২২৪ কোটি টাকার সার আমদানি করবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি ২২৪ কোটি টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার। এগুলোসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’।

গতকাল বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক সিঙ্গাপুরের ‘মেসার্স ইন্ট্রা বিজনেস পিটিই লিমিটেড’ থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৩ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে সরাসরি ক্রয়চুক্তির আওতায় বেলগ্রেডের ‘লিভিং স্টোন রিসোর্স’-এর কাছ থেকে এক লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বেলগ্রেডের ওই প্রতিষ্ঠানের সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় এই সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৯ কোটি ৫০ লাখ টাকা। তিনি জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি বাংলাদেশের কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

স্টকমার্কেটবিডি.কম////

ওটিসি মার্কেট থেকে এসএমইতে আসলো ইউসুফ ফ্লাওয়ার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ওটিসি মার্কেট থেকে এসএমই ফ্লাটফর্মে তালিকাভুক্ত হতে যাওয়া ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল ২৮ জুলাই থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারের এসএমই ফ্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “YUSUFLOUR” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ৭৪০০৩ নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, মূলত কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও সম্ভাবনা যাচাই করে এ স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া যেসব কোম্পানি শেয়ারবাজারে আর থাকতে চায় না, সেগুলোকে ওটিসি মার্কেট থেকে তালিকাচ্যুত করা হবে।

বর্তমানে ডিএসই’র ওটিসি মার্কেটে ৬১টি ও সিএসই’র ওটিসি মার্কেটে ৪৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। ওইসব কোম্পানির মধ্যে প্রাথমিক ভাবে স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে (এসএমই) ১০টি, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে ৩২টিকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম////

ইউসুফ ফ্লাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে লেনদেনের অনুমতি পাওয়া কোম্পানি ইউসুফ ফ্লাওয়ার মিলের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ,২২) শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩২ পয়সা।

বছরের ৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ০৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে কেডিএস এক্সেসরিজ; ২য় মতিন স্পিনিং মিলস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ টাকার।

বেক্সিমকো লিমিটেড ২৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার টেক্সটাইলের ১৬ কোটি ৭২ লাখ, কাট্টালি টেক্সটাইলের ১৪ কোটি ৮৮ লাখ, তিতাস গ্যাসের ১১ কোটি ৮৪ লাখ, বেক্স ফার্মার ৮ কোটি ১৪ লাখ, আইপিডিসির ৮ কোটি ৭ লাখ, ওরিযন ইনফিউশনের ৬ কোটি ৫১ লাখ, ও বিএটিবিসি লিমিটেডের ৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. কেডিএস এক্সেসরিজ
  2. মতিন স্পিনিং মিলস
  3. বেক্সিমকো লিমিটেড
  4. স্কয়ার টেক্সটাইল
  5. কাট্টালি টেক্সটাইল
  6. তিতাস গ্যাস
  7. বেক্স ফার্মা
  8. আইপিডিসি
  9. ওরিযন ইনফিউশন
  10. বিএটিবিসি লিমিটেড।

দিনশেষে লেনদেনের সাথে সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় ধরণের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৩৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৩৮ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩৮টির, আর দর অপরিবর্তিত আছে ২৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – কেডিএস এক্সেসরিজ, মতিন স্পিনিং মিলস, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, তিতাস গ্যাস, বেক্স ফার্মা, আইপিডিসি, ওরিযন ইনফিউশন ও বিএটিবিসি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮০১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ২১৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ২০ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

খাদ্য-জ্বালানি সংকটে বিশ্ব কঠিন সময় পার করছে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ মহামারি, সংঘাত, খাদ্য এবং জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান।

বুধবার ডি-৮ মন্ত্রীদের ২০তম কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে
এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি, সংঘাত, খাদ্য এবং জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে। এই সময়ে বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা প্রয়োজন এবং বৈশ্বিক সংহতি আগের চেয়ে বেশি মনোযোগের দাবি রাখে।

তিনি বলেন, আসুন সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের সম্ভবনাগুলোকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্বে সৃষ্ট মানবিক সংকট সাহসিকতার সঙ্গে মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞায় সারা বিশ্বে খাদ্য, সার, বিদ্যুৎ-জ্বালানি এবং অন্যান্য পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

জমি বিক্রি করবে মুন্নু সিরামিকস

স্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাভারে অবস্থিত কোম্পানির জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সাভারের ধামরাই এলাকায় অবস্থিত ৪১৬ ডেসিমল জমি বিক্রি করবে।

জমিটি ২০ কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডাচ্ বাংলা ব্যাংকের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২২) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪৮ টাকা।

আর (জানু-জুন,২২) এ ৬ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.১৩ টাকা।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.১৬ টাকা। যা ২০২১ সালের ৩০ জুন ছিল ২০.৯৭ টাকা

স্টকমার্কেটবিডি.কম/কে