জুন মাসেও কমল রেমিট্যান্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাধারণভাবে প্রতিবছর ঈদের আগে রেমিট্যান্স বেড়ে থাকে। তবে এবার কমেছে। গত জুন মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১৮৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। আগের মাস ও গত বছরের একই মাসের তুলনায় যা কম। মূলত হুন্ডির মাধ্যমে পাঠালে বেশি অর্থ পাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমার ধারা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট দুই হাজার ১০৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। আর ২০২০-২১ অর্থবছর এসেছিল দুই হাজার ৪৭৮ কোটি ডলার। এর মানে গত অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স কমেছে ৩৭৫ কোটি ডলার বা ১৫ দশমিক ১২ শতাংশ।

২০২১ সালের জুন মাসে প্রবাসীরা ১৯৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছিলেন। এ হিসেবে আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে ১০ কোটি ডলার যা ৫ দশমিক ৩৪ শতাংশ। আর গত মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ডলার। আগের মাসের তুলনায় কমেছে ৪ কোটি ৮০ লাখ ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

২০২১-২০২২ অর্থ বছরে রপ্তানি আয়ে রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের রপ্তানি আয়ে সদ্য সমাপ্ত অর্থ বছরে রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরে ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রবিবার এ পরিসংখ্যান প্রকাশ করে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থ বছরের চেয়ে যা ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্র ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলার।

গত অর্থ বছরে প্রধান পণ্য তৈরির পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি। এদিকে অর্থ বছরের শেষ মাস জুনে একক মাসে রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারো বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৫৪ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২৪২ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১২ টাকা। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে জুনে কমেছিল ৯৩ টাকা।

আজ রবিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

বিইআরসি জানিয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০৪ টাকা ৫২ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ৪৬ পয়সা, যা আগে ছিল ৫৭ টাকা ৯১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/

নাভানা ফার্মাসিউটিক্যালসের বিডিং শুরু হবে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাট-অব প্রাইস নির্ধারণের জন্য বিডিং (নিলাম) আজ সোমবার (৪ জুলাই) বিকাল ৫টায় শুরু হবে। আর তা ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বুধবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

গত ৮ জুন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৮২৬তম কমিশন সভায় বুকবিল্ডিং পদ্ধতিতে এই আইপিওটির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন স্বাপেক্ষে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট হতে দর প্রস্থাব আহবান করবে।এই বিডিংয়ের পরে কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণ করা হবে। আর সাধারণ বিনিয়োগকারীরি এই কাট অফ প্রাইসের ২০ শতাংশ কম দরে কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে পারবেন।

সূত্র মতে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

গত ১ জুলাই ২০২১ হতে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৩.৫৩ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ১৯.০২ টাকা দেখিয়েছে। আর এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৯ টাকা হয়েছে। আর বিগত ৫ বছরের ভারিত গড় হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেখানো হয়েছে ২.৫১৬ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

গতবছর ২১ ডিসেম্বর রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি জমকালো রোড শো অনুষ্ঠিত হয়। এরোড শোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির বিভিন্ন দিক এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্র্যাক ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

পেপার প্রসেসিংয়ের শেয়ার বিক্রি করবে মাগুরা গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রণোদনা খাতের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাগ্ররা গ্রুপ নামে কোম্পানিটির এই পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ৮ লাখ ২১ হাজার ৩০৬টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ডিএসইতে পাবলিক মার্কেট হতে এই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো ; ২য় সোনালী পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪২ লাখ টাকার।

বেক্সিমকো লিমিটেড ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসির ২০ কোটি ১০ লাখ, রবি আজিয়াটার ১৮ কোটি ৭৭ লাখ, ফুয়াং ফুডসের ১৪ কোটি ৫৫ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১৩ কোটি ৬৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১২ কোটি ২৪ লাখ, পারটেক ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৫১ লাখ ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  2. সোনালী পেপার এন্ড বোর্ড মিলস
  3. বেক্সিমকো লিমিটেড
  4. আইপিডিসি
  5. রবি আজিয়াটা
  6. ফুয়াং ফুডস
  7. শাইনপুকুর সিরামিকস
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  9. কপারটেক ইন্ডাস্ট্রিজ
  10. আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসইতে ৬৫৪ ও সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের কিছুটা পতন দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৫৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির, আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ইন্ট্রাকো রি-ফুয়েলিং, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, বেক্সিমকো লিমিটেড, আইপিডিস, রবি আজিয়াটা, ফুয়াং ফুডস, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৭৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৩৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ২৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা পৌনে ৩ টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি