ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৫৪ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ সেপ্টেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৫৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৭৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৮ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১১ থেকে ১৫ সেপ্টেম্বর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৫৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করে ১৪.৭১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৫ পয়েন্ট বা ১.০১ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৪০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১১৩৬ কোটি ৩৩ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড ৪৭৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  জেএমআই হসপিটাল রিকুইজিটি ৩৫৮ কোটি ৩ লাখ, লাফার্জ হোলসিম বিডির ২৪২ কোটি ৯১ লাখ, ইউনিক হোটেলের ২০২ কোটি ৮০ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ১৯৭ কোটি ৬০ লাখ, একমি ল্যাবরেটরিজের ১৯৭ কোটি ৫৬ লাখ, শাইন পুকুর সিরামিকসের ১৯১ কোটি ৭৩ লাখ ও শাহজিবাজার পাওয়ার লিমিটেডের ১৮৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে বাজার মূলধন বেড়েছে ২৬০০ কোটি কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২৬০০ কোটি টাকা বেড়েছে। এসপ্তাহে সেখানে লেনদেন বাড়লেও সূচক কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪২.৭৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২০২২ কোটি ৭ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১,৪১৬ কোটি ৫৮ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২ ৪২.৭৪ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৯.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৬৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ১০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২০ হাজার ১২৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২৬১৬ কোটি টাকা বা ০.৫০ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

স্টক এক্সচেঞ্জে আবারও প্রি-ওপেনিং সেশন চালু হচ্ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবারের প্রি-ওপেনিং সেশন থাকবে ৫ মিনিটের জন্য।

আগামী ২৫ সেপ্টেম্বর (রবিবার) থেকে এ প্রি-ওপেনিং সেশন কার্যকর হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশ জারি করে বিএসইসি।

নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। আর লেনদেন যথা নিয়মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত।

চলতি বছরের ১৯ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট।

স্টকমার্কেটবিডি.কম///