জুলাইয়ে রপ্তানি আয় ৩৯৮ কোটির বেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। এতে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে জুলাইয়ে রপ্তানির পরিমাণ ছিল ৩৪৭ কোটি ডলার। আর চলতি বছরের জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছিল ৩৯২ কোটি ডলার।

জ্বালানি তেলের সংকট, ইউরোপের যুদ্ধসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বেশিরভাগ পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে জুনের তুলনায় জুলাইয়ে রপ্তানি প্রায় ১০০ কোটি ডলার কমে গেছে। গত জুনে বাংলাদেশ ৪৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২ আগস্ট) ইপিবি হালনাগাদ এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাইয়ে প্লাস্টিকের পণ্য রপ্তানি হয়েছে ৪৪ দশমিক ৩২ শতাংশ, ম্যানুফ্যাকচার্ড কমডিটিজের পণ্য ১৬ দশমিক ৩৭ শতাংশ, চামড়াজাত পণ্য ৯ দশমিক ৮২ শতাংশ, তৈরি পোশাকে ১৬ দশমিক ১৬ শতাংশ, পাটজাতপণ্যে ৫ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

নিট ও ওভেন মিলিয়ে ৩৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে জুলাইয়ে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬১ শতাংশ বেশি। গত বছরের জুলাইয়ে ২৮৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছিল।

অন্যদিকে কৃষি, হস্তশিল্প ও কেমিক্যাল পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্য ধরেছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম//

লাইসেন্স স্থগিত ৫ মানি এক্সচেঞ্জের, ৪২টিকে নোটিস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলার সংকট রোধে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম নিয়মিত কাজ করছে। এর ধারাবাহিকতায় নানা অপরাধে ৫টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। এছাড়া, ৪২টি মানি এক্সচেঞ্জকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছিলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন অব্যাহত থাকবে।

কয়েক মাস ধরেই ডলারের বাজারে চলছে অস্থিরতা। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে বাংলাদেশে খোলা বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১১২ টাকায় বিক্রি হয়েছে।

ডলারের বাজারে সংকট ঘণীভূত হওয়ায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজার পরিদর্শন শুরু করে এই নিয়ন্ত্রণ সংস্থা। পরে ডলারের দাম কিছুটা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম//

২০২১-২২ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি অর্ধেকে নেমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি কমেছে। গত অর্থবছরে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৯১৫ কোটি ৭৫ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৪১ হাজার ৯৫৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে আগের বছরের তুলনায় সঞ্চয়পত্রের বিক্রি কমে অর্ধেকে নেমেছে।

গত অর্থবছরে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে ৩২ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বছর শেষের হিসাবে দেখা গেছে, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী এ খাতে বিনিয়োগ হয়নি। মোট ১ লাখ ৮ হাজার ৭০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

একই সময়ে মেয়াদপূর্তি ও অন্যান্য কারণে মূল ভাঙিয়ে ফেলায় বিনিয়োগকারীদের সরকার ফেরত দিয়েছে ৮৮ হাজার ১৫৫ কোটি টাকা। এদিকে, গত অর্থবছরে সঞ্চয়পত্রের সুদ বাবদ সরকার ৪০ হাজার কোটি টাকা পরিশোধ করেছে।

সংশ্নিষ্টরা জানান, বর্তমানে সরকারের সঞ্চয়পত্রেই সুদহার সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে এগুলোর ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করায় বিক্রি কমেছে। বর্তমানে নগদ টাকায় সঞ্চয়পত্র কেনা যায় না। ব্যাংক চেক দিয়ে কিনতে হয়। থাকতে হয় টিআইএন সনদ। বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্রও দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। ১৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে সুদহারও কমানো হয়েছে। একক গ্রাহকের ক্রয়সীমা সর্বোচ্চ ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ব্যবস্থাপনা করা হচ্ছে অনলাইনে।

বাজেট ঘাটতি মেটাতে সরকার সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে জনগণ থেকে ঋণ নিয়ে থাকে। এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে সামাজিক সুরক্ষা দেওয়াও সরকারের লক্ষ্য। তবে অভিযোগ রয়েছে, বিত্তবানসহ অনেকে নানা কৌশলে সঞ্চয়পত্র কিনে রাখেন। এতে সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়ে যায়। এ জন্য সরকার সঞ্চয়পত্রের বিনিয়োগ কার্যক্রমে কিছু সংস্কার এনে তা নির্ধারিত সীমার মধ্যে রাখার চেষ্টা করছে।

স্টকমার্কেটবিডি.কম//

ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় অব্যাহত থাকবে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার দেশের ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখবে। শোকাবহ আগস্ট মাসে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল এবং পিঁয়াজ নির্ধারিত মূল্যে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রয় শুরু করা হলো। এ সকল পণ্য এক কোটি কার্ড হোল্ডারের কাছে বিক্রয় করা হচ্ছে।

তিনি বলেন, পণ্য বিক্রয়ে শৃঙ্খলা বজায় রাখতে এখন আর ট্রাক সেলে এ সকল পণ্য বিক্রয় করা হচ্ছে না। নিয়োগকৃত ডিলারগণের নির্ধারিত দোকান বা স্থাপনা হতে দেশব্যাপী এ পণ্য বিক্রয় করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শোকাবহ আগস্ট মাসে দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করে সহযোগিতা করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের ফলে প্রকৃত নিম্নআয়ের মানুষ এ সকল পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। এতে সুবিধাভোগীগণ খুশি। টিসিবির পণ্য বিক্রয়ে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেলারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী আহাদ খানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

একনেকে ২০০৭ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই হাজার সাত কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সাত প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (২ আগস্ট) আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিস্তারিত তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা কৃচ্ছ্রসাধনের মধ্য দিয়ে যাচ্ছি। প্রকল্পের ৮০ শতাংশ ব্যয় ফরেন কারেন্সির মাধ্যমে পরিশোধ করতে হবে। এতে রিজার্ভ থেকে ব্যয় পরিশোধ করতে হবে। তাই এটা স্থগিত করা হয়েছে। এটা পরে বাস্তবায়ন করা হবে। এ জন্য একনেক সভা থেকে বৈদেশিক ঋণ খুঁজতে বলা হয়। ‘

পরিকল্পনা বিভাগের সচিব মামুন আল রশীদ বলেন, টেলিটকের ফোরজি পুরোপুরিভাবে সফল হয়নি। তাই আগে ফোরজি, পরে ফাইভজি। প্রকল্পের ৮০ শতাংশ রিজার্ভ থেকে দিয়ে আমদানি করতে হবে। তাই বিদেশি সোর্স থেকে নিয়ে আলোচনা হবে।

স্টকমার্কেটবিডি.কম//

১২ কেজির এলপিজির দাম ৩৫ টাকা কমল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার কমেছে। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২১৯ টাকা লাগবে। এত দিন এ জন্য দিতে হচ্ছিল ১ হাজার ২৫৪ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে দাম বেড়েছিল ১২ টাকা।

আজ বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে। মো. আবদুল জলিল বলেন, ইতিমধ্যেই দাম পুনর্নির্ধারণ নিয়ে অনেক আবেদন এসেছে। শিগগিরই আবার শুনানি অনুষ্ঠিত হবে।

বিইআরসি জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০১ টাকা ৬২ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৬ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

দাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী, আ ব ম ফারুক, বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ফরচুন সুজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩৪ লাখ টাকার।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৫৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার এন্ড বোর্ডের ৪৪ কোটি ৮৭ লাখ, মালেক স্পিনিং মিলসের ৪২ কোটি ৩৭ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ২৪ কোটি ৭১ লাখ, আইপিডিসির ২২ কোটি ৪৭ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৯ কোটি ১২ লাখ, কেডিএস এক্সেসরিজের ১৮ কোটি ১০ লাখ ও মশাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ফরচুন সুজ
  3. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  4. সোনালী পেপার এন্ড বোর্ড
  5. মালেক স্পিনিং মিলস
  6. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  7. আইপিডিসি
  8. বাংলাদেশ শিপিং করপোরেশন
  9. কেডিএস এক্সেসরিজ
  10. শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসইতে লেনদেন ১২’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়ে প্রায় ১২’শ কোটি টাকার ঘরে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৮৩ কোটি ২৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬টির, আর দর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড, মালেক স্পিনিং মিলস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইপিডিসি, বাংলাদেশ শিপিং করপোরেশন, কেডিএস এক্সেসরিজ ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০৬.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৪৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও বিবিএস ক্যাবলস।

স্টকমার্কেটবিডি.কম//

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি