বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়বে : ভারতের হাইকমিশনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)।

রাজধানীর গুলশান-২ নম্বরে গতকাল শুক্রবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা শাখার নতুন ভবনের উদ্বোধন করেন বিক্রম দোরাইস্বামী। এখন থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের অনাবিল টাওয়ারে এসবিআইয়ের ঢাকা শাখার কার্যক্রম চলবে। গতকাল ছিল এসবিআইয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য-বিনিয়োগের প্রসারে এসবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের বাণিজ্যের জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রেও ব্যাংকটি ভালো কাজ করছে। বাংলাদেশে এসবিআইয়ের ১০ হাজারের বেশি গ্রাহক রয়েছে।

ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন বিক্রম দোরাইস্বামী। এ সময় কান্ট্রি হেড অব এসবিআই বাংলাদেশ অপারেশন প্রকাশ চন্দ সাবু উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

লন্ডনের ‘রোসপা গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন

উন্নত কর্ম-পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করায় ওয়ালটন প্রতিনিধির হাতে ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ তুলে দিচ্ছেন লন্ডনের দ্য রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অফ এক্সিডেন্ট কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন অর্জন করেছে লন্ডনভিত্তিক ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ (জড়ঝচঅ ঐবধষঃয ধহফ ঝধভবঃু এড়ষফ অধিৎফং)। উন্নত কর্ম-পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করায় লন্ডনের দ্য রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অফ এক্সিডেন্ট বা রোসপা (জড়ঝচঅ) শীর্ষক ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। বাংলাদেশী উৎপাদনমুখী শিল্পখাতে ওয়ালটনই প্রথম এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলো।

গত ২৩ জুন লন্ডনের চেশিয়ারে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনকে ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ওয়ালটনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের প্রধান মোহাম্মদ লিটন মোল্ল্যা। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কারটি প্রদান করে ব্রিটিশ কর্তৃপক্ষ। বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটন গোল্ড ক্যাটাগরিতে এই পুরস্কার পেলো।

উল্লেখ্য, ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং স্বীকৃত স্কিমগুলির মধ্যে একটি। এই অ্যাওয়ার্ডের জন্য প্রতি বছর প্রায় ৫০টি দেশ থেকে ২ হাজার কোম্পানি নাম এন্ট্রি করে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৭ মিলিয়নেরও বেশি এমপ্লয়ি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এই পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে শিল্পখাতে উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ওয়ালটন ইএইচএস বিভাগের প্রধান প্রকৌশলী লিটন মোল্ল্যা বলেন, ওয়ালটনের উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার এই আন্তর্জাতিক স্বীকৃতি এক বিশাল অর্জন। এই পুরস্কার দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনে নতুন এক মাত্রা যোগ করলো। এই সম্মাননা ওয়ালটনের ‘ভিশন-২০৩০’ অর্জনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে। এই পুরষ্কার অর্জনের মাধ্যমে আমাদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বেঞ্চমার্ক করা সহজ হবে।

উন্নত কর্ম-পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজকে দেয়া ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’।

ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম বলেন, উচ্চমানের পণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) -এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসডিজির ৩, ৮ ও ৯ নাম্বার লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে সকলের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং অভিঘাতসহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পয়ানের প্রবর্ধন এবং উদ্ভাবনার প্রসারণকল্পে আমরা কাজ করছি। এরই স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে রোসপা অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন।

তিনি বলেন, মর্যাদাকর এই পুরস্কার ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক উদ্যেগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যামাত্রা অর্জনে ওয়ালটন পরিবারকে আরো অনুপ্রাণিত করবে।

স্টকমার্কেটবিডি.কম///

আগামী বছর মার্চে ঢাকায় বিজনেস সামিট : এফবিসিসিআই সভাপতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছর মার্চে ঢাকায় বিজনেস সামিট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হলে এ সময়ের সাম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় এই বিজনেস সামিট সহায়ক হবে।

গতকাল শনিবার রাজধানীর কুড়িল বিশ্বরোডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সংগঠনটির বর্তমান কমিটির (২০২১-২২) এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এফবিসিসিআই নাইট-২০২২-এ এসব কথা বলেন তিনি।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মাহবুবুর রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, আবদুল মাতলুব আহমাদ, শেখ ফজলে ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জসিম উদ্দিন বলেন, ‘এফবিসিসিআই মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। ২০২০ সালে কভিড-১৯-এর প্রভাবে এ খাত আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব নেওয়ার পর প্রথমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক লোন পাওয়া সহজ করতে বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কয়েকটি সভার আয়োজন করি।’ তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের সুপারিশে কভিডকালীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ শ্রেণীকরণ সুবিধা ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি বাড়বে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিদেশি বিনিয়োগের অন্যতম স্থান হবে বাংলাদেশ। বিনিয়োগকারীদের আস্থা এবং ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন পথ উন্মুক্ত হবে। তবে আমাদের চ্যালেঞ্জ অনেক। বিশেষ করে বিদ্যমান রপ্তানি সুবিধা বাতিলের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানি খাত এবং আমাদের দেশীয় শিল্পগুলো অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়তে পারে।’

এফবিসিসিসিআই সভাপতি বলেন, ২০২১ সালের ২০ মে বর্তমান পরিচালনা পর্ষদ এফবিসিসিআইয়ের দায়িত্ব গ্রহণ করে। প্রথমেই ১০০ দিনের একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়। এই কর্মপরিকল্পনার বেশির ভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

হজ কার্যক্রমের জন্য আজ ব্যাংক খোলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ শনিবার (২ জুলাই) হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা থাকবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা আগেই দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা, উপশাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখতে হবে।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম////

পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের বাসের ভাড়া পুনর্নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল যুক্ত হওয়ায় এ পথের সব বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত বৃহস্পতিবার (৩০ জুন) দিনগত রাত ১২টা থেকে এ রুটের যানবাহনের টোল আদায় শুরু হয়। এর আগে, বুধবার (২৯ জুন) বিআরটিএ নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে।

বিআরটিএ সূত্রে জানা যায়, নতুন ভাড়া নির্ধারণের পর ঢাকার সায়েদাবাদ দিয়ে মাওয়া, ভাঙ্গা ও মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার।

৪০ সিটের বাসে আসনপ্রতি ভাড়া ৪৫৪ টাকা আর ৫১ সিটের বাসে আসনপ্রতি ভাড়া ৩৫৬ টাকা। ঢাকা থেকে মাওয়া ও ভাঙ্গা হয়ে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ দশমিক ৫৩ কিলোমিটার। এ পথে চলাচলকারী ৪০ সিটের বাসের ভাড়া ৪২৩ টাকা আর ৫১ সিটের বাসের ভাড়া ৩৩২ টাকা।

গোপালগঞ্জ হয়ে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২০৭ কিলোমিটার।

এ পথে ভাড়া দাঁড়িয়েছে ৪০ সিটের বাসে ৫৭৫ টাকা আর ৫১ সিটের বাসে ৪৫৬ টাকা।

ঢাকা থেকে শরীয়তপুরের দূরত্ব ৭৩ কিলোমিটার। এ পথে ভাড়া ৪০ সিটের বাসে ২৫৭ টাকা আর ৫১ সিটের বাসে ২১১ টাকা। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু, মাওয়া ও জাজিরা হয়ে শরীয়তপুরে যাওয়ার আরেকটি পথ আছে।

এ পথের দূরত্ব ৭৩ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ২৫৭ টাকা আর ৫১ সিটের বাসে ২০১ টাকা।
মাওয়া, ভাঙ্গা ও বরিশাল হয়ে পিরোজপুরের দূরত্ব ২০৬ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৫৮০ টাকা, আর ৫১ সিটের বাসে ৪৫৫ টাকা। ঢাকা থেকে মাওয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়েও পিরোজপুরের একটি রুট আছে।

এ পথের দূরত্ব ২২৭ কিলোমিটার। এ রুটের ভাড়া ৪০ সিটের বাসে ৬১৯ টাকা আর ৫১ সিটের বাসে ৪৮৬ টাকা।
ঢাকা থেকে ভাঙ্গা ও বরিশাল হয়ে পটুয়াখালীর দূরত্ব ১৯২ কিলোমিটার। এ রুটের ভাড়া ৪০ সিটে ৫৬১ টাকা, আর ৫১ সিটে ৪৪০ টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে মাদারীপুরের দূরত্ব ১১১ কিলোমিটার। এ পথে ভাড়া ৪০ সিটের বাসে ৩৪৪ টাকা, আর ৫১ সিটের বাসে ২৭০ টাকা।

মাওয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও খুলনা হয়ে সাতক্ষীরার দূরত্ব ২৫৭ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৬৮৯ টাকা,আর ৫১ সিটের বাসে ৫৪১ টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে ফরিদপুরের দূরত্ব ১০২ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৩২৩ টাকা, আর ৫১ সিটের বাসে ২৫৩ টাকা। ঢাকা থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী হয়ে পর্যটন শহর কুয়াকাটার দূরত্ব ২৭৬ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৭৬৭ টাকা, আর ৫১ সিটের বাসে ৬০১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ টাকা টোল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুতে গতকাল শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এদিন সেতু দিয়ে যানবাহন পারাপার করেছে ২৬ হাজার ৩৯৮টি।

এদিকে পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গতকাল থেকে টোল আদায় শুরু হয়েছে। সড়ক ও জনপথ সূত্র জানায়, প্রথম দিনে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি।

এর মধ্য ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৬৪। টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

এর আগে ২৬ জুন চালুর পর ১ দিনে ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেওয়া হয়। এরপর যানবাহন ও টোল কমে যায়। গতকাল প্রথম সপ্তাহের শেষ দিনে আবার যানবাহন বেড়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) হিসাব, পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে (২৬ জুন) ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। যান চলাচলের দ্বিতীয় দিনে টোল আদায় করা হয়েছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসইতে পিই ০.১৪ পয়েন্ট শতাংশ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) প্রায় এক শতাংশ বেড়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৩০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.৪৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৪ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় শাইনপুকুর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৭৪ লাখ টাকার।

ফুয়াং ফুডস লিমিটেড ১১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০৮ কোটি ৯১ লাখ, ওরিয়ন ফার্মার ৬৫ কোটি ৮৩ লাখ, সালভো কেমিক্যালসের ৫৯ কোটি ২১ লাখ, স্কয়ার ফার্মার ৫৭ কোটি ৯০ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিংয়ের ৫৭ কোটি ৪৫ লাখ, বাংলাদেশ ফাইন্যান্সের ৫২ কোটি ৭২ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ কার্যদিবসে ডিএসইতে মূলধন বেড়েছে ৩৪৬৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৩৪৬৫ কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে লেনদেন বাড়লেও সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫৭ কোটি ৪১ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে ৩ হাজার ৮২২ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ০.৯২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৭৭১ কোটি ৪৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ৪৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ০.৯২ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৯৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৩.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৫টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার ও ইউনিটের দর। আর ৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ৩১৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৭৮১ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩৪৬৫ কোটি টাকা বা ০.৬৭ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///