২০২৫ সালে বাজার ৫০ শতাংশে উন্নীত করা সম্ভব: বিএসইসি কমিশনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম বলেছেন, আমদের যে মার্কেট ক্যাপিটাল- আমি বিশ্বাস করি ২০২৫ সালে জিডিপির সাথে তাল মিলিয়ে এটাকে ৫০ শতাংশে উন্নীত করা সম্ভব।

তিনি বলেন, আমাদের মার্কেট প্যানিট্রেশন বর্তমানে ২ শতাংশ, কোনো কোনো দেশে তা ৫৮-৬০ শতাংশ। আমাদের জিডিপির তুলনায় মার্কেট ক্যাপের পরিমান ২৭ শতাংশ। ভারতসহ অন্যান্য দেশে তার পরিমাণ অনেক বেশি। এখানে আমরা একটি অসম্পৃক্ত অবস্থায় রয়েছি। তাই এই বাজারে মার্কেট ক্যাপ এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর ব্যপক সুযোগ রয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিনটেক কীভাবে বিনিয়োগ ব্যবস্থাপনার পরবর্তী দশককে রূপ দিতে পারে’ শীর্ষক এই ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম বলেন, বিশ্ব ব্যাংকের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের জিডিপি ট্যু মার্কেট ক্যাপ ২৭ শতাংশ, এবং আমাদের জিডিপির সাইজ ৪ শত ১৬ বিলিয়ন মার্কিন ডলারের একটু বেশি। আমাদের অর্থনীতির যে ক্রমবর্ধমান ধারা আমরা লক্ষ্য করছি তাতে আমরা আশা করছি ২০২৫ সাল নাগাদ আমাদের জিডিপির সাইজ ৬০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে। আমরা যদি সে সময় আমাদের জিডিপি মার্কেট ক্যাপের ৫০ শতাংশেও নিতে চাই তাহলে তা ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি হবে। অর্থাৎ টাকার হিসাবে এটি প্রায় ৩০ লাখ কোটি টাকা। অর্থাৎ বর্তমান শেয়ারবাজারের আকারের প্রায় তিনগুন।

তিনি আরও বলেন, এখন প্রশ্ন হচ্ছে আমরা এই অবস্থার জন্য কতোটুকু প্রস্তুত? শুধু পৌছানোর স্বপ্নের কথা বললে হবে না। আমাদের প্রস্তুতি কতোটুকু সেই বিষয়েটিও খেয়াল রাখতে হবে। পুঁজিবাজারে অসংখ্য খেলোয়াড়। বিএসইসি এখানে নিয়ন্ত্রণক সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। এর বাহিরে ডিএসই, সিএসই, সিডিবিএস, সিসিবিএল রয়েছে। রয়েছে বিভিন্ন ধরণের তালিকাভুক্ত প্রতিষ্ঠানও। এছাড়াও সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং বৈশ্বিক অর্থনীতি সবকিছুরই প্রভাব এই বাজারে রয়েছে।

বিএসইসির এই কমিশনার বলেন, আমাদের শেয়ারবাজার মূলত ইক্যুইটি নির্ভর। এখানে বন্ড রয়েছে, এখানে গভার্মেন্ট বন্ড রয়েছে। মিউচুয়াল ফান্ড, সুকুক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি মার্কেটও চালু করার চিন্তা ভাবনা করছে। আরও অনেক প্রডাক্ট এই বাজারে রয়েছে বা আসছে। কিন্তু বাজারে তার অবদান এখনো তুলনামূলক ভাবে কম।

এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে ডিএসইর সিওও সাইফুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী এবং ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি’রোজারিও।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিএর সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, সিএফএ।

স্টকমার্কেটবিডি.কম//

নভেম্বরের আগে কমছে না লোডশেডিং : নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী নভেম্বর মাসের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলেই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই। এই মাসটা (অক্টোবর) একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে আরেকটু ভালো হবে।’

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নসরুল হামিদ বলেন, ‘লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্লান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এ জন্য লোড শেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোড শেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ আমরা গ্যাস আনতে পারিনি। ’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ বিশ্ব পরিস্থিতি আবার অন্য রকম করে ফেলে।’ চাহিদা বেড়ে যাওয়ায় এখন ইন্ডাস্ট্রিতে গ্যাস দিচ্ছেন বলেও জানান নসরুল হামিদ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মাসটা (অক্টোবর) একটু কষ্ট করতে হবে। সামনের মাস থেকে আরেকটু ভালো হবে বলে আশা প্রতিমন্ত্রীর।

স্টকমার্কেটবিডি.কম//

৩৩১ জুয়ার সাইট বন্ধ করেছে বিটিআরসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি ৩৩১টি অনলাইন জুয়ার সাইট বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘ডিজিটাল নিরাপত্তা সেল’। সেলটির নিয়মিত নজরদারির অংশ হিসেবে এসব অবৈধ সাইট বন্ধ করা হয়।

এছাড়া, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন ‘গুগল’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি গুগল অ্যাপস বন্ধের জন্য রিপোর্ট করা হলে এরই মধ্যে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপস বন্ধ করেছে এবং অবশিষ্ট অ্যাপস বন্ধের জন্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপসের প্রচার এবং অনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ায় এ ধরনের ২৭টি ফেসবুক লিংক এবং ৬৯টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করা হলে কর্তৃপক্ষের মাধ্যমে ১৭টি ফেসবুক লিংক ও ১৭টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে। অবশিষ্ট লিংক বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্টকমার্কেটবিডি.কম//

২৮৬ কোটি টাকা কেনাকাটা করবে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২৮৬ কোটি টাকার কেনাকাটার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এ খরচের অর্ধেকের বেশি অর্থ ব্যয় হবে প্রযুক্তি সংশ্লিষ্ট কেনাকাটায়। প্রযুক্তির উন্নয়নকে গুরুত্ব দিতে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই অর্থবছরে কম্পিউটার, নেটওয়ার্কিং ও সফটওয়্যার কেনা বাবদ প্রতিষ্ঠানটি ব্যয় করবে ৭৮ কোটি ১৬ লাখ টাকা। চলতি বছর একক খাত হিসেবে এই বাবদই সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এরপর সবচেয়ে বেশি অর্থ খরচ করা হবে সরঞ্জাম কেনাকাটায়। তড়িৎ, যান্ত্রিক, নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনাকাটায় খরচ ধরা হয়েছে ১৫৩ কোটি টাকা।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘প্রযুক্তি উন্নয়নে ব্যয় একটি চলমান প্রক্রিয়া। সময়ের বিবেচনায় এটা গুরুত্বপূর্ণও বটে। তবে যে ধরনের উন্নয়ন বা ব্যয় পরিকল্পনা করা হোক না কেন, তা হতে হবে বাস্তবসম্মত। পাশাপাশি যথাযথ বাস্তবায়নই মূল উদ্দেশ্য হওয়া উচিত।

প্রযুক্তি খাত ও সরঞ্জাম কেনাকাটার বাইরে বিভিন্ন প্রকল্প খাতে খরচ ধরা হয়েছে ৫০ কোটি টাকা। আর কর্মস্থল ও বাসস্থান বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ কোটি টাকা। এর বাইরে সংস্থাটি আসবাব কেনার জন্য ৫ কোটি ৬০ লাখ ও যানবাহন ক্রয়ে ৭ কোটি ২১ লাখ বরাদ্দ রেখেছে। মোটাদাগে ১১টি খাতে ২৮৬ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুনের মধ্যে এ অর্থ খরচ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম//

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স আজ সোমবার অর্থনীতিবিদ বেন এস. বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিগভিগকে এ বছরের নোবেল অর্থনীতি পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশ সময় সোমবার বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের নাম ঘোষণা করা হয়।

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন তারা, যা আগামী ১০ ডিসেম্বর হস্তান্তর করার কথা রয়েছে।

এ বছরের বিজয়ীদের গবেষণা অর্থনৈতিক বিজ্ঞানে সমাজের জন্য গুরুতর পরিণতির সঙ্গে দীর্ঘমেয়াদী বিষন্নতায় পরিণত হওয়ার ঝুঁকি হ্রাস করবে। এটি আমাদের সকলের জন্য অনেক উপকারী।

গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। আজ অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শেষ হলো।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার। ’

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে।

গত বছরও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৩ জন। তারা হলেন- ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১১৫ কোটি ৪৫ লাখ টাকার।

সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড ৮১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসির ৪৯ কোটি ৪৯ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ৩৪ কোটি ৪৭ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ৩২ কোটি ৩১ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২৮ কোটি ৯৫ লাখ, শাইনপুকুর সিরামিকসের ২৮ কোটি ৮৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ২৬ কোটি ৭ লাখ ও ইন্ট্রাকো রি ফুয়েলিংর ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. ওরিয়ন ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. সোনালী পেপার এন্ড বোর্ড
  4. আইপিডিসি
  5. ইষ্টার্ণ হাউজিং
  6. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  7. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  8. শাইনপুকুর সিরামিকস
  9. ওরিয়ন ইনফিউশন
  10. ইন্ট্রাকো রি ফুয়েলিং লিমিটেড।

দিনশেষে লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৪৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২৭.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪১৭ কোটি ৫২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৬৯ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৮২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, সোনালী পেপার এন্ড বোর্ড, আইপিডিসি, ইষ্টার্ণ হাউজিং, জেএমআই হসপিটাল রিকুইজিটি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ইনফিউশন ও ইন্ট্রাকো রি ফুয়েলিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৮২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১১৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৯১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও মুনুস্ফল পেপার মিল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাঈদ মুঞ্জর এলাহী নামে এক উদ্দ্যোক্তা ব্যাংকটির মোট ২ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

চট্টগ্রামে ৭ম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নগরের আউটার স্টেডিয়ামে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়াজনে সপ্তম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।

সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জাসীম উদ্দীন চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেলার আহ্বায়ক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু সামাদ লাবু।

প্রায় ৮৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, শিশুদের জন্য থাকছে কিডস জোন। মেলায় ২০০টি স্টল বসছে।

স্টকমার্কেটবিডি.কম//