কর্ণফুলীতে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলীর কলেজ বাজারে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘হক ইলেকট্রনিক্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রা শুরু করলো বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’। উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজারের হাজী ফারুক টাওয়ারে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্য। উদ্বোধন ও ঈদ উপলক্ষ্যে এই শোরুমের সব ধরনের ওয়ালটন পণ্যে ফ্ল্যাট ১০ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে।

শনিবার (২ জুলাই, ২০২২) ফিতা কেটে ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’ শোরুমের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব জাহাঙ্গীর আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার সহকারি পুলিশ পরিদর্শক স্বপন কুমার দাস, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মনিরুল হক মনা এবং হক ইলেকট্রনিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহ-স্বত্ত্বাধিকারী ইকরামুল হক পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে এমদাদুল হক সরকার বলেন, সারা দেশে ওয়ালটনের ২০ হাজারেরও বেশি সেলস আউটলেট রয়েছে। ক্রেতারা বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য সাদরে গ্রহণ করেছেন বলেই আজ এর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বর্হিবিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশের চাহিদা মেটানোর পাশাপশি ৪৬টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। নতুন এই শোরুমের মাধ্যমে কর্ণফুলী এলাকায় ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরো বৃদ্ধি পাবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের ঘরে ঘরে এখন ওয়ালটন পণ্য। মানুষের হাতের নাগালে ওয়ালটনের মতো বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানের পণ্য পাওয়া এলাকাবাসীর জন্য সৌভাগ্যের। এই এলাকায় সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ রয়েছে। এটা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা থাকবে।

হক শোরুমের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) নাঈমুল আজম আল বাকী জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি ইলেকট্রনিক্স ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম কর্ণফুলী এলাকার মানুষের দরকার ছিলো। ওয়ালটন সেই চাহিদা পূরণ করলো। উদ্বোধন ও ঈদুল আযহা উপলক্ষ্যে শোরুম থেকে ক্রেতাদের জন্য সব ধরনের পণ্য কেনায় ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। ভবিষ্যতেও ওই শোরুম থেকে ক্রেতাদের জন্য আকর্র্ষণীয় বিভিন্ন সুবিধা দেয়া অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিআরটিসি বাসের ঈদ স্পেশাল সার্ভিস চালু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু হয়েছে।

সোমবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস চালু হয়েছে বিআরটিসির।

এর আগে গত ১ জুলাই থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আগামী ১২ জুলাই পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
ঢাকার মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের চলাচলের সুবিধার্থে আজ থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস দেওয়ার জন্য ৬০টি বাস নিম্নলিখিত ডিপো/স্থানে স্ট্যান্ডবাই থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইষ্টার্ণ ক্যাবলসের সাথে চীনা কোম্পানির চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের সাথে একটি চীনা কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা বোর্ডের সাথে সম্প্রতি চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট এক্সপোর্ট করপোরেশন নামে একটি কােম্পানির সাথে এই চুক্তি স্বাক্ষর হয়। এই কোম্পানি এলুমিনিয়াম তার সংগ্রহ করে থাকে।

এই চুক্তির আর্থিক মূল্য ৪.২০ মিলিয়ন মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রবি আজিয়াটাকে ৪০০ কোটি টাকা ঋণ দিবে ডিবিবিএল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত রবি আজিয়াটা ৪০০ কোটি টাকা মেয়াদী ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ডাচ-বাংলা ব্যাংকের কাছ থেকে ৩ বছরের মেয়াদে ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে।

এই ঋণ নেওয়ার জন্য ডাচ-বাংলা ব্যাংককে নিরাপত্তা হিসেবে কোনও সম্পদের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এ ছাড়াও এই ঋণ চুক্তির ক্ষেত্রে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) কোনও চার্জ দিতে হবে না।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানী কারওয়ানবাজারে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শ্যামপুর সুগার মিলের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২১ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ৭৭.১০ টাকা। টানা দর বেড়ে গতকাল ৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। শেয়ারের দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই। এ সময় শ্যামপুর লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ডেসটিনির রফিকুল আমীনের ২০০ কোটি টাকা দণ্ড স্থগিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় ১২ বছরের সাজার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া ২০০ কোটি টাকার অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মামলার যাবতীয় নথিও তলব করা হয়েছে।

গত ২২ জুন বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন রফিকুলের আইনজীবী উজ্জল কুমার ভৌমিক ও সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমী।
উজ্জল ভৌমিক বলেন, ‘বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করি। আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। নিয়মানুযায়ী আপিল শুনানির জন্য গ্রহণ করলে অর্থদণ্ড স্থগিত থাকে। সেটিই আছে। আর মামলার যাবতীয় নথি তলব করেছেন আদালত।

সোমবার দুপুরে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমীও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ মে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ১২ বছরের দণ্ড থেকে খালাস চেয়েছেন রফিকুল।

সেই সময় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া এ মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা ; ২য় শাইনপুকুর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ২৪ লাখ টাকার।

মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড ২৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ২২ কোটি ৭৭ লাখ, বেক্সিমকো লিমিটেডের ১৯ কোটি ২ লাখ, ফরচুন সুজের ১৮ কোটি ৪৭ লাখ, ফুয়াং ফুডসের ১৩ কোটি ৮৭ লাখ, তিতাস গ্যাসের ১২ কোটি ৫৭ লাখ, এসিআই ফরমূলেশনের ১২ কোটি ২৮ লাখ ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের ১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. রবি আজিয়াটা
  2. শাইনপুকুর সিরামিকস
  3. মেঘনা ইন্স্যুরেন্স
  4. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  5. বেক্সিমকো লিমিটেড
  6. ফরচুন সুজ
  7. ফুয়াং ফুডস
  8. তিতাস গ্যাস
  9. এসিআই ফরমূলেশন
  10. লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

দিনশেষে লেনদেন বাড়লেও কমেছে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের পতন দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৮৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৬১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৩ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮২টির, আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো-রবি আজিয়াটা, শাইনপুকুর সিরামিকস, মেঘনা ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ফুয়াং ফুডস, তিতাস গ্যাস, এসিআই ফরমূলেশন ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৯৩  পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৪১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//