২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করতে চায় বিজিএমইএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্থানীয় রপ্তানিকারকরা কৃত্রিম ফাইবার, কারিগরি পোশাক ও মূল্য সংযোজনকারী গার্মেন্টস পণ্যের ওপর নির্ভর করছে।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ মঙ্গলবার তৈরি পোশাকের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পোশাক প্রস্তুতকারকদের প্ল্যাটফর্ম ‘পরিবর্তন’ স্লোগানের সাথে নতুন লোগো উন্মোচন করে।

গত অর্থবছরে, বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় করেছে, যা তার আগের বছরের তুলনায় ৩৫ দশমিক ৪৭ শতাংশ বেশি।

নিটওয়্যার চালান থেকে আয় বছরে ৩৬ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২৩ দশমিক ২১ বিলিয়ন ডলার হয়েছে এবং উভেন গার্মেন্টের চালান বছরে ৩৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে/

২০১৫ সালে বিজিএমইএ ২০১২ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

যদিও২০১৬ এবং ২০১৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি।

স্টকমার্কেটবিডি.কম///

মোবাইল ব্যাংকিংয়ে ৫০ হাজার টাকা পাঠানোর সুযোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ব্যাংকিংয়ে এখন থেকে দৈনিক যতখুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। এর আগে এ সীমা ছিল সর্বোচ্চ ৩০ হাজার টাকা।

ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর সীমা বাড়িয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্টে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা মতে, এখন থেকে মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক যত খুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। এর আগে এ সীমা ছিল সর্বোচ্চ ৩০ হাজার টাকা। আর মাসে সর্বোচ্চ লেনদেন তিন লাখ টাকা রাখার সুযোগ অপরিবর্তিত আছে।

এছাড়া মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। একজন গ্রাহক আরেক জনকে মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। আর এমএফএস হিসাবের জমা রাখতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা।

আর ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম//

টিকে সিকিউরিটিজকে স্টক ব্রোকার ও ডিলার অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

টিকে শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ মার্চ টিকে শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারে অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

টিকে শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের ব্রোকার আইডি TKS। আর ডিলার ট্রেডিং কোড DLRTKS নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনাগাঁও টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে সোনাগাঁও টেক্সটাইল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৯ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪.৬০ টাকা। গতকাল ৪ জুন তা ৪৬.৬০ টাকার উপরে সর্বশেষ লেনদেন হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনাগাঁও টেক্সটাইল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লিব্রা ইনফিউশনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন  লিমিটেডের ২০১৯ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান করা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ জুলাই বেলা সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে  নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৯ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেষে এই তিন প্রান্তিকের ইপিএস-ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় রবি আজিয়াটা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৬ লাখ টাকার।

তিতাস গ্যাস লিমিটেড ৪৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফুয়াং ফুডসের ২৯ কোটি ২২ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ২৮ কোটি ৮৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৫ কোটি ৫৪ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ২৫ কোটি ১ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১৮ কোটি ২৭ লাখ, ফরচুন সুজের ১৮ কোটি ৮ লাখ ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেডের ১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. রবি আজিয়াটা
  3. তিতাস গ্যাস
  4. ফুয়াং ফুডস
  5. গ্রামীণফোন লিমিটেড
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  8. শাইনপুকুর সিরামিকস
  9. ফরচুন সুজ
  10. জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

দিনশেষে সূচকের সাথে লেনদেনের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.২৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৭২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৯টির, আর দর অপরিবর্তিত আছে ৬৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, তিতাস গ্যাস, ফুয়াং ফুডস, গ্রামীণফোন লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, শাইনপুকুর সিরামিকস, ফরচুন সুজ ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৯৩  পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৩৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ফের ১৫ দিনের জেল হেফাজতে পিকে হালদার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেফতার হওয়া পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিব শঙ্কর হালদারসহ ছয় অভিযুক্তকে ১৫ দিনের জেল হেফাজত দেয়া হয়েছে। সে ক্ষেত্রে আগামী ২০ জুলাই ফের তাদের আদালতে তোলা হবে।

১৪ দিনের জেল হেফাজত শেষে আজ মঙ্গলবার অভিযুক্ত প্রত্যেককেই কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট-৩ এ তোলা হলে বিচারক জীবন কুমার সাধু এই নির্দেশ দেন। প্রয়োজনে নতুন নতুন তথ্য পেতে কারাগারে গিয়েও অভিযুক্তদের জেরা করবেন ইডির কর্মকর্তারা।

পিকের ভাই প্রাণেশ হালদারের জামিনের যে আবেদন আদালতে করা হয়েছিল, এদিন তা প্রত্যাহার করে নেওয়া হয়, অন্যদিকে বাকি পাঁচ অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

এদিকে, ইডি সূত্রে খবর আগামী কয়েক দিনের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারে তারা।

এ ব্যাপারে এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলায় চার্জশিট জমা পড়বে। তদন্তের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের নামও এর মধ্যে জড়িয়ে পড়েছে।

ওই প্রভাবশালীদের মধ্যে কোন দেশের নাগরিক সে ব্যাপারে প্রশ্ন করা হলে আইনজীবী বলেন, এই মুহূর্তে ভারতীয় প্রভাবশালীদের নাম নিয়েই আমরা চিন্তিত। বাংলাদেশের নাম আসলেও এই মামলায় তাদের নাম নেই।

বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষে বা তদন্তকারী এজেন্সিগুলোর পক্ষে ইডি বা আমাদের কাউকে জানানো হয়নি। আদালতে পিকের ভাই প্রাণেশ হালদারের আগাম জামিন প্রত্যাহার করে নেওয়া হয়, অন্যদিকে বাকিদের জামিন খারিজ করে দেয় আদালত। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম////

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পেরেছি। কিন্তু করোনাভাইরাস এবং সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা তার উপর ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে তেল এবং ডিজেলের দাম বেড়ে গেছে। এছাড়া ভোজ্যতেলের দাম বেড়ে গেছে। প্রত্যেকটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে।

জাহাজের ভাড়াও বেড়ে গেছে। এলএনজি আমদানি করতাম তার দামও বেড়ে গেছে। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ তা কিন্তু আমরা গ্রাহকের কাছ থেকে নিতে পারি না। কিন্তু কত ভূর্তুকি আমরা দিবো।

যেখানে সারাবিশ্ব ব্যাপী অর্থনৈতিক মন্দা। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোন মানুষ যদি ভূমিহীন থাকে তাহলে অবশ্যই তালিকা দিবেন, তাকে ঘর করে দিবো।

বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন তার দেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কারণ আমাদের সব সময় চিন্তা তূণমূলের মানুষকে নিয়ে এবং তাদের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তন।

স্টকমার্কেটবিডি.কম////