আরএকে সিরামিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৯.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭২৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ২২৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও ব্যাংক এশিয়া লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ইষ্টার্ণ ব্যাংকের শেয়ার বিক্রি করবেন নমিনী পরিচালক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের একজন নমিনী পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিযেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

মিসেস সেলিনা আলী নামে এই পরিচালকের ব্যাংকটির ১ কোটি ৫৫ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করা হবে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মো

বন্ড মার্কেট শক্তিশালী করতে উদ্যোগ নেবে এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

উন্নত বিশ্বের মতো বাংলাদেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করতে উদ্যোগ নেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। গতকাল এফবিসিসিআইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত শেয়ারবাজার ও বন্ডবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ কথা জানান কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. আমজাদ হুসেইন।

সভায় মো. আমজাদ হুসেইন বলেন, দেশে শিল্প স্থাপনে দীর্ঘমেয়াদে অর্থায়নের ভালো কোনো সুযোগ নেই। তাই বন্ড মার্কেটের প্রসার হলে বিনিয়োগ উৎসাহিত হবে। কর্মসংস্থান বাড়বে। অভ্যন্তরীণ শিল্প বিকশিত হলে এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। এছাড়া শেয়ারবাজারে বড় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

বন্ড মার্কেট উন্নয়নের তাগিদ দিয়ে মো. আমজাদ হুসেইন বলেন, বন্ড বাজারের উন্নতি হলে শেয়ারবাজার এবং ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমে যাবে। দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহে বৈচিত্র্য বাড়বে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, বাংলাদেশের উন্নয়নকে পরের ধাপে নিয়ে যেতে পরিকল্পিত কর্মকৌশলের বিকল্প নেই। শেয়ারবাজারকে আরো বিকশিত করতে এ সম্পর্কিত তথ্য ও জ্ঞান ছড়িয়ে দেয়ার জন্য স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে জেলা চেম্বারের মাধ্যমে তৃণমূলের উদ্যোক্তা ও সম্ভাব্য বিনিয়োগকারীদের শেয়ারবাজার-সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার কথা জানান কমিটির চেয়ারম্যান শাকিল রিজভী।

বৈঠকে করপোরেট বন্ড চালু করা, লেনদেনের খরচ কমানো, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো, মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানোর ব্যাপারে জোর দেন কমিটির সদস্যরা।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক এমজিআর নাসির মজুমদার, হাফেজ হারুন, প্রীতি চক্রবর্তী, মো. নিজাম উদ্দিন, কমিটির কো-চেয়ারম্যান শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও, মো. সাজেদুল ইসলাম, মো. সাইফুদ্দিন, মজিবুল ইসলাম, ফারজানা চৌধুরীসহ অন্য সদস্যরা।

স্টকমার্কেটবিডি.কম///

পিপলস লিজিংয়ের নতুন চেয়ারম্যান হাসান শাহেদ ফেরদৌস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শাহেদ ফেরদৌস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালনা বোর্ড সদস্যরা হাসান শাহেদ ফেরদৌসকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এখন থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এদিকে গত ১ জুন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট কামাল উল আলম।

এর আগে গত বছরের ১৩ জুলাই পি কে হালদার অর্থ কেলেঙ্কারি নিয়ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিচালনার জন্য ১০ সদস্যর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেন হাইকোর্ট। কামাল উল আলমকে ওই পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম///