সরকারি গোডাউনে ১৬ লাখ টন খাবার মজুত আছে: খাদ্য সচিব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি গোডাউনে ১৬ লাখ টন খাবার মজুত আছে। তাই দেশে খাবার সংকট হবে না বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক মত বিনিময়কালে তিনি এ তথ্য জানান। মত বিনিময় সভায় তিনি খাদ্য বিলাসিতা ও অপচয় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম///

কক্সবাজারে রেললাইন চালু হচ্ছে জুনের মধ্যেই : রেলমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন চালু হবে। তখন সারা দেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে। আজ বৃহস্পতিবার এমনটাই জানালেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এদিন দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজারের আইকনিক স্টেশনে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় এটি স্বপ্ন ছিল এখন সেটা বাস্তবায়নের পথে। কক্সবাজারবাসী যেমন অপেক্ষায় রয়েছে তেমনি সারা দেশের মানুষ ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজার আসার জন্য অপেক্ষায় রয়েছে। কক্সবাজারে চলাচলের জন্য টুরিস্ট কোচের মতো উন্নত মানের কোচ দ্বারা ট্রেন চালানো হবে। এজন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫৪টি কোচ কেনা হবে যেগুলোর জানালা সুপ্রশস্ত। এতে মানুষ অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে।

কাজের অবগতি সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৬০ কিলোমিটার রেললাইন সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছর জুনের মধ্যে কাজ সম্পন্ন হবে।

মন্ত্রী এ সময় নির্মাণাধীন আইকনিক স্টেশন বিল্ডিংয়ের বিভিন্ন তলা ঘুরে দেখেন। আগামী এপ্রিল মাসের মধ্যে স্টেশন বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। পরে তিনি প্রায় ৩০ কিলোমিটার নতুন লাইনের পরিদর্শন করেন।

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মোট এক শ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মিত হচ্ছে। পুরো প্রকল্পে ৩৯টি মেজর ব্রিজ এবং ২৪২টি কালভার্ট রয়েছে। হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হচ্ছে। রেল লাইনটা নির্মিত হলে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ স্থাপিত হবে। পর্যটন শহর কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। পর্যটকদের জন্য নিরাপদ আরামদায়ক, সাশ্রয়ী পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থার নিশ্চিত করা হবে। সহজে ও কম খরচে মাছ, লবণ, রাবারের কাঁচামাল এবং বনজ ও কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা সম্ভব হবে।

পরিদর্শনের সময় কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

মতিন স্পিনিং মিলস পিএলসির এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি এর ২০তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের মাধ্যমে এই এজিএমটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব মতিন স্পিনিং মিলস পিএলসির করেন চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, পরিচালক এম এ কাদের, পরিচালক তানজিন খুরশিদ, পরিচালক তাসলিমা বেগম, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুস
সালাম এফসিএ এফসিএস, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার শামছুল হাসান, এ কে এম ফজলুল হক, এফসিএ, পাটনার হোসাইন ফরহাদ এন্ড কোং, চাটাড একাউন্টস, হারুনর রশিদ এন্ড এসোসিয়েট, স্কুটাইনিজর এবং মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস চীফ ফাইনেন্সিয়াল অফিসার ।

উক্ত সভা পরিচালনা করেন কোম্পানির সচিব মোঃ শাহ আলম মিয়া, এফসিএস। এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত ৫০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি; ২য় মুন্নু সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৪ লাখ টাকার।

আমরা নেটওয়ার্কস লিমিটেড ১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  মুন্নু এগ্রোর ১১ কোটি ৮০ লাখ, ওরিয়ন ফার্মার ৯ কোটি ৩১ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৯ কোটি ১৭ লাখ,জেনেক্স ইনফোসিসের ৮ কোটি ৭৫ লাখ , ইষ্টার্ণ হাউজিংর ৮ কোটি ৭৩ লাখ, আবাংলাদেশ শিপিং করপােরেশনের ৮ কোটি ৬৮ লাখ ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে আরও ১,২৫০ কোটি টাকা ঋণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি’র অধীনে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ১ হাজার ২৫০ কোটি টাকা ঋণ নিয়েছে ২ ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ব্যাংক ২টি হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

নগদ সংকটে পড়া ৫ ইসলামী ব্যাংক তারল্য সহায়তার অংশ হিসেবে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ ও গ্লোবাল ইসলামী ব্যাংক মঙ্গলবারও বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এ ছাড়া, বাকি ৩ ব্যাংক হলো— সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

এই ৫ ব্যাংকের পরিচালনা বোর্ডই চট্টগ্রামভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইডিএলসি ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

লভ্যাংশ কম দেওয়ায় ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামী রবিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বিচ হ্যাচারি
  2. মুন্নু সিরামিকস
  3. আমরা নেটওয়ার্কস
  4. মুন্নু এগ্রো
  5. ওরিয়ন ফার্মা
  6. বসুন্ধরা পেপার মিলস
  7. জেনেক্স ইনফোসিস
  8. ইষ্টার্ণ হাউজিং
  9. বাংলাদেশ শিপিং করপােরেশন
  10. লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১১ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৫টির, আর দর অপরিবর্তিত আছে ২১৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিচ হ্যাচারি, মুন্নু সিরামিকস, আমরা নেটওয়ার্কস, মুন্নু এগ্রো, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, ইষ্টার্ণ হাউজিং, বাংলাদেশ শিপিং করপােরেশন ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৪১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইডিএলসি ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

১৩ জানুয়ারি পি কে হালদারকে আদালতে তোলার নির্দেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা (এমডি) পরিচালক পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে আগামী ১৩ জানুয়ারি আবার আদালতে তোলার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর ও দায়রা আদালত।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয়। এরপর স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহা অভিযুক্তদের আরও ৩৬ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।

এর আগে গত ১৭ নভেম্বর পি কে হালদারকে শেষবারের মতো আদালতে তোলা হয়। ‌সেদিনই বিচারক তাকে ৮ ডিসেম্বর আবার আদালতে হাজিরের নির্দেশ দেন।

২১ দিনের জেল হেফাজত শেষে আজ স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ অভিযুক্তদের আদালতে আনা হয়। সাড়ে ১২টা নাগাদ তাদের স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে তোলা হয়। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আগামী ১৩ জানুয়ারি অভিযুক্তদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেন বিচারক।

এদিন পি কে হালদারের ভাই এবং মামলার অন্যতম অভিযুক্ত প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদন করেন তার আইনজীবী। আগামী ১৩ জানুয়ারি সেই জামিন শুনানির দিন ধার্য হবে বলে জানান আদালত। অন্যদিকে আরেক অভিযুক্ত ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং একমাত্র নারী অভিযুক্ত আমানা সুলতানা ওরফে শর্মী হালদারের যথোপযুক্ত চিকিৎসার জন্য কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

পি কে হালদারের অর্থপাচার মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, অভিযুক্ত প্রত্যেককেই আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। সূত্র : সমকাল

স্টকমার্কেটবিডি.কম///