ইস্টার্ণ ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা।

আগামী ৩০ জানুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

এটলাস বাংলাদেশের নো ডেভিডেন্ড ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১২৬ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ড সভাশ সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৩ টাকা ২৭ পয়সা আয় হয়েছিল।

আগামী ২১ জানুয়রি কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম///

শেয়ারবাজারে ১৫ নভেম্বর থেকে নতুন সূচিতে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালিত হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

নতুন সূচি অনুসারে, সকাল ১০ টা ৩০ মিনিটে লেনদেন শুরু হবে। আর তা চলবে বিকাল ২টা ৫০ মিনিট পর্যন্ত।

সূত্র অনুসারে, সকাল ১০ টা ২৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত প্রি-ওপেনিং সেশন। আর ২ টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত হবে পোস্ট ক্লোজিং সেশন।

ব্যাংকে লেনদেনের সময়সূচীতে পরিবর্তন আসায় তার সাথ মিল রেখে শেয়ারবাজারের লেনদেন সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুসারে, ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, আর তা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

স্টকমার্কেটবিডি.কম///

অক্টোবরে মূল্যস্ফীতি ৮.৯১ শতাংশ : বিবিএস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরপর ২ মাস ৯ শতাংশের ওপরে থাকার পর অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৯ শতাংশের নিচে নেমেছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাস শেষে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ১০ ও আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশে। আজ মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

মূল্যস্ফীতির তথ্য-উপাত্ত হিসাব করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। সংস্থাটির হিসাবে, গত মাসে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে খাদ্যবহির্ভূত খাতে। এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি কমে গত মাসে। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে সাড়ে ৮ শতাংশে। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি কমে যাওয়ায় গত মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে সংশ্লিষ্টরা জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সার্বিক মূল্যস্ফীতি অক্টোবর মাসে কমেছে। এখন মূল্যস্ফীতি কমার প্রবণতায় রয়েছে। তবে কেন মূল্যস্ফীতি কমছে, সেই ব্যাখ্যা মন্ত্রী দেননি।

স্টকমার্কেটবিডি.কম///

২৫ কেজি সোনা বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিলামের মাধ্যমে ২৫ কেজি সোনা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়। মোট ২৫ কেজি বা ২ হাজার ১৭০ ভরি সোনা বিক্রির প্রক্রিয়াটি চলতি মাসেই শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আগ্রহী সনদপ্রাপ্ত স্বর্ণ ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই হাজার টাকা জমা (অফেরতযোগ্য) দিয়ে দরপত্র শিডিউল ক্রয় করতে পারবেন।

পরে যাচাই-বাছাই করে নিলামে অংশ নেওয়ার জন্য যোগ্যদের তালিকা করা হবে। নিলাম নিয়ে মতিঝিল কার্যালয় চলতি মাসের শুরুতে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল।

বিমানবন্দর এবং অবৈধ বা চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে সোনা জব্দ করে থাকে গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তর। জব্দ করা এসব সোনা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে। মামলা নিষ্পত্তির পর রায় সরকারের অনুকূলে গেলে পরে সেসব সোনা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অস্থায়ী খাতে প্রায় ২ হাজার ৯০০ কেজি সোনা রয়েছে। আর স্থায়ী খাতে রয়েছে ১৫৯ কেজি সোনা রয়েছে। স্থায়ী খাতের এ সোনা থেকে ২৫ কেজি সোনা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সোনার বাজার ও জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতা ফেরাতে একটি বাণিজ্যিক ব্যাংকসহ ১৯টি প্রতিষ্ঠানকে সোনা আমদানির লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

দেশে কোনো ডলার সংকট নেই : পররাষ্ট্রমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে কোনো ডলার সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, অর্থ পাচার বন্ধ করতে আমদানি-রফতানিতে এলসি দিতে সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

মঙ্গলবার দুপুরে বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের জ্বালানি সমস্যা ও সমাধান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেল নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। কারণ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতারসহ বেশ কয়েকটি দেশের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা প্রত্যেকে আমাদের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দিতে চেয়েছে।

তিনি বলেন, আগে আমাদের সোর্স কান্ট্রি কম ছিল। কিন্তু বর্তমান সরকার বিষয়টি নিয়ে কাজ করেছে। এখন আমাদর সোর্স কান্ট্রি অনেক। তাই এখনই আমরা এ বিষয়ে খুব বেশি চিন্তিত নই। এমনকি কয়েকদিন আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী (ওয়াং ইকে) এসেছিলেন, স্বপ্রণোদিত হয়ে বলে গেছেন, ‘তোমাদের গ্যাসের সমস্যা হলে আমরা দেবো’।

মন্ত্রী বলেন, গ্যাসের জন্য আমাদের বাইরের দেশের প্রতি নির্ভর করতে হয়। কিন্তু আমাদের সোর্স নিয়ে অভাব হবে না। কারণ আমরা এটি নিয়ে কাজ করেছি। অনেকগুলো দেশের সাথে এ বিষয়ে আমাদের আলাপ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

সৌদি আরামকোর সঙ্গে চীনা কোম্পানির চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জ্বালানি তেল কিনতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর সঙ্গে চুক্তি করেছে চীনের বেসরকারি তেল শোধনাগার ঝেজিয়াং পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল কোম্পানি (জেডপিসি)। এ চুক্তির আওতায় চীন ৭৮ লাখ ৮০ হাজার ব্যারেল বা ১০ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল কিনবে। চীনা পত্রিকা ঝুশান ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শনিবার সাংহাইয়ে পঞ্চম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো শুরু হয়েছে। সেখানে সাড়ে ৭৩ কোটি ডলারের এ চুক্তি সই হয়েছে। তবে কবে নাগাদ চুক্তির কার্যক্রম শুরু হবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তেল ক্রয়ের চুক্তির বিষয়টি জেডপিসি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে সৌদি আরামকো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে জেডপিসি ২ কোটি ৬৫ লাখ টনের বেশি ক্রুড পরিশোধন করে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে চীনসহ বিশ্বের অনেক দেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহে সচেষ্ট হয়। তারা সরাসরি রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনেছে। আবার এখন সৌদি আরবের কাছ থেকে তেল কিনছে।

সম্প্রতি জানা গেছে, সৌদি আরব সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর সফর ঘিরে একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এসব কথা জানান। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বিশ্লেষণ, এই সফরে সৌদি আরবের সঙ্গে চীনের জ্বালানি বাণিজ্য আরও দৃঢ় ভিত্তি লাভ করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম///