রূপালী ব্যাংকের নগদ লভ্যাংশ প্রত্যাখান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক লিমিটেডের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই লভ্যাংশ অনুমোদন করেনি।এর ফলে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের সম্মতিতে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। গত ৭ আগস্ট কোম্পানিটির ৩৬তম এজিএমে শেয়ারহোল্ডাররা ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছিল।

রূপালী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পুর্নবিবেচনার জন্য আবেদন করেছে।

স্টকমার্কেটবিডি.কম

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৮ লাখ টাকার।

লাফার্জ হোলসিম বিডি লিমিটেড ১১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই হসপিটাল রিকুইজিটির ৫১ কোটি ৮২ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলের ৪৮ কোটি ২ লাখ, আইপিডিসি ফাইন্যান্সের ৩৯ কোটি ৫৩ লাখ, মালেক স্পিনিং মিলসের ৩৭ কোটি ২৫ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৩৫ কোটি ৫৯ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ৩৩ কোটি ৭৮ লাখ ও স্কয়ার টেক্সটাইলের ৩১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম

৪ প্রতিষ্ঠানের রবিবার লেনদেন বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের রোববার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ফারইস্ট ফিন্যান্স, মাইডাস ফাইন্যান্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

জানা গেছে, রবিবার প্রতিষ্ঠান ৪টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠান ৪টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠান ৪টি। সোমবার প্রতিষ্ঠান ৪টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম///

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. লাফার্জ হোলসিম বিডি
  4. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  5. নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল
  6. আইপিডিসি ফাইন্যান্স
  7. মালেক স্পিনিং মিলস
  8. ওরিয়ন ইনফিউশন
  9. ইষ্টার্ণ হাউজিং
  10. স্কয়ার টেক্সটাইল লিমিটেড।

শেষদিনে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে ল কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫৬০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৭৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৭৭ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২০১ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৮টির, আর দর অপরিবর্তিত আছে ১১৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, জেএমআই হসপিটাল রিকুইজিটি, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল, আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং মিলস, ওরিয়ন ইনফিউশন, ইষ্টার্ণ হাউজিং ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৭৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

জুয়েলারি শিল্পের নিরাপত্তার দাবি বাজুসের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকানে চুরি ও ডাকাতির ঘটনা তুলে ধরে সারাদেশে জুয়েলারি শিল্পের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলন করে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন অ্যান্টি স্মাগলিং অ্যান্ড ল অ্যানফোর্সমেন্ট’র চেয়ারম্যান এনামুল হক খান দোলন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকানে চুরি ও প্রকাশ্যে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত ১ আগস্ট গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজারের মন্দির মার্কেটের কাঁকন জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকান থেকে প্রায় ১৫০ ভরি স্বর্ণের ও দুই কেজি রূপার গহনা চুরি করে নিয়ে যায়।

তার আগে ২৯ জুলাই রাজধানী ঢাকার মিরপুরের রূপনগরে রজনিগন্ধা মার্কেটে দিন দুপুরে নিউ বিসমিল্লাহ জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকান থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রূপা চুরি করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ জুলাই ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন প্রদীপ জুয়েলার্সে প্রকাশ্যে ককটেল ফাটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়। ডাকাত দল দোকান থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে দোকান মালিক অধীর কর্মকার গুরুতর আহত হন। এ ব্যাপারে ২১ জুলাই ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তার আগে ৬ জুন ময়মনসিংহের ট্রাংকপট্টিতে বর্ষা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় ৮ জুন মামলা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

মোবাইলে বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার: সিআইডি প্রধান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ, রকেট ও উপায় ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার করা ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, দেশের ডলারের দাম বাড়ার কারণে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে সিআইডি জানতে পারে, গত এক বছরে ৭৫ হাজার কোটি টাকার সমপরিমাণ ৭.৮ বিলিয়ন ডলার পাচার করেছে হুন্ডি ব্যবসায়ীরা।

এ বিষয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

তিনি বলেন, ডলারের দাম বাড়ায় তদন্তে নামে সিআইডি। তদন্তে নেমে হুন্ডি কারবারের সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গত ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার হয়েছে বলে জানা গেছে। এছাড়া সিআইডির সাইবার ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে জানতে পারে এমএফসে হুন্ডি করে এমন ৫ হাজারের বেশি এজেন্টের সন্ধান পেয়েছে সিআইডি।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারি তারা বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মাধ্যমে এমএফএস এজেন্ট জড়িত বলে পাওয়া গেছে। এ ৫ হাজার এজেন্ট গত ৪ মাসে ২৫ হাজার কোটি এবং বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

দেশে চালের দাম কমেছে, আরও সহনশীল হবে: খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ওএমএস ও টিসিবির মতো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিগুলোর প্রভাবে প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা কমেছে চালের দর। চালের দাম আরও সহনশীল হবে।

আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওমমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। তার সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব মূখর পরিবেশে ওএমএস ও টিসিবির পণ্য বিতরণ হচ্ছে। এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। বিতরণ কার্যক্রমে কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৭ মাসে সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বৈশ্বিক মন্থর প্রবৃদ্ধি ও চাহিদা কমার উদ্বেগে আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমে চলেছে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার দাম কমে সাত মাসে সর্বনিম্ন হয়েছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাবে গতকাল যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৮৩ ডলার, যা গত জানুয়ারির পর থেকে সবচেয়ে কম দাম। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল হয় ৮৯ ডলার।

সংস্থা জানায়, বৈশ্বিক জিডিপি প্রবদ্ধি মন্থর হওয়ায় তেলের চাহিদা কমবে—এমন উদ্বেগ রয়েছে। এতে নতুন করে যুক্ত হয়েছে চীনের করোনার বিধি-নিষেধ ও মূল্যস্ফীতি। দেশটির কয়েকটি শহরে নতুন করে বিধি-নিষেধ দেওয়া হয়েছে। এতে ভোক্তা চাহিদাও কমছে। ফলে চীনের জ্বালানি আমদানি কমতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ববাজারে, কমছে দাম।

এর আগে গত সোমবার সৌদি ও রাশিয়া নেতৃত্বাধীন ওপেক প্লাস দেশগুলো আগামী অক্টোবর থেকে প্রতিদিন এক লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয়। আর এরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যদিও আবার তা কমে এলো।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত ছয় মাসে বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমেছে ১৩.৭ শতাংশ এবং ডাব্লিউটিআইয়ের দাম কমেছে ৯.৭ শতাংশ।

মার্কিন ডলারের শক্তি বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, চীনের নিম্নমুখী প্রবৃদ্ধি প্রভৃতি আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর চাপ তৈরি করেছে বলে জানিয়েছেন সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং।

স্টকমার্কেটবিডি.কম/////

ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ-ভারতের সহযোগিতামূলক সম্পর্কের সর্বোচ্চ সুফল পেতে বাণিজ্য সম্পর্ককে বিনিয়োগ সম্পর্কে উন্নীত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতের নয়াদিল্লিতে এফবিসিসিআই ও কনফেডারেশন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ-সিআইআইর যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচিত প্রধান নির্বাহীদের সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য সম্পর্কের পাশাপাশি, দুই দেশের মধ্যে আর্থিক, সেবা, প্রযুক্তি হস্তান্তর খাতে বিনিয়োগ সম্পর্ক জোরদার হওয়া উচিত। এর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে। এ সময় মোংলা ও মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বাংলাদেশের উদীয়মান অভ্যন্তরীণ বাজার, আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকার, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস ও উদার বিনিয়োগ নীতিমালার সুবিধা নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, এর মাধ্যমে ভারতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের প্রশংসা করে বলেন, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে সম্প্রসারিত হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিকে বিকশিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি বলেন, দু’দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে অংশীদারিত্বের সোনালি অধ্যায় রচিত হয়েছে। এ সম্পর্ককে আরও গভীর করতে হবে যাতে দু’দেশের মানুষের উন্নয়ন হয়।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এফবিসিসিআই ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) যৌথ আয়োজনে ‘নিউ হরাইজনস ইন ইন্ডিয়া-বাংলাদেশ ইকোনমিক রিলেশন্স’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগের জন্য আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে।

ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি সহজীকরণ করার তাগিদ দিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাণিজ্য ঘাটতি কমলে দু’দেশের জন্যই লাভজনক হবে।

দু’দেশের সরকারকেই অশুল্ক বাধা দূর, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি সহজ করা, পাট পণ্যে এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার ও স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জসিম উদ্দিন।

দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি-সাফটার পূর্ণাঙ্গ সুফল পেতে এ কার্যক্রম নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক সুবিধার কারণে বাংলাদেশে সিরামিক, কাঁচপণ্যসহ নানা খাতে বিনিয়োগ লাভজনক হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, করোনার পর, বিশ্বে খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বাড়তি মনোযোগ দিচ্ছে। সরকার এ খাতের উৎপাদন সক্ষমতা বাড়াতে চায় বলে জানান তিনি।

বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, ফিকির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের চেয়ার মনোজ চাগ ও মহাপরিচালক অরুণ চাওলা।

এর আগে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত পৌঁছেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বাধীন বাণিজ্য প্রতিনিধিদল। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/////