ইভ্যালির আটকে থাকা টাকার পরিমাণ জানতে চেয়ে চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকার পরিমাণ জানতে চেয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল। সেইসঙ্গে গ্রাহকের তালিকা চাওয়া হয়েছে। এসব তথ্য আগামী ১১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত চিঠিটি সম্প্রতি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, ‘ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ ও গ্রাহক তালিকা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’

স্টকমার্কেটবিডি.কম////

শেয়ারবাজার নিয়ে কাজ করছি ফলাফল পাবেন : শিবলী রুবাইয়াত

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ে কাজ করছি ফলাফল আপনারা পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (০৫ ডিসেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা দ্বায়িত্ব নেওয়ার পর করোনা মার্কেট বন্ধ ছিল। বন্ধ মার্কেট কিভাবে চালু করবো সেটা নিয়ে চিন্তিত ছিলাম চালু করি, সবার সহায়তায় ইনডেক্স ৭ হাজার আনতে সক্ষম হয়েছিলাম। তবে বাজার নিয়ে কাজ করছি ফলাফল আপনারা পাবেন।

তিনি আরও বলেন, আমাদের যখন নিজেদের কমোডিটি এক্সচেঞ্জ হয়ে যাবে, তখন আপনারা এখানে বসেই স্ক্রিনে দেখতে পাবেন ঘানায় আজকে চালের দাম কত। আরেক দেশে আজকে গম কততে বিক্রি হচ্ছে বা আমাদের গার্মেন্টেসের এই শার্টটি কোন দেশ কোন দামে কিনতে চায়। এখানে বসেই আমরা সারা পৃথিবীর নিজেদের বাজার এবং ওদের বাজার দেখতে পাবো। এই আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের আর সুযোগ থাকবে না। কারণ ওখানে ওয়ার্ল্ড মার্কেটিংয়ের প্রাইজ দেখে তখন মানুষ কেনাবেচা করবে। সুতরাং ইনফ্রেশনের কন্ট্রোল, ইনভয়েস নিয়ে খেলা এই বিভিন্ন রকমের অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে যে আজ আলোচনা করলাম এই সব কিছুই কিন্তু কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে অর্ধেক দূর হয়ে যাবে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের বিনিয়োগ শিক্ষা প্রয়োজন। এই শিক্ষার মাধ্যমে সবার বিনিয়োগ ক্ষমতা বাড়বে, এজন্য শিক্ষাটা জরুরি, বিনিয়োগ শিক্ষা ছাড়া এই মার্কেট ডেভেলপ করা কঠিন, আর্থিক খাত বুঝা লোকের অভাব রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বিএপিএলসির সাবেক সভাপতি আজম জে চৌধুরী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. মনিরুজ্জামান।

ইআরএফ সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্ব অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম রশিদুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম////

আইসিএমএবি ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ পেলো ইনডেক্স এগ্রো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসন অনুশীলনের জন্য ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজকে সম্মাননা দিলো ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর কাছ থেকে ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১’ গ্রহন করেন ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার।

আইসিএমএবি সভাপতি মামুনুর রশিদ এফসিএমএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ফেডারেশন অববাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিমউদ্দিন।

ইনডেক্স এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেন, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নির্ভর করে প্রাতিষ্ঠানিক সুশাসনের উপর।এবং আইসিএমএবি এর এই অ্যাওয়ার্ড ইনডেক্স গ্রুপের সকল প্রতিষ্ঠানের সক্ষমতার স্বীকৃতি ও আগামী দিনের পাথেয় হয়ে থাকবে।

ইনডেক্স এগ্রোসহ ১৭ টি ক্যাটাগরিতে ৬৫ টি প্রতিষ্ঠানকে বার্ষিক প্রতিবেদনে উল্লেখিত পারফরম্যান্স পর্যালোচনা করে এ পুরস্কার দিয়েছে আইসিএমএবি।

স্টকমার্কেটবিডি.কম////

নভেম্বরে ইএফডিতে ভ্যাট আদায় ৩২ কোটি ২৯ লাখ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের মাধ্যমে নভেম্বরে ভ্যাট এসেছে ৩২ কোটি ২৯ লাখ টাকা। দেশের পাঁচটি কমিশনারেটের (ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রাম) স্থাপন করা ইএফডি ও এসডিসির মাধ্যমে ৩১ লাখ ৭১ হাজার চালানের বিপরীতে এ পরিমাণ ভ্যাট আদায় করা হয়। গত অক্টোবরে ইএফডির মাধ্যমে ভ্যাট এসেছিল ৩০ কোটি ৪০ লাখ টাকা।

সোমবার এনবিআরের সম্মেলন কক্ষে ২৩তম ইএফডি লটারি ড্র উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান এ তথ্য জানান। এ সময় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনবিআর সদস্য (ভ্যাট নিরীক্ষা) ড. সহিদুল ইসলামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মইনুল খান বলেন, ইএফডি মেশিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে ব্যাপক হারে প্রচারের প্রয়োজন রয়েছে। গত মাসের তুলনায় ইনভয়েসিং ও রাজস্ব আদায় কিঞ্চিত বাড়লেও তা সন্তোষজনক নয়। এবিষয়ে কমিশনারেটদের আরও মনোযোগী হতে হবে। মনিটরিং অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, নভেম্বর মাসে ইএফডির মাধ্যমে ভ্যাট এসেছে ৩২ কোটি ২৯ লাখ টাকা। ৩১ লাখ ৭১ হাজার চালানের মাধ্যমে এ ভ্যাট আদায় হয়। অক্টোবর মাসে ৩১ লাখ ৮৯ হাজার চালানের বিপরীতে ৩০ কোটি ৪০লাখ টাকার ভ্যাট আদায় হয়। সেই হিসাবে গত মাসের তুলনায় ইএফডির রাজস্ব বেড়েছে মাত্র ৬ শতাংশ।

এর আগের সেপ্টেম্বর মাসে ইএফডির মাধ্যমে ভ্যাট আসে ২৯ কোটি ৯৭ লাখ টাকা। আগস্টে ইএফডির মাধ্যমে ভ্যাট এসেছিল ৩৭ কোটি ৬১ লাখ টাকা।

মইনুল খান বলেন, আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ শুরু হবে। এ সময়ে আমরা ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় নিয়ে আসব। আনতে পারলে রাজস্ব আরও বাড়বে। এজন্য এ খাতে স্বচ্ছ প্রক্রিয়া জোরদার করতে যাচ্ছি। পাশাপাশি আওতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে সোমবার ২৩তম লটারির ড্র অনুষ্ঠিত হয়। ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে। নভেম্বর মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এই লটারির ড্র হয়। নভেম্বরে লটারিতে প্রথম পুরষ্কার জিতেছে চট্টগ্রাম, দ্বিতীয় পুরষ্কার পেয়েছে ঢাকা দক্ষিণ। তৃতীয় পুরষ্কার- ঢাকা পশ্চিম একটি, ঢাকা উত্তর দুইটি, ঢাকা পূর্ব একটি ও চট্টগ্রাম একটি।

স্টকমার্কেটবিডি.কম////

খাদ্য উৎপাদন বাড়াবে সরকার: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে খাদ্য উৎপাদন, সংগ্রহ ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের জন্য নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী নেতৃত্বে বৈশ্বিক সংকট দৃঢ়ভাবে মোকাবিলা করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে খাদ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা মেটাতে অধিক ফসল উৎপাদনের জন্য মাটির স্বাস্থ্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা আবশ্যক। বাংলাদেশে দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় কৃষিই অন্যতম প্রধান নিয়ামক। কৃষি জনগণের খাদ্য ও পুষ্টি সরবরাহ, কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের কাঁচামাল সরবরাহের নিশ্চয়তা দেয়।

কৃষিমন্ত্রী বলেন, কৃষির গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনে কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। তিনি কৃষির উন্নয়নে কৃষকদের মাঝে খাসজমি বিতরণ, ভর্তুকি মূল্যে সার, কীটনাশক, উন্নত বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেন। এরই ধারাবাহিকতায় সরকারের যুগোপযোগী নীতি ও পদক্ষেপ নেওয়ার ফলে দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

মাটির সঠিক ব্যবহার সম্পর্কে তিনি বলেন, সুষ্ঠু মৃত্তিকা ব্যবস্থাপনার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট উপকূলীয় লবণাক্ত এলাকা ও পাহাড়ি এলাকায় স্বতন্ত্র দুটি গবেষণা কেন্দ্রসহ সারা দেশে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব গবেষণাকেন্দ্র থেকে উদ্ভাবিত প্রযুক্তি কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মৃত্তিকা দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মাটি: খাদ্যের সূচনা যেখানে’।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে বসুন্ধরা পেপার; ২য় জেনেক্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২৫ লাখ টাকার।

আমরা নেটওয়ার্কস লিমিটেড ১৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ওরিয়ন ফার্মার ১৭ কোটি ৬৪ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৫১ লাখ, নাভানা ফার্মার ৯ কোটি ৭৬ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৯ কোটি ৪৪ লাখ , বাংলাদেশ শিপিং করপােরেশনের ৯ কোটি ৩৪ লাখ, এডিএন টেলিকমের ৯ কোটি ২২ লাখ ও অগ্নি সিস্টেমস লিমিটেডের ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

নভেম্বর মাসে মূল্যস্ফীতি কমেছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮. ৯১ শতাংশ। যা গত সেপ্টেম্বরে ছিল ৯.১০ শতাংশ।

একই সাথে বেড়েছে মজুরি সূচক। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি সূচক বেড়েছে শুন্য দশমিক ৭ শতাংশ। নভেম্বরে মজুরি সূচক হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। অক্টোবরে মজুরি সূচক ছিল ৬.৯১ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৬.৮৬ শতাংশ।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, মূল্যস্ফীতি এখন কমতির দিকে। সামনের দিনে আরো কমার সম্ভাবনা আছে। এবারের দেশে আমনের ফলন বেশ ভালো হয়েছে। এর একটা প্রভাব মূল্যস্ফীতিতে থাকবে। আশা করি সামনের দিনে মূল্যস্ফীতি আরো কমবে।

স্টকমার্কেটবিডি.কম////

  1. বসুন্ধরা পেপার মিলস
  2. জেনেক্স ইনফোসিস
  3. আমরা নেটওয়ার্কস
  4. ওরিয়ন ফার্মা
  5. ওরিয়ন ইনফিউশন
  6. নাভানা ফার্মা
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. বাংলাদেশ শিপিং করপােরেশন
  9. এডিএন টেলিকম
  10. অগ্নি সিস্টেমস লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২১২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১৩ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৫টির, আর দর অপরিবর্তিত আছে ২২১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, বাংলাদেশ শিপিং করপােরশন, এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////