ডিএসইতে ৯৫ কর্মকর্তার পদোন্নতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘদিন পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। সিনিয়র জিএম (মহা-ব্যবস্থাপক) থেকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত ৯৫ জনের পদোন্নতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, ৯৫ জনের মধ্যে জিএম থেকে সিনিয়র জিএম ২ জন, ডিজিএম থেকে জিএম ৩ জন, এজিএম থেকে ডিজিএম ৩ জন, সিনিয়র ম্যানেজার থেকে এজিএম ১৯ জন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার ১৫ জন, ডেপুটি ম্যানেজার থেকে ম্যানেজার ২৯ জন,সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার ২৯ জন, এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার ১০ জন, জুনিয়র এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ৬জন, সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র এক্সিকিউটিভ ১ জন,অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ২ জন, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট ১ জন, জিএসএস থেকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ৬ জন।

স্টকমার্কেটবিডি.কম//

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভিন্ন সময়সূচি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান চলবে দু’রকম সময়সূচিতে। ব্যাংক সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠান চলবে সরকারি আদেশের আলোকে ৯টা থেকে ৪টা পর্যন্ত। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠানের জন্য ৭ কর্মঘণ্টার নতুন সময়সূচীর নির্দেশনা জারি করেছে। সোমবার ব্যাংকের জন্য দেওয়া নিদর্শনায় আগের মতোই কর্মঘণ্টা ৮ রেখে সার্কুলার দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুইরকম অফিস সময়সূচি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাংকে আগের মতোই ৬ ঘণ্টা লেনদেন হবে। তবে শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগিয়ে বিকেল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হয়েছে। লেনদেন পরবর্তী অফিস ছুটির সময় ৬ টা থেকে এক ঘণ্টা এগিয়ে ৫টা করা হয়েছে। এর মানে কর্মঘণ্টায় কোনো পরিবর্তন আসেনি। শুধু এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

আন্তর্জাতিক বাজারের সাথে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারের সাথে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটি সভাপতি আসম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, মো. মাহবুব উল আলম হানিফ এবং মো. জিল্লুল হাকিম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিশোধিত-অপরিশোধিত জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়ানোর নিমিত্ত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আপৎকালে পর্যাপ্ত তহবিলের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বিশ্বের বিভিন্ন উন্নত দেশের ন্যায় বাংলাদেশে জ্বালানি তেল অপারেশনে অটোমেশন পদ্ধতি দ্রুত চালু করার সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি প্রাতিষ্ঠানিক প্রভিশনাল ও চূড়ান্ত হিসাব যথা সময়ে প্রণয়নপূর্বক বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

স্টকমার্কেটবিডি.কম//

২৮ মানি চেঞ্জারের ব্যাংক হিসাব তলব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলারের কারসাজি রোধে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে এবার অর্থপাচারে জড়িত সন্দেহে ২৮টি মানি চেঞ্জারের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবারের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ব্যাংক হিসাব জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব মানি চেঞ্জারের হিসাব তলব করা হয়েছে, তা হলো— নিবেদিতা মানি এক্সচেঞ্জ, সিটি মানিটারি এক্সচেঞ্জ, বকাউল মানি এক্সচেঞ্জ, মনডিয়াল মানি এক্সচেঞ্জ, নাবিলস মানি চেঞ্জার, হিমালয় ডলার মানি চেঞ্জার, ক্যাপিটাল মানি চেঞ্জার, মেট্রো মানি এক্সচেঞ্জ, ডিপেনডেন্ট মানি চেঞ্জার, ঢাকা মানি চেঞ্জার, লর্ডস মানি চেঞ্জার, গ্লোরি মানি এক্সচেঞ্জ, ডিএন মানি চেঞ্জার, অংকন মানি এক্সচেঞ্জ, বিজয় মানি এক্সচেঞ্জ, বিনিময় মানি এক্সচেঞ্জ, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ, ফয়েজ মানি এক্সচেঞ্জ, কুমিল্লা মানি এক্সচেঞ্জ, এএসএন মানিচেঞ্জার, বিকেবি মানি এক্সচেঞ্জ, কেয়া মানি চেঞ্জার, আলফা মানি এক্সচেঞ্জ, ক্রিস্টাল মানি এক্সচেঞ্জ, দি লিয়াজোঁ মানি এক্সচেঞ্জ, উত্তরা মানি চেঞ্জার, বিজয় মানি এক্সচেঞ্জ, বিজয় ইন্টারচেঞ্জ।

ডলারের কারসাজি রোধে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে কারসাজির অপরাধে পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি ৪৫টিকে শোকজ করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ২৩৫টি মানি চেঞ্জারকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বর্তমানে বৈধ-অবৈধ মিলে মানি চেঞ্জারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২টি। এ হিসাবে অবৈধ মানি চেঞ্জার ৫০৭টি। অবৈধদের ব্যবসা বন্ধ করতে আইনপ্রয়োগকারী সংস্থাকে কাজ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯৩ কোটি ৭৫ লাখ টাকার।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৯ কোটি ২১ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ৯৩ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৩৪ কোটি ৭৭ লাখ, বিএটিবিসির ৩৪ কোটি ৬৩ লাখ, ইষ্টার্ণ হাউজিংয়ের ২৫ কোটি ৯৯ লাখ, মেট্রো স্পিনিং মিলসের ২৩ কোটি ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. বিএটিবিসি
  8. ইষ্টার্ণ হাউজিং
  9. মেট্রো স্পিনিং মিলস
  10. আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে ১৪৮৭ ও সিএসইতে ৪৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৬৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৮৭ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪৭৭ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৯টির, আর দর অপরিবর্তিত আছে ৮৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বিডি, বিএটিবিসি, ইষ্টার্ণ হাউজিং, মেট্রো স্পিনিং মিলস ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

পেপার প্রসেসিংয়ের শেয়ার দর বৃদ্ধির কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১০ আগষ্ট শেয়ারটির দর ছিল ১৭৫.৫০ টাকা। যা আজ ২৩ আগষ্ট লেনদেন শেষে দর ২৪৩.৭০ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এই

সয়াবিন তেলের দাম বাড়ল আবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সয়াবিন তেলের দাম আবার বাড়ল। সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৯২ টাকা। আগে এ দাম ছিল ১৮৫ টাকা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ আগস্ট সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে ওই বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৪৫ টাকা। এখন থেকে ১ লিটার খোলা পাম তেলের দাম ধরা হয়েছে ১৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে লেনদেনের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে শেয়ার লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে শেয়ারবাজারে এই লেনদেন সকাল ৯:৩০ টায় শুরু হয়ে শেষ হবে বেলায় ১:৫০ টায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, সরকারী সিদ্ধান্ত বিবেচনা করে লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে। এছাড়া পোষ্ট ক্লোজিং শেসন চলবে বেলা ১:৫০ টা হতে ২:০০ পর্যন্ত ।

তবে এখন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে সরকারী এক ঘোষণায় জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/