ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ফেনীর সবুজ মিয়া

ফেনীর সবুজ মিয়ার হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ২০ লাখ টাকার চেক তুলে দেয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৃদ্ধা মায়ের ব্যবহারের জন্য কিস্তি সুবিধায় ওয়ালটনের একটি ফ্রিজ কিনেছিলেন ফেনী সদরের ধুমসাদ্দা গ্রামের মোহাম্মদ সবুজ মিয়া। ওই ফ্রিজেই চা বিক্রেতা সবুজ মিয়ার ভাগ্য বদলে গেলো। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ এর আওতায় ফ্রিজটি কিনে ২০ লাখ টাকা পেয়েছেন তিনি। ওয়ালটন থেকে পাওয়া ওই টাকার কিছুটা ব্যবসার কাজে খাটাবেন। বাকিটা দিয়ে মায়ের জন্য গ্রামে বাড়ি বানাবেন সবুজ।

এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার। এছাড়া অসংখ্য ক্রেতা বিভিন্ন অংকের কোটি কোটি টাকা এবং ফ্রি পণ্য পেয়েছেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ কার্যক্রমে স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ঈদ উৎসবে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান ক্রয়ে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার বিকেলে (২১ জুন, ২০২২) ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে সবুজ মিয়ার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কে বি এম জাহাঙ্গীর আলম, ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফারুক ভূইয়া বেলাল, ওয়ার্ড কমিশনার খালেদ খান ও হারুন অর রশীদ মজুমদার, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, এডিশনাল ডিরেক্টর মিরাজুল হক, ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম মেসার্স ফারুক এজেন্সির স্বত্ত্বাধিকারী মো. আব্বাস ফারুক ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে এমদাদুল হক সরকার বলেন, ডিজিটাল বাংলাদেশ ধারণাকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয়ে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ কার্যক্রমের আওতায় ক্রেতাদের নানান সুবিধা দেয়া হচ্ছে। কোটি কোটি ক্রেতার আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ বাংলাদেশকে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করছে।
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক শিল্পখাতে একটি গৌরবের নাম ওয়ালটন। উন্নতমানের পণ্য ও সেবার মাধ্যমে ওয়ালটন ক্রেতাদের মন জয় করে নিয়েছে। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে ওয়ালটন ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করে।

জানা গেছে, ফেনী সদরের কাজীরবাগ এলাকায় ছোট্ট একটি চায়ের দোকান চালান সবুজ মিয়া। সেই আয়েই চলে ৬ সদস্যের সংসার। এদিকে গ্রামের বাড়িতে বৃদ্ধা মা থাকেন। তার সুবিধার জন্য ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তিতে মেসার্স ফারুক এজেন্সি থেকে একটি ওয়ালটন ফ্রিজ কেনেন সবুজ। ফ্রিজ কেনার কিছুক্ষণের মধ্যেই ২০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে।

ওয়ালটন জানায়, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য তাদের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে উৎসাহিত করতে ক্রেতাদের নানান সুবিধা দেয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম//

ট্রাস্টি আইসিবিতে বেক্সিমকো সুকুকের ১৭৪ কোটি টাকার মুনাফা জমা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রীন সুকুক বন্ড থেকে সুকুকহোল্ডারদের জন্য ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর কাছে ১৭৪ কোটি টাকার মুনাফা প্রদান করা হয়েছে। ৬ মাসের (২৩ ডিসেম্বর ২০২১-২২ জুন ২০২২) ব্যবসায় এই মুনাফা জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, ৩ হাজার কোটি টাকার বেক্সিমকো সুকুকের সর্বনিন্ম বাৎসরিক ডিস্ট্রিবিউশন রেট ৯ শতাংশ। এর সঙ্গে আরও ২.৬০% যোগ করে মোট ১১.৬০% হারে সুকুকহোল্ডারদের মুনাফা দিয়েছে বেক্সিমকো সুকুক কর্তৃপক্ষ। এই বিবেচনায় ৬ মাসের ব্যবসায় ৩ হাজার কোটি টাকার উপরে (১১.৬০%/২)= ৫.৮০% হারে এই মুনাফা দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুন) বন্ডটির ট্রাস্টি আইসিবির কাছে এই মুনাফা জমা দেওয়া হয়েছে। যা সুকুকহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।

উল্লেখ্য, বেক্সিমকোর এই সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০০ টাকা। তবে আজ ৯৩ টাকায় দর রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

দেশে কোরবানিযোগ্য পশু ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি: মন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অন্যান্য বছরের মত এবারও কোরবানির পশুর চাহিদা নিরুপণ করা হয়েছে। কোরবানির চাহিদার চেয়ে অতিরিক্ত পশু প্রস্তুত আছে। কোরবানির জন্য কোনরকম সংশয়, সঙ্কট বা আশঙ্কার কারণ নেই।

কোরবানি উদযাপনে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্তুতি আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি।

কোরবানির হাটে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, রোগাক্রান্ত পশু হাটে বিক্রি করতে দেওয়া হবে না। ক্রেতা-বিক্রেতা কেউ হয়রানির শিকার হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োগ করা হবে। আমরা সুন্দরভাবে আসন্ন ঈদুল আযহা উদযাপন করতে চাই।

শ ম রেজাউল করিম বলেন, হাটে আনার পথে কেউ প্রাণী বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবে না। এটা আমরা নিশ্চিত করতে চাই।

নগদ টাকা বহন না করে বিকল্প উপায়ে স্মার্ট পদ্ধতিতে খামারিরা যাতে আর্থিক লেনদেন করতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, লাভের আশায় কোরবানির অনুপযুক্ত পশু বা রোগগ্রস্ত পশু যাতে কেউ বিক্রির চেষ্টা না করে। এ বিষয়টি সকলকে তাগিদ দিতে হবে। প্রতিটি নির্ধারিত কোরবানির পশুর হাটে ভেটেরিনারি সার্জন থাকবে। গবাদিপশু কোরবানির উপযোগী কিনা বা তাদের শরীরে দূষিত পদার্থ প্রবেশ করানো হয়েছে কিনা তারা সেটা পরীক্ষা-নিরীক্ষা করবে।

মহাসড়কে বা যেখানে হাট বসালে যান চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু যাতে না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে শ ম রেজাউল করিম বলেন, সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে গবাদি পশুর স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে গবাদি পশুর খাবার সরবরাহ করা হচ্ছে। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার বিষয়টিও চিন্তাভাবনা করা হচ্ছে। কোরবানির সময় যাতে ওই অঞ্চলে দেশের অন্য অঞ্চল থেকে পশু যেতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলম, বিভাগীয় কমিশনারগণ, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক মো. শেফাউল করিম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম//

করপোরেট করছাড়ে শর্ত প্রত্যাহার চাইছে বিএপিএলসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ছাড় দেয়া হয়েছে। করছাড়ের ক্ষেত্রে শর্তারোপকে বাস্তবসম্মত নয় উল্লেখ করে এর প্রত্যাহার চাইছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। এছাড়া শ্রমিক তহবিল, আমানতের সুদের ওপর কর, রফতানি পণ্যে উৎসেকর ও লভ্যাংশের ওপর দ্বৈত কর ইস্যুতে বিএপিএলসির পক্ষ থেকে সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিএপিএলসির প্রেসিডেন্ট এম আনিস উদ দৌলা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, অর্থ বিল ২০২২-এ সব ধরনের প্রাপ্তি ও আয় অবশ্যই ব্যাংক স্থানান্তরের মাধ্যমে গৃহীত হতে হবে এবং ১২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ অবশ্যই ব্যাংক স্থানান্তরের মাধ্যমে সম্পাদন করার শর্তে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করে আড়াই শতাংশ ছাড় দেয়া হয়েছে।

দেশের অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি, লেনদেনের ধরন, নগদ অর্থনীতির আকার, ব্যাংকের প্রাপ্যতা, ডিজিটাল অর্থের ব্যবহার এবং সার্বিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের শর্তারোপকে বাস্তবসম্মত নয় বলে মনে করছে বিএপিএলসি। যেসব কোম্পানি সরাসরি খুচরা পর্যায়ের গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করে কিংবা যাদের রিটেইল চেইন ব্যবসা রয়েছে কিংবা কৃষিসম্পর্কিত ব্যবসায় যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের পক্ষে ব্যাংকের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পন্ন করার শর্ত পরিপালন করা সম্ভব হবে না।

অন্যদিকে, পরিবহন, ক্ষুদ্র কেনাকাটা, অস্থায়ী শ্রমিকের বেতন, যাতায়াত ভাড়া, কৃষিভিত্তিক কাঁচামাল সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহের ক্ষেত্রেও ব্যাংকের মাধ্যমে লেনদেন করা সম্ভব নয়। এসব বিষয় বিবেচনায় করপোরেট করছাড় পাওয়ার ক্ষেত্রে আরোপিত শর্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বিএপিএলসি।

স্টকমার্কেটবিডি.কম//

পেপার প্রসেসিংয়ের শেয়ার বিক্রি করবে মাগুরা গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাগ্ররা গ্রুপ নামে কোম্পানিটির এই পরিচালক ১ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ৯ লাখ ২১ হাজার ৩০৬টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ডিএসইতে পাবলিক মার্কেট হতে এই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় শাইনপুকুর সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিসে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৩ লাখ টাকার।

ফরচুন সুজ লিমিটেড ২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তিতাস গ্যাসের ২১ কোটি ৯২ লাখ, আইপিডিসির ১৯ কোটি ৭৫ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ১৯ কোটি ৪৪ লাখ, পাওয়ার গ্রিডের ১৬ কোটি ৩৬ লাখ, ফুয়াং ফুডসের ১২ কোটি ২৯ লাখ, আরএকে সিরামিকসের ১০ কোটি ১৮ লাখ ও সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. শাইনপুকুর সিরামিকস
  3. ফরচুন সুজ
  4. তিতাস গ্যাস
  5. আইপিডিসি
  6. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  7. পাওয়ার গ্রিড
  8. ফুয়াং ফুডস
  9. আরএকে সিরামিকস
  10. সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড।

সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য উত্থান দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিসে বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬২টির, আর দর অপরিবর্তিত আছে ৭৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, ফরচুন সুজ, তিতাস গ্যাস, আইপিডিসি, জেএমআই হসপিটাল রিকুইজিটি, পাওয়ার গ্রিড, ফুয়াং ফুডস, আরএকে সিরামিকস ও সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৩১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২৪ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

সিএসই-৩০ সূচকের সমন্বয় করা হলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ০৮ টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৮ টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। এটি আগামী ৩০জুন থেকে কার্যকর হবে।

নতুন করে যুক্ত কোম্পানিগুলো হল- ব্যাংক এশিয়া লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হল- আমরা নেটওয়ার্কস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক, আমান ফিড লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, খুলনা পাওয়ার, সন্ধানী লাইফ ইন্সুরেন্স এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

নতুন করে যুক্ত করে ০৮ কোম্পানিসহ ৩০টি কোম্পানি হলো-বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস্ লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস লিঃ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাসট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি লিঃ, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লি: এবং উত্তরা ব্যাংক লিমিটেড ।

এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ১৭.৫৩% এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ২৩.০৬%।

স্টকমার্কেটবিডি.কম//

সিলেটে বন্যা দূর্গতদের পাশে দাঁড়ালো সাইফ পাওয়ারটেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলেটে স্মরনকালের বন্যায় বিপর্যয় বিপন্ন মানুষের পাশে আবারো মানবতার হাত বাড়িয়ে দিলো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।

অদ্য সাইফ পাওয়ারটেকের পক্ষ হতে ১০০০ পরিবারের হাতে শুকনা খাবার, ওর-স্যালাইন, মোমবাতি , শিশু খাদ্য (পাউডার দুধ)ও অন্যান্য দ্রব্যাদি হস্তান্তর করা হয়।

সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর ফারুখ আহমেদ খান (অবঃ) এ সামগ্রী তুেল দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পূর্নবাসনকারী সেনা প্রশাসনের কাছে।

উদ্ধার কাজে নিয়োজিত সেনা প্রশাসনবন্যা দূর্গতদেরপাশে দাঁড়ানোর জন্য সাইফ পাওয়ারটেকের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্যযে, কিছুদিন আগে সীতাকুেন্ডর বি এম ডিপোতে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাড়িয়ে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড।

র্দূযোগে সব সময় সাইফ পাওয়ারটেক মানবতার হাত বাড়িয়ে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/