এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় জুন মাসে শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৫৯ টাকা । আর এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৭.৫৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৩ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইষ্টার্ণ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮৩৮তম নিয়মিত সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে ইউসিবি ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮৩৮তম নিয়মিত সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারবাজারে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি সাধারণ শেয়ার ছেড়ে ২২ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্স ডিপোজিট, সরকারী সিকিউরিটিজ, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী বিমাটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা এবং পুনমূল্যায়ন ব্যতিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৪৮ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, প্রইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ইসি সিকিউরিটিজ লিমিটেড। আর নিরীক্ষকের দ্বায়িত্ব পালন করবে ইসলাম আফতাব এন্ড কোং।

ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আইপিও’র মাধ্যমে তালিকাভুক্তির আগে শেয়ারহোল্ডারদের কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন ও বিতরণ করতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/জেড

নয় দিনে ৫১৬ টন ইলিশ গেল ভারতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ৯ দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ৫১৬ মেট্রিক টন। এদিকে নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে।

এদিকে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি, শনিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পূজায় ভারতীয় ছুটি ও রবিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় কর্তৃপক্ষ শুধুমাত্র মাছ গ্রহণ না করায় টানা তিন দিন বন্ধ থাকবে ইলিশ রপ্তানির কার্যক্রম।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুুবুর রহমান জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে ৫১৬ মেট্রিক টন। এর মধ্যে এক দিনের সরকারি ছুটি ছিল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। বেশিরভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে।

ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, এবার ভারতে দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৯৪৮ টাকা।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, ইলিশ দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

যমুনা ব্যাংকের ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ১৫ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ১,৪৫,৫৬,৭৭৩টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

ভুটান বাণিজ্য চুক্তির ফলে নতুন যুগের সূচনা : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ভুটানসহ প্রতিবেশি দেশগুলোর সাথে আকাশ পথে যোগাযোগ স্থাপন করতে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমান বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তৃতীয় দেশ হিসেবে ভুটানের সাথে সড়ক যোগাযোগ চালুর ফলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে। এ ছাড়া বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে দুই দেশের নতুন যুগের সূচনা হয়েছে’।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানিয়েছেন।

এদিন বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ-ভুটান সচিব পর্যায়ের ৮ম সভা অনুষ্ঠিত হয়। ভুটানর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দেব দাশো কর্মা শেরিনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সভায় যোগ দেন। তখন বাণিজ্যমন্ত্রী এসব কথা জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সৈয়দপুর আঞ্চলিক বিমান বন্দর এবং বাংলাবান্ধা ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও ভুটানর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ দুই দেশের জন্যই লাভজনক হবে। বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউনটেন্ট বিষয়ে পড়াশোনার সুযোগ নিতে পারে ভুটান। বাংলাদেশে এ বিষয়ে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ-ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে উভয় দেশের নতুন যুগের সূচনা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ২০২০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভুটান অগ্রাধিতারমূলক বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। গত ১ জুলাই দুই দেশ প্রয়োজনীয় এসআরও জারি করেছে। এ চুক্তির ফলে ভুটানর ৩৪টি পণ্য বাংলাদেশের বাজারে এবং বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানর বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।

বাংলাদেশ পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সভার নেতৃত্ব দেন। অন্যদিকে দেব দাশো কর্মা শেরিন ভুটানর পক্ষে নেতৃত্ব দেন। সভায় দুই দেশের দেশের মধ্যে বিভিন্ন চুক্তি, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম//

সামিট পাওয়ারের সহযোগী কোম্পানির চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার লিমিটেডের সহযোগী কোম্পানি সামিট কর্পোরেশন লিমিটেড এবং সামিট অয়েল ও শিপিং কোম্পানির সাথে একটি চুক্তি করতে যাচ্ছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি চুক্তির অগ্রগতি হিসাবে এস্ওএসসিএল সেটেল সমঝোতা এলসি এবং নতুন এলসি খুলেছে। এর মধ্যে সামিট বরিশাল পাওয়ার, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট ২, এসি অ্যালায়েন্স পাওয়ার এবং সামিট গাজীপুর ২ পাওয়ার অন্তর্ভুক্ত। বিদ্যুৎ চুক্তির আওতায় প্রজেক্টগুলি তাদের কার্যক্রম চালাতে পারবে।

স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করে বা সামিট পাওয়ারের নিজস্ব নগদ উৎস থেকে সংশ্লিষ্ট প্রকল্প কোম্পানিতে স্পন্সর কোম্পানির ইক্যুয়িটি শেয়ারহোল্ডিং অনুপাতে অগ্রিম প্রদান করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

বাজেট সহায়তায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশকে বাজেট সহায়তায় সহজ শর্তে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

এর আগে, আগামী ৩ বছরে বাংলাদেশকে ৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সরবরাহের কথা জানিয়েছে এডিবি।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে বাংলাদেশের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতেই ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটিতে এই অর্থ দেবে।

বাংলাদেশের জন্য এডিবির বরাদ্দ পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, ২০২৪ সালে ৩ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং ২০২৫ সালে ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ।

এই অর্থের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ দেশের মাথাপিছু জিডিপির ক্রমবর্ধমান অনুপাতে বাজারভিত্তিক শর্তে দেওয়া হবে। এর আগের ৩ বছরে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ৫৭ দশমিক ৫ শতাংশ।

এই শর্তে বাংলাদেশ যে পরিমাণ টাকা ঋণ পাবে, সেটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এর জন্য সুদের হার হবে লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের (এলআইওআর) সঙ্গে অতিরিক্ত দশমিক ৭৫ শতাংশ।

এ ছাড়া, ঋণের বাকি অর্থ পরিশোধের সময়সীমা একই থাকলেও সুদের হার হবে ২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম//

দেশব্যাপী ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

আজ বৃহস্পতিবারমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

প্রসঙ্গত, ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

স্টকমার্কেটবিডি.কম//