রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১৫ ডিএমডিকে বদলি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি করা হয়েছে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে বদলি করে সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের ডিএমডি খান ইকবাল হোসেনকে বদলি করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে।

সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাসকে একই ব্যাংকের ডিএমডি (ইনসিটু) হিসেবে রাখা হয়েছে। জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংকের দেলওয়ারা বেগমকে রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ডিএমডি (ইনসিটু) আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে একই প্রতিষ্ঠানের ডিএমডি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. জাহাঙ্গীর হোসেন একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। বেসিক ব্যাংকের খান ইকবাল হাসানকে পাঠানো হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকে। রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) কাজী মো. ওয়াহিদুল ইসলামকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) তাহমিনা আখতারকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মেহের সুলতানাকে ওই ব্যাংকেরই ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের পারসুমা আলমকে সোনালী ব্যাংকে, বেসিক ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. আবুল কালাম আজাদকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংক ডিএমডি (ইনসিটু) শ্যামল কৃষ্ণ সাহাকে অগ্রণী ব্যাংকের ডিএমডি এবং রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. গোলাম মরতুজাকে জনতা ব্যাংকের ডিএমডি পদে বদলি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ডিম আমদানি বন্ধসহ ৭ দফা দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ডিমের চাহিদার থেকে অতিরিক্ত উৎপাদন থাকার পরও ডিম আমদানি করতে চায় এমন আমদানিকারকদের অনুমতি না দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘ডিম আমদানি বন্ধ করুন, দেশের প্রান্তিক খামারিদের রক্ষা করুন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ডিম আমদানি বন্ধের বিষয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘দেশে ডিম ও মাংসের কোনো সংকট নেই। দেশে সাড়ে চার কোটি ডিমের চাহিদা রয়েছে। যেখানে উৎপাদন হচ্ছে পাঁচ কোটি। বাজারে চাহিদা কম থাকায় খামারিরা ডিম ও মুরগি বিক্রি করতে পারছেন না। সেখানে কিছু অসাধু আমদানিকারক ডিম আমদানি করার পাঁয়তারা করছেন। তারা ডিম আমদানির নামে কালো টাকা সাদা করার পাঁয়তারা করছেন। এছাড়া তারা সিন্ডিকেট করে প্রান্তিক খামারিদের ধ্বংসের পাঁয়তারা করছেন। ’

তিনি বলেন, প্রান্তিক খামারিদের একটি ডিম উৎপাদনে ফিড কিনতে খরচ হয় ৭০ থেকে ৮০ শতাংশ। খামারিরা উৎপাদন করতে না পারায় ফিড কোম্পানির ওপর নির্ভর করতে হয়। সেখানে ফিড উৎপাদনকারী কোম্পানিগুলো সিন্ডিকেট করে বছরে প্রায় তিন হাজার কোটি টাকা লোপাট করছে। বাজারের মূল্য যাই থাকুক না কেনো তারা অতিরিক্ত দাম দিয়ে কাঁচামাল ক্রয় দেখিয়ে ও গুদামজাত করে প্রতিনিয়ত ফিডের দাম বাড়াচ্ছেন।

কোম্পানিগুলো পোল্ট্রি শিল্পের নিয়ন্ত্রণ নিয়ে বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে অভিযোগ করে সুমন হাওলাদার বলেন, ‘এখান থেকে উত্তরণের ব্যবস্থা করা না গেলে অল্প সময়ের মধ্যেই প্রান্তিক খামার বন্ধ হয়ে যাবে। তখন একদিকে যেমন লাখ লাখ মানুষ বেকার হবে অন্য দিকে প্রোটিন উৎপাদনে সংকট দেখা দেবে। কর্পোরেট বা ইন্ডাস্ট্রি আকারে গড়ে ওঠা পোল্ট্রি শিল্পের মালিকদের নিয়ন্ত্রণে চলে যাবে। সে ক্ষেত্রে তারা চড়া মূল্যে ডিম ও মাংস বিক্রি করতে থাকবে ফলে সাধারণ মানুষের পক্ষে প্রোটিন খাওয়া সম্ভব হবে না। পুষ্টিহীনতায় পড়বে দরিদ্র জনগোষ্ঠী।

অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা গেলে প্রান্তিক পোল্ট্রি খামারিরা টিকে থাকবেন। পাশাপাশি সস্তায় ডিম ও মাংস সাপ্লাই দিতে পারবেন। পাশাপাশি লাখ লাখ মানুষ কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবে।

সাত দফা দাবিগুলো হলো: অসাধু সিন্ডিকেট থেকে পোল্ট্রি সেক্টরকে রক্ষা করতে হবে। ডিম আমদানির পাঁয়তারা যারা করবেন তাদের অনুমতি দেওয়া যাবে না। খাদ্যের ওপর সরকারি ভর্তুকিসহ অন্যান্য সুযোগ বাড়িয়ে মূল্য কমাতে হবে। পোল্ট্রি নীতিমালা প্রণয়নসহ পোল্ট্রি বোর্ড গঠনের মাধ্যমে উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করে ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। সব খামারিদের নিবন্ধনের আওতায় আনতে হবে, নিবন্ধন ফি কমিয়ে আনতে হবে। সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত খামার মালিকদের প্রণোদনার ব্যবস্থা করা যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মজুমদার ও সৈয়দ মোহাম্মদ আলী।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮২ লাখ টাকার।

পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৬ কোটি ৩৩ লাখ, নাভানা ফার্মার ১৪ কোটি ৯৩ লাখ, সী পালর্স রিসোর্টের ১১ কোটি ৮১ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ১১ কোটি ৪২ লাখ, সামিট এলায়েন্সের ১১ কোটি ২ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৭ লাখ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লিবরা ইনফিউশনের ২৪টি ওষুধের দাম বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়েছে সরকার। হাইকোর্টে কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪টি ওষুধের মূল্য প্রায় ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে। টেকনিক্যাল সাব কমিটির সুপারিশের ভিত্তিতে মূল কমিটি এটা পুনঃনির্ধারণ করে দিয়েছে। তারা বলেছিল, বর্তমানে কাঁচামালের মূল্যসহ অন্যান্য খরচ বিবেচনা করে আমাদের সার্বিক নীতিমালা অনুসরণ করেই সর্বনিম্ন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

যেসব ঔষুধের দাম বাড়লো: লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম আগে ছিল ৬১ টাকা। বর্তমানে দাম বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। একই কোম্পানির ১০০০ মিলির কলেরা ৮৮ টাকার স্যালাইন ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ টাকার কলেরা স্যালাইন ১২২ টাকা, ৫০০ মিলির হাপটসম্যান সলিউশন ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, .০৯% সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা ৬৬ টাকা, ৭৪ টাকারটি ৮০ টাকা, ৮৯ টাকারটি ১০০ টাকা, ১০২টাকারটি ১১৫ টাকা, ১০% ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা, ৯৮ টাকারটি ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকারটি ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকার ৫% ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকারটি ৮৫ টাকা, ৮৬ টাকারটি ৯০ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকারটি ১০০ টাকা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

একনেকে ৪৮২৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চার হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ৩৪১ কোটি টাকা দুই লাখ টাকা।

বৈদেশিক অর্থায়ন দুই হাজার ২০৭ কোটি টাকা এবং নিজস্ব অর্থায়ন ২৭৮ কোটি ১৯ লাখ টাকা।

মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শের ই বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় একনেকের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী ও এমএ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।

অনুমোদিত প্রকল্পগুলো হলো, কুমিল্লা সড়ক বিভাগাধীন ৪টি জেলা মহাসড়ক যাথযথমান ও প্রসস্ততায় উন্নিতকরণ’ প্রকল্প, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৩ কোটি ৫২ লাখ টাকা। লেবুখালি-বাউফল-গলাচিপা-আমডাগাছিয়া জেলা মহাসড়কের ৭০তম কিলোমিটারে বরনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫২১ কোটি ২৬ লাখ টাকা। চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প হাতে নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/ঢাকা পরিবহন বিভাগ। ‘ট্রান্সপোর্ট মাস্টার প্লান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিট স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রান্সপোর্ট কন্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোপলিটিন এরিয়া (সিএসএ) নামে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬৩ লাখ টাকা। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫৮০ কোটি টাকা। এই চারটি প্রকল্পই নতুন।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেনেক্স ইনফোসিস
  2. ওরিয়ন ফার্মা
  3. পদ্মা লাইফ ইন্স্যুরেন্স
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. নাভানা ফার্মা
  6. সী পালর্স রিসোর্ট
  7. ইষ্টার্ণ হাউজিং
  8. সামিট এলায়েন্স
  9. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  10. ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড।

দিনশেষে সূচকের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেরোছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৩০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৫১ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬টির, আর দর অপরিবর্তিত আছে ২২৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, নাভানা ফার্মা, সী পালর্স রিসোর্ট, ইষ্টার্ণ হাউজিং, সামিট এলায়েন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৪.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

 

ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এখন মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরি হার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী বলেন, এই মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি ৭-এর কাছাকাছি থাকবে। আমাদের গুদামে ২ বিলিয়ন চাল আছে। মাঠে আমন আছে। সবজির উৎপাদন গত কয়েক বছরে ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক বেড়েছে। গরু, ছাগল, ভেড়া, হাস, মুরগি, ডিম ও দুধ- সবকিছুর উৎপাদন বেড়েছে।

তিনি আরো বলেন, ‘সরবরাহ চেইন ভালো আছে। আমাদের রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। ’

স্টকমার্কেটবিডি.কম////

বিশ্ববাজারে পানির দামে জ্বালানি তেল!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বৈশ্বিক অস্থিরতার কারণে সম্প্রতি বাংলাদেশের বাজারেও বেড়েছে জ্বালানির তেলের দাম। বর্তমানে দেশের বাজারে ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০৯ টাকা দরে। আর অকটেন ও পেট্রল বিক্রি হচ্ছে যথাক্রমে ১৩০ টাকা ও ১২৫ টাকা লিটার।

জ্বালানি তেলের এই দাম দেশের জনগণের জন্য অনেকটাই বেশি।

বাংলাদেশ আমদানি নির্ভর হওয়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারের এই দশা। কিন্তু সব দেশেই কি একই চিত্র? না তা নয়, বিশ্বে বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে জ্বালানি তেলের দাম পানির চেয়েও সস্তা।
তাহলে দেখে নেওয়া যাক, বিশ্বের কোথায় কোথায় সস্তায় জ্বালানি তেল পাওয়া যায়-

আপাতত কয়েকটি দেশের নাম উল্লেখ করা হচ্ছে, যেখানে জ্বালানি তেল বা গ্যাসোলিনের গড় দাম লিটার প্রতি ২ টাকা থেকে ৫ টাকার আশেপাশে। আবার কিছু এই জ্বালানি তেলের দাম ৪০ টাকার আশেপাশে।

আমেরিকার ভেনেজুয়েলায় ক্রুড অয়েলের বিপুল ভাণ্ডার রয়েছে। এখানে এক গ্যালন তেলের দাম ০.০৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬.১৭ টাকা মাত্র। এক গ্যালনে তেল থাকে ৩.৭৮ লিটার। সুতরাং ভেনেজুয়েলায় লিটার প্রতি তেলের দাম ১.৬৩ টাকা!

এছাড়াও লিবিয়া, ইরান, অ্যাঙ্গোলা, অ্যালজেরিয়া ও কুয়েতেও জ্বালানি তেল পাওয়া যায় খুব সস্তায়।

লিবিয়ায় এক গ্যালন তেলের দাম ০.১১ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১.৩০ টাকা। সে হিসেবে দেশটিতে এক লিটার জ্বালানি তেলের দাম ২.৯৮ টাকা।

ইরানে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ৫.৪৩ টাকা। আবার আলজেরিয়ায় লিটার প্রতি তেলের দাম ৩৩.৪৩ টাকা। কুয়েতে জ্বালানি তেলের ৩৪.৭৯ টাকা লিটার।

তুর্কমেনিস্তানে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ৪৪.০৪ টাকা।

মালয়েশিয়ায় এক লিটার জ্বালানি তেলের দাম ৪৪.৩১ টাকা।

নাইজেরিয়ায় লিটার প্রতি জ্বালানি তেলের দাম ৪৪.৮৫ টাকা।

মিশরে এক লিটার জ্বালানি তেলের দাম ৪৫.৬৭ টাকা।

পৃথিবীর বহু দেশে জ্বালানি তেলকে গ্যাসোলিন বলা হয়। নাম আলাদা হলে দুটি একই জিনিস। মার্কিন যুক্তরাষ্ট্রেও পেট্রোলকে গ্যাসোলিন বলা হয়। সূত্র: ফ্যাক্টর ফাইন্ডার্স

স্টকমার্কেটবিডি.কম///

এমবি ফার্মার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি