জাহিন স্পিনিংয়ের নো ডেভিডেন্ড ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ১.২৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪.৯৭ টাকা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

চেকে শেয়ার কেনা যাবে, বিএসইসির নির্দেশনা জারী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবশেষে শেয়ারবাজারে শেয়ার কেনায় চেক নগদায়ন সংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। কিছু শর্ত আরোপ করে চেকে শেয়ার কেনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিএসইসি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

ফলে এখন থেকে ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকে চেক দিয়ে তার বিপরীতে শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। চেকের পাশাপাশি ব্যাংকের ডিমান্ড ড্রাফট (ডিডি) বা পে-অর্ডারের বিপরীতেও শেয়ার কেনা যাবে।

সূত্র অনুসারে, গ্রাহক কোনো চেক, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের বিপরীতে শেয়ার কিনলে ওই দিনই অথবা তার পরবর্তী দিনে তা ব্যাংকে উপস্থাপন করতে হবে। যদ কোনো ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক তা না করে বা করতে ব্যর্থ হয় তাহলে পরবর্তী এক বছরের জন্য ওই প্রতিষ্ঠান আইপিও/আরপিও ও রাইট শেয়ারের কোটা থেকে বঞ্চিত হবে।

যদি গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকা বা অন্য কোনো কারণে ওই চেক পাশ না হয়, তাহলে তার দায় সংশ্লিষ্ট ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকের উপর বর্তাবে। ওই ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকারকে নিজস্ব ব্যাংক হিসাব থেকে সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানের সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টে জমা করতে হবে। ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক তা না করে বা করতে ব্যর্থ হয় তাহলে পরবর্তী এক বছরের জন্য ওই প্রতিষ্ঠান আইপিও/আরপিও ও রাইট শেয়ারের কোটা থেকে বঞ্চিত হবে। এর বাইরেও আইন অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম////

ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেন পদ্মা সেতু পর্যন্ত গেছে। ট্রেনটি ৩২ কিলোমিটার দূরে পদ্মা সেতু সংলগ্ন এলাকার উদ্দেশে রওনা দেয়।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতুর উদ্দেশ্যে ছেড়ে যায়। ৩২ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা পৌনে ১টার দিকে ট্রেনটি পদ্মা স্টেশন পার হয়ে ভায়াডাক্টে যায়।

ভাঙ্গা সেটশনের স্টেশন ব্যবস্থাপক মো. শাহজাহান বলেন, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক ট্রেনটি মঙ্গলবার ভাঙ্গা থেকে যাত্রা শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর ১টার দিকে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায়। পরীক্ষামূলক ট্রেনটি সেখানে অবস্থান করছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি রেল ইঞ্জিন বিশেষ। বাংলাদেশ সেনাবাহিনী সিএসসি (কনট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট) এর সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ‘র্ডপ’ এটি বাস্তবায়ন করছে।

স্টকমার্কেটবিডি.কম////

প্রতি কেজি চাল ৪২, ধান ২৮ টাকায় কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন আমন মৌসুমে ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে সরকার। প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এসময় কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

মবিল যমুনার পরিচালকের শেয়ার গ্রহণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি মবিল যমুনা বিডি লিমিটেডের এক মনোনীত পরিচালক শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক আজম জে চৌধুরী ১ লাখ ৩০ হাজার শেয়ার প্লেসমেন্ট শেয়ারহোল্ডার মৃত মেরিনা ইয়াসমিন চৌধুরী নিকট হতে গ্রহণ করবে।

নমিনী হিসাবে এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২%

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত এক বছরে দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন ৬২.৩২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বৈদেশিক বাণিজ্যে পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য বেশি দেখানো বা ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থপাচার হচ্ছে।

বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রকাশিত ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, কোনো কোনো আমদানি পণ্যে ২০ থেকে ২০০ শতাংশ ওভার ইনভয়েসিং হয়েছে। একই সঙ্গে গাড়ি আমদানিতে দাম কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ, বিএফআইইউ পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক কামাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে আট হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন বা এসটিআর জমা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা ৬২.৩২ শতাংশ বেশি। এর আগে ২০১৯-২০ অর্থবছরে এমন লেনদেন ও কার্যক্রম হয়েছিল তিন হাজার ৬৭৫টি। ২০১৮-১৯ অর্থবছরে এ সংখ্যা ছিল তিন হাজার ৫৭৩টি। তবে সন্দেহজনক এসব লেনদেনে কী পরিমাণ অর্থপাচার হয়েছে, তার কোনো তথ্য নেই বলে জানিয়েছে বিআইএফইউ।

বিএফআইইউ জানায়, ২০২১-২২ অর্থবছরে এমন সন্দেহজনক লেনদেন হয়েছে আট হাজার ৫৭১টি, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় তিন হাজার ২৯১টি বা ৬২.৩২ শতাংশ বেশি। ওই অর্থবছরে এই সংখ্যা ছিল পাঁচ হাজার ২৮০টি। সংস্থাটি জানায়, গত অর্থবছরে মোট আট হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। টাকার অঙ্কে এ লেনদেনের পরিমাণ ২১ লাখ ১১ হাজার ৩০০ কোটি টাকা।

আর্থিক গোয়েন্দারা বলছেন, আয়ের সঙ্গে সংগতি নেই এমন লেনদেনকে সন্দেহজনক হিসেবে আখ্যায়িত করা হয়।
চাকরিজীবী কিংবা যেকোনো পেশার মানুষ যদি বেতন কিংবা তাঁর আয়ের চেয়ে অনেক বেশি টাকা ঘুষ-দুর্নীতিসহ নানা উপায়ে আয় করে ব্যাংকে লেনদেন করেন, তখন তাকে অস্বাভাবিক হিসেবে ধরা হয়।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী, ১০ লাখ টাকা বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা জমা বা উত্তোলন করলে তা ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট বা সিটিআর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে।

স্টকমার্কেটবিডি.কম//

স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কম, বেড়েছে বিদেশি : বিডা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত অর্থবছরের একই সময়ের চেয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৪ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ প্রস্তাব এসেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। তবে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কমেছে। গতকাল সোমবার বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডার তথ্যমতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকে মোট ২২৩টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ১৯৮টি শিল্প ইউনিটে স্থানীয়, ৯টিতে শতভাগ বিদেশি এবং ১৬টিতে যৌথ বিনিয়োগ এসেছে। এসব প্রতিষ্ঠানে মোট ৩১ হাজার ৬১০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এ সময়ে বিদেশিরা ১৭ হাজার ৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ৮১০ শতাংশ বেশি। তবে বিপরীত চিত্র দেখা গেছে স্থানীয় বিনিয়োগ প্রস্তাবের ক্ষেত্রে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশীয় উদ্যোক্তারা ১৪ হাজার ৫৩০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগের জন্য প্রস্তাব দিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৮২ শতাংশ কম।

ওএসএস পোর্টালে আরও পাঁচ সেবা : বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস পোর্টালে আরও পাঁচটি নতুন সেবা যুক্ত হয়েছে। গতকাল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এর উদ্বোধন করেন। নতুন পাঁচটি সেবার মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দুটি, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের একটি এবং রাজউকের একটি সেবা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

আমরা টেকনোলজিসের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা যায়, বোর্ড সভাটি আগামী ৫ নভেম্বর বেলা ৪ রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

গত ২৮ অক্টোবর এই বোর্ড সভা হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ বশত সভাটি স্থগিত করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি