জ্বালানি ব্যয় সাশ্রয়ে কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দেবে বিপিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক ;

জ্বালানি ব্যয় সাশ্রয় করতে অফিস-আদালতের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিতে যাচ্ছে দেশে জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কর্মঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার অভিমত তৈরি করছে সংস্থাটি। এই অভিমত প্রস্তাবনা আকারে খুব দ্রুতই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠাবে বিপিসি। এ ছাড়া ডলার সরবরাহ বাড়িয়ে নতুন ঋণপত্র (এলসি) খোলা অব্যাহত রাখা, রেশনিং করে পরিবহনের পেছনে খরচ হওয়া জ্বালানি দ্রুত কমিয়ে আনাসহ জ্বালানি ব্যয় সাশ্রয়ে বেশ কয়েকটি অভিমত তৈরি করছে বিপিসি।

এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, ‘জ্বালানি ব্যয় সাশ্রয়ে অফিস টাইম কমানোসহ আমরা বিভিন্ন ধরনের অভিমত তৈরি করছি। আমাদের এই ভাবনাগুলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী সম্প্রতি বলেন, দেশে বিদ্যুতের লোড শেডিং আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। দেশজুড়ে লোড শেডিং নিয়ন্ত্রণে বিদ্যুতের চাহিদা কমাতে চায় সরকার। সে ক্ষেত্রে অফিস-আদালতের কর্মঘণ্টা কমিয়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত করার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি হোম অফিস করারও চিন্তা করা হচ্ছে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরো বলেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত গ্রিডে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা হতে পারে। সেখান থেকে কতটা কমাতে পারি সেই চিন্তা করা হচ্ছে। আমরা সাশ্রয়ী হলে হয়তো চাহিদা সাড়ে ১২ হাজার মেগাওয়াটে নামিয়ে আনতে পারব। সরকারি-বেসরকারি পর্যায়ে এসির ব্যবহার ২৫-এর নিচে রাখা, মসজিদে এসির ব্যবহার কমাতে হবে এবং বিয়েসহ সব অনুষ্ঠান ৭টার মধ্যে শেষ করতে হবে। দোকানপাটগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করলে বিদ্যুৎ সাশ্রয় হবে, তখন বিদ্যুতের চাহিদা কমে আসবে। ’

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘জ্বালানি সংকটের কারণে এই মুহূর্তে বিদ্যুতের ঘাটতি রয়েছে দুই হাজার মেগাওয়াটের মতো। আমরা যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পারি তাহলে ঘাটতি ৫০০ মেগাওয়াটে নামিয়ে আনা সম্ভব হবে। ’

বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ঊর্ধ্বমুখী থাকায় খোলাবাজার থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত বন্ধ রেখেছে সরকার। এলএনজির দাম না কমা পর্যন্ত দেশীয় গ্যাস থেকেই চাহিদা পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। গ্যাস সংকটে বেশ কিছু গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এতে সরবরাহ কমায় চলতি মাসে লোড শেডিং শুরু হয় দেশজুড়ে। যদিও চাহিদা কমে যাওয়ায় ঈদের ছুটিতে লোড শেডিং কিছুটা কমেছে। কিন্তু চলতি সপ্তাহ থেকেই পুরোদমে কলকারখানা চালু হলে আবার লোড শেডিং শুরু হবে।

পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, গত জুনের শেষ সপ্তাহে খোলাবাজার থেকে এলএনজি কিনতে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) খরচ হয়েছিল প্রায় ২৫ ডলার। সেটি এখন হয়ে গেছে প্রায় ৪০ ডলার। এ কারণেই সরকার খোলাবাজার থেকে এলএনজি আমদানি বন্ধ রেখেছে। এ অবস্থায় জাতীয় গ্রিডে যে পরিমাণ গ্যাস ঘাটতি হচ্ছে, তা দেশীয় গ্যাসক্ষেত্র থেকে জোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ জন্য বেশ কয়েকটি কূপ ওয়ার্কওভার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, ‘জ্বালানি সাশ্রয়ে অফিসের কর্মঘণ্টা কমানো যেতে পারে। তবে এ সিদ্ধান্তে আসার আগে দেখতে হবে কী পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে। কর্মঘণ্টা কমালে ক্ষতি কী এবং জ্বালানি সাশ্রয়ের লাভ কেমন? যদি দেখা যায় লাভ হচ্ছে তাহলে এই সিদ্ধান্তে যাওয়া যেতে পারে। যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে তাই কর্মঘণ্টা আগানো যেতে পারে এক ঘণ্টা। তাহলে রাতে স্বাভাবিকভাবেই মানুষ আগে আগে ঘুমিয়ে যাবে এবং রাতের কাজগুলো আগে শেষ করবে। এতেও জ্বালানি সাশ্রয় হবে। ’

স্টকমার্কেটবিডি.কম/ ////

সরকার আরও ৭৩ হাজার টন চাল আমদানি করবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার আরও ৭৩ হাজার টন চাল আমদানি করতে ৪৭টি কোম্পানিকে অনুমতি দিয়েছে। স্থানীয় বাজারে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে কোম্পানিগুলোকে কম শুল্কে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কোম্পানিগুলোকে ২৫ আগস্টের মধ্যে ৬০ হাজার টন সেদ্ধ চাল (বাসমতি ছাড়া) এবং ১৩ হাজার টন আতপ চাল আমদানি করতে বলা হয়েছে।

জুলাইয়ের শুরুতে ২৩০টি প্রতিষ্ঠানকে দুই ধাপে ৬ লাখ ৫৫ হাজার টন আমদানির অনুমতি দেয় সরকার। সব মিলিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত ৭ লাখ ২৮ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হলো।

নতুন করে অনুমতি পাওয়া কোম্পানিগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে এলসি খুলতে বলা হয়েছে। শর্ত পূরণে ব্যর্থ হলে আমদানির অনুমতি বাতিল করা হবে।

কী পরিমাণ চাল আমদানি, বিক্রি ও মজুদ করতে হবে আমদানিকারকদের তা জেলা খাদ্য অফিসে জানাতে বলা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় বলেছে, যে বস্তায় বিদেশ থেকে চাল আসবে সেই একই বস্তায় ক্রেতাদের কাছে চাল বিক্রি করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

বিশ্বের ৪১তম বড় অর্থনীতি বাংলাদেশের: আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ৩৯৭ বিলিয়ন ডলার জিডিপি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ৪১তম অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৈরি এই তালিকায় বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে শুধু ভারত ও বাংলাদেশ রয়েছে।

গত ১২ জুলাই ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট প্রকাশিত আইএমএফের পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতিবেশি দেশ ভারত বিশ্ব অর্থনীতিতে ষষ্ঠ স্থান দখলে রেখেছে।

তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান। দেশ ৩টির জিডিপি যথাক্রমে ২৫ দশমিক ৩, ১৯ দশমিক ৯ ও ৪ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া, ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে চতুর্থ অবস্থানে জার্মানি, ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার নিয়ে পঞ্চম অবস্থানে যুক্তরাজ্য, ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ অবস্থানে ভারত, ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে সপ্তম অবস্থানে ফ্রান্স, ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার নিয়ে অষ্টম অবস্থানে কানাডা, ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার নিয়ে নবম অবস্থানে ইতালি এবং ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে দশম অবস্থানে রয়েছে ব্রাজিল।

মোট ১৯১টি দেশ নিয়ে তৈরি আইএমএফের এই তালিকায় সর্বশেষ নামটি হচ্ছে টুভালু। ৬৬ মিলিয়ন ডলার জিডিপি নিয়ে দেশটির ১৯১তম অবস্থানে রয়েছে।

আইএমএফ ধারণা করছে, ২০২২ সালের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতির আকার হবে ১০৪ ট্রিলিয়ন ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

ডলারের দাম আবার ১০০ টাকা ছাড়াল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খোলাবাজারে ডলারের দাম আবার ১০০ টাকা ছাড়িয়েছে। আজ রবিবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখার সময় প্রতি ডলার বিক্রি হয়েছে ১০০ টাকা ২০ পয়সা। এর আগে গত মে মাসের মাঝামাঝি খোলাবাজারে ১০২ টাকায় উঠেছিল।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দর বাড়ছে। গত এক বছরে আন্তঃব্যাংকে প্রতি ডলারে ৯ টাকা ১৫ পয়সা দর বেড়ে ডলার এখন ৯৩ টাকা ৯৫ পয়সায় বিক্রি হচ্ছে। আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে দর ১০০ টাকা ছুঁইছুঁই।

ডলারের দর বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৯৬ কোটি ডলার পরিশোধের পর গত ১২ জুলাই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

গত বছরের আগস্টে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের ওপরে। এরকম পরিস্থিতিতে রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানি ব্যয় কমানো, ডলার সরবরাহ বাড়ানো, আইএম থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ চলমান আছে।

স্টকমার্কেটবিডি.কম////

যাত্রা শুরু দেশের লভ্যাংশহীন মিউচ্যুয়াল ফান্ডের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যাত্রা শুরু করেছে দেশের প্রথম লভ্যাংশহীন মিউচ্যুয়াল ফান্ড ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’। রবিবার (১৭ জুলাই) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে মিউচ্যুয়ার ফান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া এবং ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।

অনুষ্ঠানে সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’র ফান্ড ম্যানেজারের পক্ষ থেকে বলা হয়, এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত দেশের প্রথম নো ডিভিডেন্ড ফিক্সড ইনকাম ফান্ড। এর অন্যন্য বৈশিষ্ট্য বিনিয়োগকারীদের পোর্টফলিওর ঝুঁকি হ্রাস করতে ও একই সাথে তুলনামূলক অধিক কর রেয়াত সুবিধা গ্রহণ করতে সাহায্য করবে।

ফান্ডটির প্রাথমিক সংগৃহীত তহবিলের আকার ৫০ কোটি টাকা। যার মধ্যে ১০ কোটি টাকা সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি স্পন্সর হিসেবে দিয়েছে। বাকি ৪০ কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রাথমিক সাবস্ক্রিপশন রবিবার (১৭ জুলাই) শুরু হয়েছে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ইন্ট্রাকো রি-ফুয়েলিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ২ লাখ টাকার।

তিতাস গ্যাস লিমিটেড ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮৬ লাখ, ফুয়াং ফুডসের ১১ কোটি ৭০ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১১ কোটি ৬ লাখ, এসিআই ফর্মূলেশনের ১০ কোটি ১২ লাখ, কাট্টালী টেক্সটাইলের ৯ কোটি ৭৩ লাখ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৯ লাখ ও গোল্ডেনসন লিমিটেডের ৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  3. তিতাস গ্যাস
  4. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  5. ফুয়াং ফুডস
  6. শাইনপুকুর সিরামিকস
  7. এসিআই ফর্মূলেশন
  8. কাট্টালী টেক্সটাইল
  9. পদ্মা লাইফ ইন্স্যুরেন্স
  10. গোল্ডেনসন লিমিটেড।

দিনশেষে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের পতন দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৮০ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬টির, আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফুয়াং ফুডস, শাইনপুকুর সিরামিকস, এসিআই ফর্মূলেশন, কাট্টালী টেক্সটাইল, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও গোল্ডেনসন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৮৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ১৪টি বন্যা উপদ্রুত জেলায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক উন্নতির জন্য বিশ্বব্যাংক ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা। শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রেজিলিয়েন্ট ইনফ্রাসট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারাবিলিটি রিডাকশন (রিভার) প্রকল্পের অধীনে বিশ্বব্যাংক এ ঋণ দেবে। এ প্রকল্পের ফলে ১২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত হবে। প্রকল্পের আওতায় ৫ শতাধিক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র, সংযোগ সড়ক এবং জলবায়ু সহনশীল কমিউনিটি অবকাঠামো নির্মাণ করা হবে। স্বাভাবিক সময়ে এসব আশ্রয়কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হবে। এসব কেন্দ্রে সৌরবিদ্যুৎ, নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন বা স্বাস্থ্যবিধি রক্ষার সুবিধা থাকবে।

উপকূলীয় এলাকার বাইরে ১৪টি জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। এসব জেলা হলো- নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এ বিষয়ে বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক হৃদয়বিদারক বন্যা পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছে। উপকূলীয় এলাকায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের গত পাঁচ দশকের দীর্ঘ অংশীদারিত্বের ওপর ভিত্তি করে এ প্রকল্প উপকূলীয় এলাকার বাইরে দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবে। এটি এ দেশকে ‘দুর্যোগে সাড়া’ দেওয়ার দৃষ্টিভঙ্গি থেকে ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার’ দৃষ্টিভঙ্গিতে রূপান্তরে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের এ ঋণ সংস্থাটির ইন্টারন্যাশন্যাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) স্বল্প সুদের ও সহজ শর্তের ঋণ, যার মেয়াদ হবে ৩০ বছর। প্রথম ৫ বছর গ্রেস পিরিয়ড থাকবে। অর্থাৎ এ সময়ে কোনো কিস্তি দেওয়া লাগবে না। বিশ্বব্যাংক বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগী এবং এ পর্যন্ত ৩৭ বিলিয়ন ডলারের অনুদান এবং সুদমুক্ত ও নমনীয় ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি আইডিএ ঋণ কার্যক্রম চলমান রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//////

শর্ত মেনে নিতে হবে আইএমএফের ঋণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণের জন্য বিভিন্ন খাতে সরকারের দেওয়া ভর্তুকি কমিয়ে দেওয়ার শর্ত দিতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রাজস্ব এবং আর্থিক খাতের সংস্কারেরও শর্ত দিতে পারে। বাংলাদেশকে ঋণ দেওয়া-সংক্রান্ত সপ্তাহব্যাপী বৈঠকে এমন আরও কিছু শর্ত থাকতে পারে। আজ রোববার আনুষ্ঠানিক এ আলোচনা শুরু হচ্ছে।

আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্যের চাপ সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলারের ঋণ চেয়েছে সরকার। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা। আইএমএফের কাছ থেকে এর আগে কখনোই এত বড় অঙ্কের ঋণ চায়নি বাংলাদেশ। সর্বশেষ ২০১২ সালে ৯৯ কোটি ডলার ঋণ নেওয়া হয়। এ পর্যন্ত মোট তিন দফায় আইএমএফ থেকে ঋণ নিয়েছে সরকার।

আইএমএফের ঋণ নিয়ে আলোচনার জন্য সংস্থার ৯ সদস্যের একটি প্রতিনিধি দল গত বৃহস্পতিবার ঢাকায় এসেছে। সংস্থার এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের বিভাগীয় প্রধান রুহুল আনন্দ দলের নেতৃত্ব দিচ্ছেন। আজ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক দিয়ে এ আলোচনা শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। পর্যায়ক্রমে জাতীয় রাজস্ব বোর্ড, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)সহ সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইএমএফ কর্মকর্তারা।

এ সফরের পর পরবর্তী ধাপের আলোচনার জন্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক সুরজিত বালার নেতৃত্বে অন্য আরেকটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। ওই সফরে আইএমএফের বিভিন্ন শর্ত এবং অন্যান্য আলোচনা চূড়ান্ত হতে পারে। এরপর ঋণ অনুমোদনের জন্য ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে উপস্থাপন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম//////