আমরা টেকনোলজিসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ৬ শতাংশ বোনাস।

শনিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম///

তিস্তা প্রকল্প নিয়ে ভূরাজনৈতিক চাপ আছে : চীনা রাষ্ট্রদূত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, তিস্তা প্রকল্প ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর। এ প্রকল্প নিয়ে বাংলাদশের ওপর ভূরাজনৈতিক চাপ আছে। তবে এটি বাংলাদেশের ইচ্ছার বিষয়, বাংলাদেশ চাইলে চীন তিস্তা প্রকল্পের উদ্যোগ নিবে। আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের আয়োজনে চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস পরবর্তী সেমিনারের বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রশ্নত্তোর পর্বে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ আমাদেরকে প্রস্তাব দিয়েছে। ফলে বাংলাদেশের পানি সমস্যার সমাধানের বিষয়টি মাথায় রেখে চীন তিস্তা প্রকল্প করতে ইচ্ছুক। আমরা হাজার বছর ধরে পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। ‘

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নের জবাবে লি জিমিং বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন। আমাদের বৈঠকের পর গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার উভয়েই চীনের বন্ধু, ফলে এই সংকটের একটি বন্ধুত্বপূর্ণ সমাধান চীনের লক্ষ্য। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দ্রুত ঘটুক এটা অনেকেই চায় না। তাদের বাণিজ্যিক স্বার্থ এখানে জড়িত। ‘

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের দেশগুলো যথাযথ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী চীন। যুদ্ধ বন্ধের উদ্যোগের বিপরীতে অনেক দেশ নিজেদের ব্যবসার হিসাব করছেন, জ্বালানী সংকট এর প্রমাণ। এই সংকটের ফলে এশিয়ান দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। ‘

সেমিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা চীনের প্রতিশ্রুতি, তারা শান্তি চায়। অর্থনৈতিক সম্বৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে তারা বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেও চীন ব্যাপকভাবে ভূমিকা রাখছে। ‘

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া। উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উপদেষ্টা খালেকুজ্জামানসহ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম///

আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে এখন সবকিছুরই দাম বেশি। যার ধাক্কাটা বাংলাদেশে এসেও লেগেছে। মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই আমাদেরও রিজার্ভের টাকা ব্যবহার করে চলতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের জন্য সব কিছুর দাম বাড়ছে। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে। ’

তিনি বলেন, ‘সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরো উৎপাদন বাড়াতে হব। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি। ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। ’

এ সময় তিনি আরো বলেন, ‘করোনাযুদ্ধ সফলভাবে পাড়ি দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতেও সক্ষম হয়েছি আমরা। আমরা বিনা পয়সায় সবাইকে কভিডের টিকা দিয়েছি রিজার্ভ ব্যবহার করে। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। ’

স্টকমার্কেটবিডি.কম///

 

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.৮৮ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৮৮ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৭২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৮৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২৩ থেকে ২৭ অক্টোবর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৭২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪০৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৭ লাখ টাকার।

নাভানা ফার্মা লিমিটেড ২১২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ইষ্টার্ণ হাউজিংর ২১০ কোটি ৮১ লাখ, জেনেক্স ইনফোসিসের ২১০ কোটি ৬৮ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ২০৩ কোটি ১৬ লাখ, ইন্ট্রাকোর ১৬৮ কোটি ১০ লাখ, বাংলাদেশ শিপিং করপােরেশনের ১৬৩ কোটি ৩৬ লাখ, সী পার্লসের ১৫৮ কোটি ৮২ লাখ ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ১২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ কার্যদিবসে ডিএসই’র মূলধন বেড়েছে ৪৮০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৪৮০০ কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে লেনদেন বাড়লেও সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭২ কোটি ৭০লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫২.৭২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১০৯৪ কোটি ৫৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১৬ কোটি ৭০ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৫২.৭২ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪১০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৫২ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০১ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২১টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২২টির শেয়ার ও ইউনিটের দর। আর ৯টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪৮৩৩ কোটি টাকা বা ০.৬৩ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

আমরা টেকনোলজিসের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা যায়, বোর্ড সভাটি আজ ৫ নভেম্বর বেলা ৪ রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

গত ২৮ অক্টোবর এই বোর্ড সভা হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ বশত সভাটি স্থগিত করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি