ডিজেলে আগাম কর প্রত্যাহার, কমেছে শুল্ক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজেলের আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ডিজেল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। র

রনিবার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইস্যু করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের ওপর আরোপিত সব আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশের বদলে ৫ শতাংশ পরিমাণ নির্ধারণ করা হলো। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

চাল আমদানিতে আরও ১০ শতাংশ শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাল আমদানির ক্ষেত্রে আরও ১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়েছে সরকার। এখন থেকে চাল আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশের কিছু বেশি আমদানি শুল্ক পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের।

আজ রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশের ওপর কমিয়ে দেওয়ার ২ মাস পর এ ঘোষণা এলো।

আজ এনবিআর জানায়, এখন থেকে আমদানিকারকরা ৫ শতাংশ অগ্রিম কর ও ৫ শতাংশ অগ্রিম আয়করসহ মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রক শুল্ক পরিশোধে চাল আনতে পারবেন।

এনবিআর কর্মকর্তারা জানান, চাল আমদানিতে এখন মোট শুল্ক পরিশোধ করতে হবে ১৫ দশমিক ২৫ শতাংশ।

খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমদানিকারকরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্ক পরিশোধ করে চাল আমদানি করতে পারবেন। এর আগে, এই মেয়াদ ছিল চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম//

২৫ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে ১৭২ কো‌টি ৯৩ লাখ (এক দশমিক ৭৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৯৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ২১৪ কোটি ডলার।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২৫ দিনে ১৭২ কোটি ৯৩ লাখ ডলারের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স।

এর আগে গত মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২০৯ কো‌টি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পা‌ঠি‌য়ে‌ছেন। স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এই অর্থের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা।

জুলাইয়ে তার আগের মাস জুনের চেয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এসেছে। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। তার আগের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। এ ছাড়া চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগের বছরের জুলাইয়ে ২২ কোটি ৫৪ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছিল ১৮৭ কোটি ১৫ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম//

বৈদেশিক মুদ্রার ক্লিয়ারিং এখন থেকে আরটিজিএস মাধ্যমে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বৈদেশিক মুদ্রার ক্লিয়ারিং আগামী ৪ সেপ্টেম্বর থেকে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট-আরটিজিএস মাধ্যমে হবে। এতদিন এসব মুদ্রার ক্লিয়ারিং ফরেন ডিমান্ড ড্রাফটের (এফডিডি) মাধ্যমে হতো।

রবিবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

বৈদেশিক মুদ্রার ক্লিয়ারিং কার্যক্রম অটোমেশন প্রসঙ্গে সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিচালিত বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং কার্যক্রমের আওতায় বাণিজ্যিক ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রায় ইস্যুকৃত এফডিডি সমূহের নিকাশ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এই কার্যক্রম আরও আধুনিক, সময়োপযোগী ও স্বয়ংক্রিয় করার লক্ষে আগামী ৪ সেপ্টেম্বর থেকে এফডিডি’র পরিবর্তে আরটিজিএস’র মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্লিয়ারিং কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে ফরেন কারেন্সি ক্লিয়ারিংয়ে বিডি আরটিজিএস সিস্টেমসের জন্য একটি গাইড লাইনও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গাইড লাইনে বলা হয়েছে, ফরেন কারেন্সি আরটিজিএস’র মাধ্যমে লেনদেন করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলোর একটি ফরেন কারেন্সি একাউন্ট মেইনটেন করতে হবে। আরটিজিএস মাধ্যমে ফরেন কারেন্সি লেনদেনের উদ্দেশ্য ব্যাংকগুলোকে বাধ্যতামূলক জানাতে হবে। এ ছাড়া আরটিজিএস লেনদেনে ভ্যাটসহ ১০০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম//

‘নগদ’ নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কিত বিষয়ে যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি আজ রবিবার এক প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান।

প্রতিক্রিয়ায় বলা হয়, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কে মহল বিশেষের অপতৎপরতার বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার’র দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘নগদ’র কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে।

মন্ত্রী বলেন, যেখানে নগদ’র কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক- বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সকল সরকারি ভাতা পাচ্ছে ডিজিটালি এবং শতভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো ? এটি স্পষ্ট করে বলা দরকার যে নগদ’র জন্য ডাক বিভাগের কোন ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। তাই অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। ’

মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ’র প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সব আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোনো অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। তিনি বলেন, নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা। দেশের মানুষের জন্য নগদ’র সাথেই থাকুন। ’

স্টকমার্কেটবিডি.কম//

মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ কে এম শহীদ রেজা নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ৪,৮৩,৯৪,১২৬টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফনিক্স ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্খিক খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় রাজধানী মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি ১২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

একই দিনে কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০৫ কোটি ৪৭ লাখ টাকার।

ফরচুন সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের ৬৪ কোটি ৬৭ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫২ কোটি ৯৮ লাখ, আইপিডিসি ফাইন্যান্সের ৫২ কোটি ৯৪ লাখ, ইষ্টার্ণ হাউজিংয়ের ৫২ কোটি ৮৪ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ৪২ কোটি ৫৩ লাখ, কপারটেক ইন্ডাট্রিজের ৩৬ কোটি ৭৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা: বিডা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিপুল পরিমাণে যৌথ বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা।

আজ রবিবার বিডা কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, গত ২৩ আগস্ট ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে ‘কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (সিআইআই) ও ‘ইন্ডিয়া- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (আইবিসিসিআই) এর আয়োজনে ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভারতীয় কোম্পানি ৯টি ইওআই স্বাক্ষর করেছে। যে বিনিয়োগের পরিমাণ প্রাথমিক অবস্থায় ৮০০ কোটি টাকার ওপরে। যেমন বাংলাদেশের নিটল নিলয় গ্রুপের সঙ্গে টিভিএস, থ্রি হুইলার কার্গোর ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষরিত হয়। এছাড়া ভারতীয় বিনিয়োগকারীরা টাটা ডিজেল জেনেরেটর, মাস্টার্ড অয়েল জয়েন্ট ভেন্চার ইন বাংলাদেশ, মার্বেল অ্যান্ড গ্রেনাইট কাটিং অ্যান্ড পলিশিং জয়েন্ট ভেন্চার ইন বাংলাদেশ, জুয়েলারি ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড অ্যান্ড হ্যান্ড মেইড, ট্যুরিজম বিজনেসেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও বিজয় এন্টারপ্রাইজের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়।’

মো. সিরাজুল ইসলাম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত সফর করবেন, তখন ‘কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (সিআইআই) এর সঙ্গে তিনি বৈঠক করবেন। এর ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।’

বিডা আয়োজিত ওই প্রেস বিফ্রিংয়ে আইবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়। আমরা এটাকে ৩ বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়াতে কাজ করছি।’

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আইবিসিসিআই এর সহ-সভাপতি শোয়েব চৌধুরী, আইবিসিসিআই এর সাধারণ সম্পাদক এস এম আবুল কালম আজাদসহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//

  1. ওরিয়ন ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ফরচুন সুজ
  4. ম্যালেক স্পিনিং মিলস
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. আইপিডিসি ফাইন্যান্স
  7. ইষ্টার্ণ হাউজিং
  8. ম্যাকসন স্পিনিং মিলস
  9. কপারটেক ইন্ডাট্রিজ
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন।