স্বর্ণ ক্রয়-বিক্রয়ে বাজুসের সতর্কতা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের জুয়েলারি শিল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও ব্যবসার মানন্নোয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের সতর্কীকরণের উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এরই ধারাবাহিকতায় সারাদেশে বাজুস সদস্যদের মাঝে ‘স্বর্ণ ক্রয় সতর্কীকরণ নোটিশ’ জারি করেছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং এন্ড ল এনফোর্সমেন্ট। সকল প্রকার স্বর্ণ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের বিনীত অনুরোধ জানিয়েছে বাজুস।

সারাদেশে জুয়েলার্সদের দেওয়া সতর্কীকরণ নোটিশে বাজুস বলেছে, বাজুস সদস্যরা প্রয়োজনের তাগিদে দেশি-বিদেশি বা পুরাতন- নতুন স্বর্ণালংকার ক্রয় করে থাকেন। কিন্তু কিছু ক্ষেত্রে নানাবিধ আইনি জটিলতার সম্মুখীন হয়। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও, কোনো কোনো ব্যবসায়ী পুরাতন বা ব্যাগেজ রুলের স্বর্ণ ক্রয় করেও, নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে নিম্নলিখিত নিয়ম-কানুন অনুসরণ করে পুরাতন স্বর্ণ বা ব্যাগেজ রুলের স্বর্ণ ক্রয় করার কঠোর নির্দেশনা প্রদান করেছে বাজুস। এই নির্দেশনাগুলো হলো:

পুরাতন স্বর্ণ ক্রয়ে যে সব সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীরা:
১. বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি থেকে নিজ দায়িত্বে উভয় পাশের ফটোকপি রাখতে হবে।
২. বিক্রেতার বিক্রয়কৃত স্বর্ণালংকারের উৎস সম্পর্কে জানতে হবে।
৩. বিক্রেতার স্বর্ণালংকারের ক্রয় রশিদের কপি থাকতে হবে।
৪. মূল মালিক ব্যতিত কোন প্রতিনিধির নিকট থেকে অলংকার ক্রয় করা যাবে না।

ব্যাগেজ রুলের আওতায় আনায়নকৃত স্বর্ণ ক্রয়ের যে সব সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীরা:
১. বিক্রেতার পাসপোর্টের মূল কপি থেকে নিজ দায়িত্বে ফটোকপি করে রাখতে হবে।
২. বিক্রেতা যে দেশ থেকে স্বর্ণ নিয়ে এসেছেন, সেই দেশের ভিসার কপি এবং এক্সিট ও এন্ট্রির সিলের কপি রাখতে হবে (মূল কপি থেকে নিজ দায়িত্বে ফটোকপি করে রাখতে হবে, এক্ষেত্রে বিক্রেতার নিকট থেকে উল্লেখিত ডকুমেন্টের কোন ফটোকপি গ্রহণ করা যাবে না)।
৩. বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি থেকে নিজ দায়িত্বে উভয় পাশের ফটোকপি রাখতে হবে।
৪. প্রকৃত মালিকের কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে হবে।
৫. এয়ারপোর্টে ডিক্লারেশন বা ট্যাক্সের আওতায় থাকলে ট্যাক্স প্রদানের ডকুমেন্ট (মূল কপি সংরক্ষণ করতে হবে)
৬. প্রয়োজনে বিক্রেতার পরিচয় যাচাই-বাছাই করতে হবে।
৭. পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ট্যাক্স স্লিপে (পিওর গোল্ড ক্রয়ের ক্ষেত্রে) একই নাম, ঠিকানা আছে কিনা, তা যাচাই করে নিতে হবে।

উল্লেখ্য, একজন যাত্রী বিদেশ থেকে দেশে আগমনকালে ব্যাগেজ রুলের আওতায় পণ্য আনার যে সুবিধা পায় তা তার ব্যক্তিগত বা পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য। তবে অর্থের প্রয়োজনে পণ্যটি বিক্রি করার ইচ্ছা পোষণ করলে উল্লেখিত তথ্যাদি বা ডকুমেন্ট প্রাপ্তি সাপেক্ষে ক্রয় করা যাবে।

সকল ক্ষেত্রে ক্রয় রশিদ প্রদান করতে হবে এবং বিক্রেতার স্বাক্ষর যুক্ত ক্রয় রশিদের কপি নিজ নিজ প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর সংরক্ষণ করতে হবে। বিক্রেতা যদি বর্ণিত তথ্য দিতে না পারেন, তাহলে বুঝতে হবে সেটা অবৈধ স্বর্ণ। তাই এ ধরনের বিক্রেতার নিকট থেকে স্বর্ণ ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। বার বার সতর্ক করার পরও কোন জুয়েলারি ব্যবসায়ী যদি অবৈধ স্বর্ণ ক্রয় করে আইনি ঝামেলার সম্মুখীন হন, তাহলে বাজুস তাকে কোন সহযোগিতা করবে না।

স্টকমার্কেটবিডি.কম//

১৫ দিনে দেশে এলো ১১ হাজার কোটি টাকার রেমিট্যান্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এ মাসের পুরো সময়ে আয়ের পরিমাণ ২২ হাজার কোটি টাকা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ১৫ দিনে দেশে মোট রেমিট্যান্সের পরিমাণ ১০০ কোটি ৮৬ লাখ ডলার। প্রতি ডলার ১০৮ টাকা হারে হিসাব করলে টাকায় এর পরিমাণ হয় প্রায় ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ লাখ মার্কিন ডলার ও একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।

এর আগে জুলাই-আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল চার বিলিয়ন ডলারেরও বেশি। আগস্টে এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার এবং জুলাইতে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ বা ২ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

স্টকমার্কেটবিডি.কম//

রিটার্ন জমা দিতে নতুন করদাতাদের বাড়তি সুযোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে নতুন করদাতাদের বাড়তি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো ব্যক্তিপর্যায়ের আয়করদাতারা জরিমানা ছাড়াই আগামী বছরের ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। তবে পুরোনো করদাতাদের রিটার্ন জমা দিতে হবে আগের মতো ৩০ নভেম্বরের মধ্যেই। সোমবার (১৯ সেপ্টেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের বাজেটে ‘কর দিবস’-এর সংজ্ঞা সংশোধন করেছে এনবিআর। নতুন করদাতা, যারা আগে কখনো রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ, ওই সময়ের মধ্যে যেকোনো দিন রিটার্ন দাখিল করতে পারবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে বর্তমানে টিআইএনধারী রয়েছেন ৭৮ লাখের বেশি। এর মধ্যে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন প্রায় ২৪ লাখ করদাতা। আয়কর আইনে টিআইএনধারীদের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করা হলেও এনবিআর এতদিন তেমন কোনো ব্যবস্থা নেয়নি।
প্রসঙ্গত, সাধারণত প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়ার সময় নির্ধারণ করা থাকে। নির্দিষ্ট সময়ে দাখিল করতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে দুই শতাংশ হারে জরিমানা দিতে হয়।

স্টকমার্কেটবিডি.কম//

বিডিকম অনলাইনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৩ টাকা। এর পর দর বেড়ে আজ ১৯ সেপ্টেম্বর ৪৩.৮০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে এই শেয়ারের দর।

সর্বশেষ ৪ কার্যদিবসে শেয়ারটির দর টানা বেড়েছে। শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে বিডিকম অনলাইনের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৭৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪০ কোটি ৫ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড ৯০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই হসপিটাল রিকুইজিটির ৮২ কোটি ৪০ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৫৩ কোটি ১ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ৫২ কোটি ১৭ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৪০ কোটি ২৫ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ৩৮ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩২ কোটি ১ লাখ ও আরডি ফুডসের ৩০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  5. শাইনপুকুর সিরামিকস
  6. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  9. জেনেক্স ইনফোসিস
  10. আরডি ফুডস লিমিটেড।

ডিএসইতে লেনদেন দুই হাজার কোটি টাকার কাছাকাছি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়ে দুই হাজার কোটি টাকার কাছাকাছি হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬০০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪০৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৮৯ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮১৩ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৫টির, আর দর অপরিবর্তিত আছে ১২৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন , জেএমআই হসপিটাল রিকুইজিটি, শাইনপুকুর সিরামিকস, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, লাফার্জ হোলসিম বিডি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস ও আরডি ফুডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৯৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জিপিএইচ ইস্পাত ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

এডিএন টেলিকম মার্জিনধারীদের তথ্য চায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ১৩ অক্টোবরের মধ্যে এই তালিকা কোম্পানির শেয়ার অফিস পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআ

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১৪ লাখ ৪৬ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, একেএম শহীদরেজা নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১৪ লাখ ৪৬ হাজার শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্যাংক খাতে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে আইসিসিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যাংক কর্মকর্তাদের জন্য ব্যাংক খাতের চলমান নানা বৈশ্বিক ইস্যুতে সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)। আইসিসিবি ব্যাংকিং কমিশন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। সম্প্রতি কমিশনের এক বৈঠকে দেশের ব্যাংক খাতের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসংক্রান্ত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সালের জন্য আইসিসি বাংলাদেশের কর্মপরিকল্পনাও প্রস্তুত করেছে কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন আইসিবি ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী।

বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, আইসিসিবি ব্যাংকিং কমিশনের সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, সামিট অ্যালায়েন্স পোর্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলী জওহর রিজভী, ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান।

স্টকমার্কেটবিডি.কম///