২০২৯ সালের পর থাকছে না জিএসপি সুবিধা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৯ সালের পর নতুন করে জিএসপি সুবিধা বাড়ানোর চিন্তা করছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত আলোচনা সভায় এ তথ্য নিশ্চিত করেছেন ইইউ’র প্রতিনিধি দলের সদস্য হেইডি হাওটালা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমরা নতুন করে জিএসপি সুবিধা বাড়ানোর চিন্তা-ভাবনা করছি না। যেহেতু বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্পন্নোত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে প্রবেশ করেছে, ২০২৬ সালের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়ন হবে। ফলে এ বিষয়ে আমাদেরকে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে।

এক বছর আগে বাংলাদেশ সরকার জিএসপি প্লাসের রোডম্যাপ দিয়েছে। সেটি বাস্তবায়নে আমরা কিছু শর্ত এবং নির্দেশনা দিয়েছি। দেখা যাক, আপনাদের (বাংলাদেশ) সরকার সে শর্ত কতটুকু বাস্তবায়ন করতে পারে।

বাংলাদেশে ওষুধ শিল্পের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির প্রশংসা করে তিনি বলেন, সম্প্রতি আমরা বাংলাদেশের বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করেছি। এটি সত্যিই প্রশংসনীয় যে ওষুধ কারখানাগুলোতে উৎপাদন বাড়ছে, একই সঙ্গে রপ্তানিও। আমরাও বাংলাদেশে উৎপাদিত ওষুধের ভোক্তা হিসেবে আনন্দিত।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এই আলোচনা সভায় ইইউ’র প্রতিনিধি দলের সদস্য ম্যাক্সিমিলান ক্রে, মার্টিন ক্লস, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

নবনিযুক্ত গভর্নরকে ডিএসইর অভিনন্দন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদারকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনিসুর রহমান।

মঙ্গলবার (১৯ জুলাই) নবনিযুক্ত গভর্নরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসইর চেয়ারম্যান।

এসময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া উপস্থিত ছিলেন।

অভিনন্দন বার্তায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন বলেন, আপনার দীর্ঘ কর্মময় জীবনের বৈচিত্র্যময় অভিজ্ঞতার আলোকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি দেশের ব্যাংকিং খাত শেয়ারবাজারের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।

তিনি আরও বলেন, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে এই মর্যাদাপূর্ণ পদে আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার সম্ভাব্যতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ। আমরা নিশ্চিত যে, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের শেয়ারবাজারও আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে।

অভিনন্দন বার্তায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ব্যাংকিং খাতের বর্তমান প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনার উদ্ভাবনী চিন্তা ধারায় সব সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে ইতিবাচক পরিবর্তন আনার দক্ষতা রয়েছে বলে আমরা মনে করি।

স্টকমার্কেটবিডি.কম////

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডলার প্রতি রুপির মান আরও কমেছে। মঙ্গলবার ভারতে প্রতি ডলারের বিনিময় হার ৮০ রুপিতে পৌঁছে। আশঙ্কা করা হচ্ছে, রুপির মান ডলারের বিপরীতে আরও কমে যেতে পারে।

পিটিআইয়ের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ১ ডলার প্রতি বিনিময় হার ৮০.০৫ রুপিতে পৌঁছায়; যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর (ডলার ছিল ৬৩.৩৩ রুপি) থেকে এখন পর্যন্ত ভারতীয় মুদ্রার দর পড়েছে ২৫%। এই পতনের অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলে নেওয়া।
ভারতের অর্থমন্ত্রীর দাবি, যুদ্ধ, অশোধিত তেলের চড়া দর এবং বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধিই টাকা পড়ার পিছনে দায়ী। বিশেষত আমেরিকায় সুদ বৃদ্ধির কারণে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ক্রমাগত পুঁজি সরানোর বিরূপ প্রভাব দেখা গিয়েছে রুপির দরে।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

স্টকমার্কেটবিডি.কম/

একনেকে মেট্রোরেলের ব্যয় বৃদ্ধিসহ আট প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়িয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পটির ব্যয় ও সময় বেড়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্পের দূরত্ব ১ দশমিক ৬ কিলোমিটার বাড়ানোয় এর মেয়াদ বেড়েছে দেড় বছর এবং ব্যয় বেড়েছে ১১ হাজার ৫১৪ কোটি টাকা। এতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

তিনি জানান, আজ এই প্রকল্পসহ মোট আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৪৪৪ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা নেওয়া হবে।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো-

চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়কের (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত সড়কাংশ ৪-লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রান্সজিট ডেভেলপমেন্ট (লাইন-৬) (দ্বিতীয় সংশোধিত), নরসিংদী সড়ক বিভাগের আওতায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক (আর-২১১) ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা (আর-১১৪) দুটি আঞ্চলিক মহাসড়ক যথাযথ মানে প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।

এছাড়াও ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ, ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি (ইপিসিবিসিএসপি) (২য় সংশোধিত), খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন থেকে সংরক্ষণ, উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউজিডিপি) (দ্বিতীয় সংশোধিত), বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

স্টকমার্কেটবিডি.কম//

মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ ছাড়াল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মূল্যস্ফীতি এবার সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে। গত জুন শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। আজ মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বাজারে সব ধরনের পণ্যেরই দাম বাড়তি। এ কারণে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আবারও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, বিবিএস মূল্যস্ফীতির যে হিসাব দিচ্ছে, প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত জুন মাস শেষে দেশে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ খাদ্যদ্রব্য কিনতে গিয়েই সবচেয়ে বেশি চাপে রয়েছে মানুষ। আবার শহরাঞ্চল ও গ্রামের মানুষের মধ্যে মূল্যস্ফীতির চাপ বেশি গ্রামাঞ্চলে। কারণ, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেশি। সদ্য প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, জুন শেষে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৯ শতাংশে। আর একই সময়ে শহরাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৬২ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় ৯ শতাংশে। জুন শেষে গ্রামে খাদ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। শহরাঞ্চলে এ হার ৭ শতাংশের ওপরে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

ডিএসইতে লেনদেনের শীর্ষে বিএটিবিসি; ২য় বেক্স ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্স ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১৯ লাখ টাকার।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড ৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোন লিমিটেডের ৭ কোটি ৭২ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৬১ লাখ, এইচ আর টেক্সটাইলের ৭ কোটি ৪৫ লাখ, ন্যাশনাল ব্যাংকের ৭ কোটি ৩১ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ৬ কোটি ৮৮ লাখ, স্কয়ার ফার্মার ৬ কোটি ৮৬ লাখ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বিএটিবিসি
  2. বেক্স ফার্মা
  3. কেডিএস এক্সেসরিজ
  4. গ্রামীণফোন লিমিটেড
  5. সান লাইফ ইন্স্যুরেন্স
  6. এইচ আর টেক্সটাইল
  7. ন্যাশনাল ব্যাংক
  8. সোনালী পেপার
  9. স্কয়ার ফার্মা
  10. ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

১৫ মাসের মধ্যে সর্বনিম্ন ডিএসই’র লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন কমে বিগত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৫৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২২১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫১৫ কোটি ২৯ লাখ টাকা। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল ডিএসইতে ২৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপরে আর এত কম লেনদেন আর কখনো হয়নি।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৪৪টির, আর দর অপরিবর্তিত আছে ১৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, বেক্স ফার্মা, কেডিএস এক্সেসরিজ, গ্রামীণফোন লিমিটেড, সান লাইফ ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ২৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও এইচ আর টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর মহাখালীতে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর বাংলামোটরে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি