দেশে এখনও হুন্ডির মাধ্যমে টাকা আসে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে এখনও হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা আসে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমি আগে একটি স্টাডি করে দেখেছিলাম, অফিসিয়াল চ্যানেলে এসেছে ৫১ শতাংশ আর হুন্ডিতে এসেছে ৪৯ শতাংশ। আমি মনে করি, সেই ধারাবাহিকতা এখনও আছে।

বুধবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর পরিমাণ কি বেড়ে গেছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা সব সময় অফিসিয়াল চ্যানেলে বিদেশ থেকে টাকা আসুক, সেটা প্রত্যাশা করি। কারণ এটার যে সুফল সেটি অত্যন্ত প্রাসঙ্গিক। হুন্ডির মাধ্যমে যদি টাকা নিয়ে আসেন সেটিকে অবৈধ বলব না, সেটি কালো টাকা। যারা সেই টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে আসেন, তারা সব সময় বিবেকের কাছে দায়ী থাকবেন। তাদের আস্তে আস্তে অনেক টাকা হয়ে গেলে সেটি কিন্তু রেকর্ড করতে পারছেন না, কারণ হুন্ডির টাকা রেকর্ড করতে পারছেন না। কখনও ইনকাম ট্যাক্স বা রেগুলেটরি অথরিটি প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না।

মন্ত্রী আরও বলেন, সারাবিশ্বে অফিসিয়াল চ্যানেলে অর্থ আনা প্রাধান্য পায়, আমরাও সেভাবে প্রাধান্য দিচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের সব সময় তাদের উৎসাহিত করতে বলেন। এই টাকা তাদের টাকা, পরবর্তীতে তারা যেকোন কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা আনলে প্রশ্ন উঠবে-তারা টাকা পেলো কোথায়।

অর্থমন্ত্রী বলেন, আমাদের কাছে তথ্য আছে এখনও হুন্ডির মাধ্যমে টাকা পয়সা আসে। যাতে করে কম আসে সেটি নিরুৎসাহিত করতে আমরা তাদের সুফলটা বলছি। প্রধানমন্ত্রীও সেটি করেছেন। রেমিট্যান্স আমাদের অন্যতম একটি খাত। রপ্তানি বাণিজ্যের পরে রেমিট্যান্স আমাদের অর্থনীতি এগিয়ে নিচ্ছে এবং অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আমি মনে করি এটি আমাদের জন্য ভালো লক্ষণ।

হুন্ডিতে কী পরিমাণ টাকা আসে সেটির কোনো পরিসংখ্যান আছে কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমার এই মুহূর্তে কোনো ধারণা নেই। আমি আগে একটি স্টাডি করে দেখেছিলাম, প্রায় কাছাকাছি অফিসিয়াল চ্যানেলে এসেছে ৫১ শতাংশ আর হুন্ডিতে এসেছে ৪৯ শতাংশ। সেজন্য আমি মনে করি সেই ধারাবাহিকতা এখনও আছে। আমরা যদি অফিসিয়াল চ্যানেলে আনতে পারি, কেন আসবে না। অফিসিয়াল চ্যানেলে আনলে তো লস হচ্ছে না। তাদের জন্য প্রণোদনা না, স্বীকৃতিও দেওয়া হচ্ছে। তাদের ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এটি সুন্দরভাবে ভোগ করতে পারবে। এতে প্রশ্ন বা দায়বদ্ধতা থাকবে না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণের প্রস্তাব প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা তো আপনাদের সম্পর্কিত, অন্য রকম আইএমএফ আছে কিনা জানি না। একটা আইএমএফ আছে, তারা তো এ ধরনের কোনো প্রশ্ন আমাদের কাছে উপস্থাপন করেনি। আপনারাই পত্রিকায় লিখছেন, এটা নিয়ে আমি জবাব দেবো না।

স্টকমার্কেটবিডি.কম//

এখন পাকিস্তানে ১ ডলার= ২২৮ রুপি!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মান হারাতে থাকা পাকিস্তানি রুপি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলেই দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ডন। মঙ্গলবার ডলারের দাম কমেছে দশ রুপি।

মঙ্গলবার ১ ডলার ২৩৮ রুপিতে বিক্রি হলেও আজ বুধবার ২২৮ রুপিতে বিক্রি হচ্ছে ডলার। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে পাকিস্তানের অর্থনীতিতে। তবে সেই স্বস্তি কতোটা স্থায়ী হবে সে নিয়েও আছে নানা শঙ্কা।

পাকিস্তান ফরেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক বোস্তান জানিয়েছেন, জুলাই মাসে আমদানি বিল কম হওয়ায় রুপির ওপর চাপ অনেকটা কমেছে।
ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সাংবাদিক খুররাম খান ডনকে বলেছেন, আমদানি বিল কমে আসায় ‍রুপি ঘুরে দাঁড়াতে পেরেছে। তিনি বলেন, ‘অগস্টেও তেল বিষয়ক পরিশোধ আরও কমতে পারে।’

তবে রুপি এই উন্নতি কতোদিন ধরে রাখা যাবে সে নিয়েও শঙ্কিত পাকিস্তানের অর্থনৈতিক বিশ্লেষকরা। কারণ, তাইওয়ান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান সঙ্কটে নতুন মাত্রা দিতে পারে বলে শঙ্কা রয়েছে।

সূত্র: ডন

স্টকমার্কেটবিডি.কম////

মানুষকে একটু কষ্ট সহ্য করার আহ্বান জানালেন কৃষি মন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের মানুষকে একটু কষ্ট সহ্য করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কিছুটা অসুবিধা হয়েছে বটে, কিন্তু হাহাকার হবে না। চরম সংকট হবে না। ইনশাআল্লাহ দেশে কোনো দুর্ভিক্ষ হবে না’।

বরিশালে বিদ্যমান শস্য বিন্যাসে তেলজাতীয় ফসলের অন্তর্ভূক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বুধবার সকালে নগরীর বান্দ রোডের শিল্পকলা একাডেমীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি নিয়ে একটা সংকটের সৃষ্টি হয়েছে। বিএনপি সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে তারা আহাম্মকের স্বর্গে বাস করছে’।
এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ৮১ টাকা কেজি দরের ইউরিয়া সার ১৬ টাকায় বিক্রি করেছে সরকার। এত ভর্তুকি এবং প্রণোদনা সরকার কীভাবে দেবে? ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ যদি বন্ধ হয়, আবার যদি সারের দাম কমে যায়, সেদিন আমরাও সারের দাম কমিয়ে আনবো’।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ অন্যান্য।

কর্মশালায় বরিশাল বিভাগের তেলজাতীয় ফসলসহ কৃষি উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন কৃষি কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম//

জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জুলাই মাসে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি ছিল, ৮ দশমিক শূন্য ২ শতাংশ। তবে, শহর এটি ৬ দশমিক ৫১ শতাংশ। জুলাই মাসে খাদ্যে ৮ দশমিক ১৯ এবং খাদ্য বর্হিভূত পণ্যে মূল্যস্ফীতি ছিল, ৬ দশমিক ৩৯ শতাংশ, যা জুন মাসে ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৭ শতাংশ ও ৬ দশমিক ৩৩ শতাংশ।

তিনি বলেন, চাল ও তেলের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তার আশা, চলতি মাসে এটি আরও কমবে।

আজ বুধবার পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তাদের জন্য বলতে চাই, আমরা শ্রীলঙ্কা হইনি, হবো না। মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। আপনারা দেখছেন- খাদ্যের জাহাজ রাশিয়া থেকে সাগরে ভাসতে ভাসতে আমাদের তীরে আসবে। তেল, চাল ও গমের দাম কমছে। সামনে মূল্যস্ফীতির কমতির ধারা অব্যাহত থাকবে। এটা আমাদের জন্য ভালো খবর। আমরা জানি, মূল্যস্ফীতি বাড়লে মানুষের কষ্ট হয়। ৪২২টি পণ্যের গড় করে মূল্যস্ফীতির তথ্য দেওয়া হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম//

মার্কেন্টাইল ব্যাংকের ৮ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৮ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ কে এম শহীদ রেজা নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৮ লাখ শেয়ার বিক্রি বিক্রি সম্পন্ন করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/এম

সান লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১০ আগষ্ট বেলা পৌনে ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে ৪ আগষ্ট এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর শেয়ারহোল্ডারদের জন্য বিমাটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ফরচুন সুজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮ লাখ টাকার।

আইপিডিসি লিমিটেড ৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলসের ৩২ কোটি ৮৬ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩১ কোটি ৬৯ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ৩০ কোটি ৭৭ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ২৭ কোটি ৮৮ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৭৬ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১৯ কোটি ৪৫ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ফরচুন সুজ
  3. আইপিডিসি
  4. মালেক স্পিনিং মিলস
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. সোনালী পেপার এন্ড বোর্ড
  7. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  8. ওরিয়ন ইনফিউশন
  9. শাইনপুকুর সিরামিকস
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

ডিএসইতে লেনদেন কিছুটা কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৫৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৯৫ কোটি ৪১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৮৩ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬২টির, আর দর অপরিবর্তিত আছে ৫৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, আইপিডিসি, মালেক স্পিনিং মিলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৯৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

তাইওয়ানের আরও পণ্য আমদানি নিষিদ্ধ করল চীন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় আরও বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরনের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে মঙ্গলবার রাতে এ ধরনের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল বেইজিং কর্তৃপক্ষ, যার আওতায় ছিল বিস্কুট ও কনফেকশনারী দ্রব্যসহ বেশ কিছু পণ্য।
চীনের সাথে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রফতানির প্রায় ত্রিশ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে তিনি রাজধানী তাইপেতে পৌঁছান। স্থানীয় সময় ১০টা ৪৪ মিনিটে তাকে বহনকারী প্লেনটি সেখানকার সোংশান বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে উড়ে যান। সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম