ডলার নিয়ে কারসাজি করলে এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার দেশে ডলারের বাজারে অস্থিরতা ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কোনো ধরনের কারসাজি পেলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এতে করে এক্সচেঞ্জ হাউজের লাইসেন্স বাতিল হতে পারে। এছাড়া যারা লাইসেন্স ছাড়াই ডলারের ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিআইএ) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, কারসাজি করে ডলারের দাম বাড়িয়ে যেসব এক্সচেঞ্জ হাউজ ও ব্যাংকগুলো মুনাফা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এজন্য বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে টিম মাঠে কাজ করছে। কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে বাতিল হতে পারে লাইসেন্স।

এদিকে এফবিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংক ৯৪ টাকায় ডলার সরবরাহ করবে, আর আপনি ১০৫-১১০ টাকায় বিক্রি করবেন এটা হতে পারে না। এখানে ডিসিপ্লিন আনা দরকার, ডিসিপ্লিনের জায়গাটা শক্ত নেই। অনেক শেয়ার ব্যবসায়ী এখন না কি ডলারের ব্যবসায় জড়িত হয়েছেন। ডলার কারসাজিতে যে কোনো ব্যক্তি জড়িত হোক না কেন তাদের শক্ত হাতে ধরা উচিত।

তিনি আরও বলেন, ডলার নিয়ে কথা হয়েছে। ডলার সংকট নিয়ে গণমাধ্যমে দেখেছি। এখানে ডিসিপ্লিনের জায়গাটাতে আরও শক্ত হওয়ার কথা বলেছি। আমাদের ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে ব্যবসার জন্য। এখন ৯৪ টাকায় ডলার দেবে আর ১০৫-১১০ টাকায় বিক্রি করবে এটা আমরা চাই না। এক ডলারে ১০ টাকা লাভের জন্য লাইসেন্স দেওয়া হয়নি। শুধু ব্যাংক না এক্সচেঞ্জ হাউজগুলোও যদি অনিয়ম করে থাকে তাদেরও ধরা উচিত। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করেছি তিনি যেন এটা দেখেন।

স্টকমার্কেটবিডি.কম//

গ্রামীণ টেলিকম পরিচালকদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণ টেলিকম পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। সংস্থার সচিব মো. মাহবুব হোসেন এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সচিব বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ সম্বলিত একটি প্রতিবেদন দুদকে জমা দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

তিনি আরও বলেন, অনিয়মের মাধ্যমে শ্রমিক/কর্মচারীদের মধ্যে বন্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের ৫ শতাংশ অর্থ লোপাট, শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধকালে অবৈধভাবে অ্যাডভোকেট ফি ও অন্যান্য ফির নামে ৬ শতাংশ অর্থ কর্তন, শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে বরাদ্দকৃত সুদসহ ৪৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৪৩ টাকা বিতরণ না করে আত্মসাৎ এবং উক্ত কোম্পানি থেকে ২ হাজার ৯৭৭ কোটি টাকা মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ সম্বলিত প্রতিবেদন কমিশন পর্যালোচনা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা যে কাউকে ডাকতে পারেন।

স্টকমার্কেটবিডি.কম//

রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৬৮ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.৫৯ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.২৬ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ১.১৫ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.১১ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

যমুনা ব্যাংকের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপ্রিল-জুন, ২২) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১.০৪ টাকা।

আর (জানু-জুন,২২) এ ৬ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৩.০৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৬৪ টাকা।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮.২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কে

এক্সিম ব্যাংকের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, (জানু-জুন,২২) এ ৬ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮৭ টাকা।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৮৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কে

ফেডারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল- জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৩৩ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ০.২১ টাকা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে বিমাটির প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৬৫ টাকা। যা গত বছর একই সময়ে যা ছিল ০.৫৩ টাকা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৩.৫৮ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

শেয়ারবাজারে পতন ঠেকাতে আবারও ফ্লোর প্রাইস আরোপ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের টানা পতন ঠেকাতে আবার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দামের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। যা আগামিকাল থেকেই কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিএসইসির চেয়ারম্যান শিবলী রূবাইত উল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ দেওয়া হয়।

বিএসইসির আদেশে বলা হয়েছে, আজকেরসহ বিগত ৫ দিনের ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। আগামিকাল থেকে এর উপরে সিকিউরিটিজের দর স্বাভাবিক হারে উঠানামা করতে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। তবে কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারনে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে।

এদিকে নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম//

পাকিস্তানে ১ ডলার= ২৪০ রুপি!

স্টকমার্কেটবিডি ডেস্ক:

সঙ্কটের শেষ ধাপে পৌঁছে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি। আজ বৃহস্পতিবারও দেশটিতে বেড়েছে ডলারের দাম, কমেছে রুপির মান। এদিন পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে ২৪০.৫০ রুপিতে ১ ডলার বেচাকেনা হয়েছে।

ফরেক্স অ্যাসোসিয়েশন পাকিস্তানের তথ্য অনুযায়ী, আগের দিনের চেয়ে এক লাফে ৪.৪৮ রানের রুপি বেড়েছে ডলারের দাম। বুধবার শেষ পর্যন্ত পাকিস্তানের বাজারে ডলার বিক্রি হয়েছিল ২৩৬.০২ রুপিতে।

রুপির এমন অবনমনের জন্য দেশটির রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করছেন অ্যাসোসিয়েশন অব পাকিস্তান সেক্রেটারি জাফর পরাচা। তার দাবি, রুপির অবমূল্যায় ঠেকাতে কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার।
জাফর বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থা খারাপ কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে মোটেও সচেতন নয়। ক্ষমতাসীন দলগুলো কেবল গদি রক্ষায় মরিয়া।’

এদিকে ফরেক্স বলছে, রুপির বাজার স্থিতিশীল রাখতে এখন ডলার সরবরাহ বাড়ানো দরকার।

সূত্র: ডন

স্টকমার্কেটবিডি.কম///

বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম-বেশি হবেই : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা একটু কম-বেশি হবেই। কিন্তু আমাদের নানা লোকজন রয়েছে, যারা এটা নিয়ে নানা রকম মন্তব্য এবং গুজব করে বেড়ায়। ’ তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের তিন মাসের খাদ্য কেনার যে রিজার্ভ সেটা থাকলেই যথেষ্ট। তবে ভোগ্য পণ্য এবং খাদ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে হবে, নিজের দেশে উৎপাদন বাড়াতে হবে।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে উর্বর জমি ও জনসংখ্যা রয়েছে তাতে উদ্যোগ নিলে আমরা পরনির্ভরশীলতা কমাতে পারি। শুধু উৎপাদন নয়, খাদ্যপণ্য সংরক্ষণ আধুনিকীকরণ করতে হবে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পও ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। এতে দেশের মানুষের জন্য যেমন একটা বাজার তৈরি হবে আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারব। ’

সরকারপ্রধান বলেন, ‘বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধু রেমিট্যান্সের ওপর নির্ভরশীল নয়, রপ্তানিনির্ভর বিদেশি মুদ্রা অর্জনের দিকে আমাদের আরো বেশি মনোযোগ দিতে হবে। আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয় সে জন্য পণ্যের বহুমুখীকরণ করা এবং পণ্যের জন্য নতুন নতুন বাজার আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেখানে যে পণ্যের চাহিদা সে ধরনের পণ্য বাংলাদেশে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জনের পদক্ষেপ আমরা নেব। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে এবং নিজেদের পায়ে নিজেরা যেন দাঁড়াতে পারি সে ব্যবস্থাটাই করতে হবে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদেরকে করোনাভাইরাস মোকাবিলা করতে হয়েছে। তারই সঙ্গে শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিচ্ছে। এই যুদ্ধ অর্থহীন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে, এই যুদ্ধ শুধুমাত্র যারা অস্ত্র তৈরি করে তারাই লাভবান হচ্ছে, আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। ’

শেখ হাসিনা বলেন, ‘এই যুদ্ধ শুধু যুদ্ধই না, তার সাথে আবার স্যাংশন। এই স্যাংশন, পাল্টাপাল্টি স্যাংশনের ফলে আজকে সারা বিশ্ব অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে এবং তারা এখন বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি সাশ্রয়, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং সে কারণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ’

তিনি বলেন, ‘সেখানে আমাদের মতো দেশ, কেবল আমরা উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি। আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপ্রাণভাবে, আর তখনই এ ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে আমাদেরকে থেমে থাকলে চলবে না। আজকে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে সব দেশই কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও সেটা অনুসরণ করছি। ’

তিনি বলেন, ‘আমাদের দরকার একটা দক্ষ জনশক্তি গড়ে তোলা। কেননা আমাদের যুবসমাজ রয়েছে। এ ক্ষেত্রে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে এবং আমরা তা নিচ্ছি। ’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম। অনুষ্ঠানে নবনির্মিত টিটিসিগুলোর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম//

রেকিট বেনকাইজারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি রেকিট বেনকাইজার লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২২ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস