২০২১-২২ অর্থবছরে ২২৫ কোটি টাকা লাভ করেছে বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১-২২ অর্থবছরে বিএসসি ২২৫ কোটি টাকা লাভ করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার সকালে চট্টগ্রাম বোর্ড ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তিনি।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পদক্ষেপের কারণে অলাভজনক প্রতিষ্ঠানে লাভের মুখ দেখেছে। বিএসসি ২০২১-২২ অর্থবছরে নিট লাভ করেছে ২২৫.৮১ কোটি টাকা।

শেয়ার মার্কেটে বিএসসি একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামান প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার পাশাপাশি মংলা ও পায়রা বন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে চারটি নতুন মেরিন একাডেমি।

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এর ফলে যথেষ্ট পরিমাণ নাবিক তৈরি হবে।

স্টকমার্কেটবিডি.কম//

৮ পণ্য আমদানি সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোজ্যতেলসহ আট পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে মার্জিন বা নগদ জমার হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখতে ঋণপত্র খোলার সময় মার্জিন ঋণ সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যালস; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং করপােরেশন লিমিটেড ২০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  জেনেক্স ইনফোসিসের ১৪ কোটি ৬৫ লাখ, বেক্স ফার্মার ১৪ কোটি ৩০ লাখ, বিচ হ্যাচারির ১৩ কোটি ৩০ লাখ, আমরা নেটওয়ার্কসের ১৩ কোটি, আমরা টেকের ১১ কোটি ৭৬ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৮ লাখ ও মুন্নু এগ্রো ও মেশিনারিজ লিমিটেডের ১০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. সালভো কেমিক্যালস
  2. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  3. বাংলাদেশ শিপিং করপােরেশন
  4. জেনেক্স ইনফোসিস
  5. বেক্স ফার্মা
  6. বিচ হ্যাচারি
  7. আমরা নেটওয়ার্কস
  8. আমরা টেক
  9. চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
  10. মুন্নু এগ্রো লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৩৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৮৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৯৫ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮টির, আর দর অপরিবর্তিত আছে ৩১৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সালভো কেমিক্যালস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, বাংলাদেশ শিপিং করপােরেশন, জেনেক্স ইনফোসিস, বেক্স ফার্মা, বিচ হ্যাচারি, আমরা নেটওয়ার্কস, আমরা টেক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও মুন্নু এগ্রো লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও ওয়ালটন হাইটেক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

এক্সিম ব্যাংকের হেড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের হেড অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস পূর্বের ঠিকানা হতে সরিয়ে গুলশান ১ নম্বর সেক্টরে বীর উত্তম এ কে খোন্দকার সড়কে এই অফিস স্থানান্তর করা হয়েছে।

এখন থেকে ব্যাংকটি এই নতুন অফিসের কার্যক্রম শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

শেয়ারবাজারে বিনিয়োগে আইসিবির ৪৩৮ কোটি টাকা লোকসানের আশংকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ সংস্থার (আইসিবি) কিছু ‘অস্বাভাবিক’ ও প্রশ্নবিদ্ধ বিনিয়োগ সিদ্ধান্তে করদাতাদের ওপর ৪৩৮ কোটি টাকা লোকসানের বোঝা চাপতে পারে। একটি নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুসারে, এই তহবিল অনাদায়ী হয়ে পড়েছে।

বাংলাদেশের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের একটি নিরীক্ষায় জানা গেছে, ভঙ্গুর অবস্থায় থাকা পদ্মা ব্যাংকে অস্বাভাবিক বিনিয়োগের কারণে আইসিবির ১৭৪ কোটি টাকা লোকসান হতে পারে।

দেশের সর্বোচ্চ এই নিরীক্ষা প্রতিষ্ঠান ২০১৫-১৬ ও ২০১৭-১৮ অর্থবছরে আইসিবির কার্যক্রমের ওপর এই নিরীক্ষা করেছে। নিরীক্ষা প্রতিবেদন থেকে জানা গেছে, আইসিবি শেয়ার কেনা বাবদ পদ্মা ব্যাংকে ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ ক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি শেয়ার ১৩ দশমিক ৩৩ টাকায় কেনা হয়।

পদ্মা ব্যাংক এখনো শেয়ারবাজারে প্রবেশ করেনি এবং এই ব্যাংক কোনো লভ্যাংশ দেয়নি। ফলে আইসিবির এই বিনিয়োগ এখনো কোনো কাজে আসেনি।

এছাড়াও, একই ব্যাংকে আইসিবি ১৯৭ দশমিক ১৮ কোটি টাকার একটি ফিক্সড-ডিপোজিট খোলে। এটি ম্যাচিউর হওয়ার পর কিছু তহবিল ফিরিয়ে দেওয়া হলেও আইসিবি এখনো ১১৪ কোটি টাকার বিনিয়োগ ফিরে পাওয়ার অপেক্ষায় আছে, যার মধ্যে ৬ দশমিক ৮৬ কোটি টাকার সুদ অন্তর্ভুক্ত।

আইসিবির বিনিয়োগ অনুমোদনের চিঠিতে শর্ত দেওয়া হয়, কার্যক্রম শুরুর ৩ বছরের মধ্যে পদ্মা ব্যাংক শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হতে হবে। মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের মতে, পদ্মা ব্যাংকের দুর্বল আর্থিক পরিস্থিতি বিবেচনায় আইসিবির ১৭৪ কোটি টাকা বিনিয়োগ ঝুঁকির মুখে রয়েছে।

আইসিবি আরও কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। কিন্তু কিছু বিনিয়োগ সিদ্ধান্ত স্বাভাবিক ছিল না এবং এগুলোর পেছনে কোনো সুষ্ঠু বিশ্লেষণী প্রক্রিয়াও অবলম্বন করা হয়নি বলে অভিযোগ এসেছে। মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের মতে, ২৬৪ কোটি টাকার সমপরিমাণ তহবিল চিরতরে হারিয়ে যেতে পারে।

২০১৮ সালে আইসিবি ঢাকার লে মেরিডিয়ান হোটেলের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস এর ১৫০ কোটি টাকার কনভার্টিবল সিকিউরড বন্ড কেনে।

নিরীক্ষা প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে বন্ড ম্যাচিউর হলেও আইসিবি এখনও মূলধন ও ৪ কোটি টাকা সুদ বুঝে পায়নি। আইসিবির ভুল বিনিয়োগ সিদ্ধান্তের আরেকটি উদাহরণ হল ২০১৩ সালে গ্লোবাল জুট ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি টাকার ডিবেঞ্চার ক্রয়। পাট উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি এখনও এই ঋণ পরিশোধ করেনি, যার ফলে আইসিবি এর পুনঃতফশিল করেছে।

বর্তমানে এই তহবিল ৩৯ কোটি টাকার খেলাপি ঋণে পরিণত হয়েছে। আইসিবি প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাচ্ছে না। ১৯৭৬ সালে আইসিবির কার্যক্রম শুরু হয়। এই সংস্থা বাংলাদেশের শেয়ারবাজারকে সহায়তা করে থাকে।

সংস্থাটির বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০১৭-১৮ অর্থবছরে আইসিবির মুনাফা ছিল ৪১৬ কোটি টাকা। তবে গত অর্থবছরে এটি ৬৫ শতাংশ কমে ১৪৪ কোটি হয়।

একটি মার্চেন্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানান, আইসিবির কিছু ভুল বিনিয়োগ সিদ্ধান্ত শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির লাভ ও উপযোগিতা কমিয়েছে।
ভোলার সোনাইছড়ি অ্যাগ্রো ফার্মস আইসিবি থেকে একটি প্রকল্পের জন্য ৯১ লাখ টাকা ঋণ নেয়। তবে বাস্তবে এ ধরনের কোনো প্রকল্পের অস্তিত্বই নেই।

নিরীক্ষক জানান, প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি সুরক্ষিত নয়। ফলে এটি বাস্তবায়নযোগ্য ছিল না। যে কারণে বরাদ্দকৃত তহবিল অন্য খাতে খরচ করা হয়। আইসিবি ডিপ ওশ্যান বায়োপ্ল্যান্ট নামের একটি ভুয়া প্রকল্পে ১ দশমিক ২৩ কোটি টাকা বিনিয়োগ করে। নিবন্ধনকৃত জায়গায় কোনো মাছ চাষ প্রকল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কেন্দ্রীয় ব্যাংকের সমমূলধন উদ্যোক্তা তহবিলের (ইইএফ) মাধ্যমে করা বিনিয়োগগুলো থেকেও কোনো উপকার পায়নি আইসিবি।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, ‘আইসিবি ফার্মার্স ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছিল এই আশায় যে, ব্যাংকের পারফরম্যান্স আরও ভালো হবে এবং ভালো লভ্যাংশ পাওয়া যাবে। তবে ব্যাংকটির পারফরম্যান্স আশানরূপ ছিল না।’

ফার্মার্স ব্যাংকের এফডিআর প্রসঙ্গে আবুল হোসেন জানান, তারা বিভিন্ন ব্যাংকে এফডিআর রাখেন। তিনি বলেন, ‘হয়তো, তৎকালীন কর্মকর্তারা ভেবেছিলেন এই ব্যাংকটি সম্ভাবনাময়। গত ২ বছরে ব্যাংকটি এফডিআরের বিপরীতে কিছু সুদ দেওয়া শুরু করেছে।

আবুল হোসেন আরও জানান, বেস্ট হোল্ডিংস আরও কিছু সময় চেয়েছে এবং জানিয়েছে খুব শিগগির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তারা তহবিল পাবে। আইসিবি ২০২৪ পর্যন্ত অর্থ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে।

ইইএফ প্রসঙ্গে তিনি বলেন, ‘মূল সমস্যা শেষ কিস্তি নিয়ে। আমরা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ইইএফ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছি’। আইসিবি’র শুধু বিভাগীয় শাখা রয়েছে। এ কারণে ইউনিয়ন পর্যায়ে বিনিয়োগের তদারকি করা খুব ঝামেলাপূর্ণ।

সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম////

তেলের দামের সিদ্ধান্তে সমর্থন নেই ভারতের, স্বাগত জানাল রাশিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর শত শত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। এ তালিকায় সর্বশেষ সংযোজন রাশিয়ার জ্বালানি তেলের মূল্য বেঁধে দেওয়া। বলা বাহুল্য, রাশিয়ার অর্থনীতিকে বিপাকে ফেলতেই এ উদ্যোগ। তবে জি-৭ ও এর মিত্রদের এমন উদ্যোগে সায় দেয়নি ভারত।

তাতে কিছুটা স্বস্তি পেয়েছে রাশিয়া। ভারতকে ধন্যবাদও জানিয়েছে তারা।

ভারত রাশিয়ার তেলের দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক দেশ। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কুমারের সঙ্গে দেখা করেন রুশ উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

ওই বৈঠক শেষে ভারতকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রাশিয়া বলেছে, জি-৭ জোটের রাশিয়ার জ্বালানি তেলের মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ভারতের একমত না হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী। তেল আমদানি করতে জি-৭ ও এর মিত্র দেশগুলোর জাহাজের ওপর নির্ভরশীলতা কমাতে ভারতকে বড় জাহাজ লিজ এবং তৈরিতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

জি-৭ জোটের এই সিদ্ধান্ত অনুযায়ী, যেসব দেশ বা কোম্পানি রাশিয়ার জ্বালানি তেল সমুদ্র পথে আমদানি করতে চায় তাদের প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৬০ ডলার বা এর চেয়ে কমে কিনতে হবে।

নয়ত জি-৭ জোট, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জাহাজ ও অন্যান্য সুবিধা ব্যবহার করে তেল আমদানি করতে দেওয়া হবে না। গত ৫ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। তবে ভারত ও চীন এ সিদ্ধান্তে সায় দেয়নি।
সূত্র: এনডিটিভি

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ৭৬৬০ কোটি টাকার স্বর্ণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তায় রিজার্ভ হিসেবে স্বর্ণের গুরুত্ব বাড়ছে। শক্তিশালী অর্থনীতির দেশগুলো স্বর্ণের মজুদ বাড়াচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, চাওয়া মাত্র বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা যায়, এমন সম্পদকে রিজার্ভ হিসেবে গণনা করা হয়। রিজার্ভের ভিত মজবুত করার জন্য প্রায় সব দেশই স্বর্ণ মজুদ রাখে। এ ক্ষেত্রে পছন্দের শীর্ষে থাকে ব্যাংক অব ইংল্যান্ড। বাংলাদেশের মজুদকৃত স্বর্ণেরও বড় অংশ ব্যাংক অব ইংল্যান্ডে গচ্ছিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংকে কাছে মজুদ স্বর্ণের মূল্য সাত হাজার ৬৬০ কোটি টাকা। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের আছে ১৪ হাজার ৩৩ কেজি স্বর্ণ।

তবে এর মাত্র ১৭ শতাংশ জমা আছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে। রিজার্ভে থাকা স্বর্ণের ৪২ শতাংশই গচ্ছিত আছে ব্যাংক অব ইংল্যান্ডে।

বাকি ৪১ শতাংশ বিনিয়োগ করা হয়েছে লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে। স্বর্ণ ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে রুপা রয়েছে পাঁচ হাজার ২৪৮ কেজি।

স্টকমার্কেটবিডি.কম////

ওরিয়ন ইনফিউশনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৩০ নভেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ৪৮৫ টাকা। টানা দর বেড়ে গত ৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর সর্বশেষ লেনদেনে বেড়ে দাঁড়িয়েছে ৭০৩ টাকায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম