৭টি নিত্যপণ্য আমদানিতে কোটা দেবে ভারত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডাল এই সাতটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশকে বার্ষিক কোটা দিতে রাজি হয়েছে ভারত। ভারত সফর শেষে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গত ২২ ও ২৩ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ খাদ্যপণ্য সরবরাহের অনিশ্চয়তার কারণে এসব পণ্য আমদানিতে আলাদা কোটা চায়। সভায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুশ গয়াল নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হওয়া পরিস্থিতিতে ভারতের কাছে নিত্যপ্রয়োজনীয় সাতটি খাদ্যপণ্য আমদানিতে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক কোটা সুবিধার জন্য অনুরোধ করা হয়। ভারত বলেছে, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে যে পরিমাণ কোটার প্রস্তাব দেওয়া হয়েছে, বাংলাদেশ সেই পরিমাণ পণ্য ভারত থেকে আমদানি করে না। তাই আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ভারত পেঁয়াজ ও গম রপ্তানি বন্ধ করায় আগে আমাদের সমস্যা হয়েছিল। ভারত যেন হঠাৎ বন্ধ করে না দেয়, সে বিষয়েও আলোচনা হয়েছে। কোনো পণ্য রপ্তানি বন্ধ করার অন্তত এক মাস আগে যের জানায়, সে বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। ভারত সরকার এসব প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বলে আশ্বস্ত করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর ৪৫ লাখ টন গম, ২০ লাখ টন চাল, ৭ লাখ টন পেঁয়াজ, ১৫ লাখ টন চিনি, ১ দশমিক ২৫ লাখ টন আদা, ৩০ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন রসুনের কোটা চেয়েছে বাংলাদেশ।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-ভারত কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা শুরুর বিষয়ে দ্বিপক্ষীয় সভায় কথা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় একদিন বাড়িয়ে ১ জানুয়ারি (রোববার) পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারির প্রথম দিন পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে ৩০ নভেম্বর এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ায়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে। আয়কর অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

জানা গেছে, এবার অন্যবারের তুলনায় রিটার্ন জমার পরিমাণ কম। এনবিআরের সর্বশেষ হিসাব অনুসারে, গত সপ্তাহ পর্যন্ত ৯ লাখ রিটার্ন জমা পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ইভ্যালি চেয়ারম্যান শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শামীমা নাসরিন তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করায় অনুপস্থিত থাকার কারণে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর তিন লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরিফ বাকের নামে এক গ্রাহক গুলশান থানায় শামীমা নাসরিন ও তার স্বামী ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

শামীমা নাসরিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য ধানমন্ডি ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এর আগে একই আদালত নাসরিন ও তার স্বামী ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

স্টকমার্কেটবিডি.কম////

বীমার ৬টি শেয়ার কিনবে সেনা কল্যাণ সংস্থা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের এক উদ্যোক্তা মাত্র ৬টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সেনা কল্যাণ সংস্থা নামে এই উদ্যোক্তা বিমাটির মাত্র ৬টি শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর আগামী ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল টীর ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল টী কোম্পানি লিমিটেড লভ্যাংশ ১০ শতাংশের কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. ওরিয়ন ফার্মা
  3. মুন্নু সিরামিকস
  4. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  5. বসুন্ধরা পেপার মিলস
  6. প্রগ্রতি লাইফ ইন্স্যুরেন্স
  7. সী পার্লস রিসোর্ট
  8. মুন্নু এগ্রো এন্ড মেশিনারিজ
  9. জেনেক্স ইনফোসিস
  10. এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬ লাখ টাকার।

মুন্নু সিরামিকস লিমিটেড ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৯ কোটি ৭১ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৮ কোটি ৯৫ লাখ, প্রগ্রতি লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৫৬ লাখ, সী পার্লস রিসোর্টের ৬ কোটি ৫২ লাখ, মুন্নু এগ্রো এন্ড মেশিনারিজের ৫ কোটি ৩০ লাখ, জেনেক্স ইনফোসিসের ৬ কোটি ১৫ লাখ ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

দিনশেষে সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৬৯ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯১টির, আর দর অপরিবর্তিত আছে ১৬৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিকস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, বসুন্ধরা পেপার মিলস, প্রগ্রতি লাইফ ইন্স্যুরেন্স, সী পার্লস রিসোর্ট, মুন্নু এগ্রো এন্ড মেশিনারিজ, জেনেক্স ইনফোসিস ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৩৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে নাহী এলুমিনাম কম্পোজিট ও কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

পশ্চিমাদের বেঁধে দেওয়া দামে তেল বেচবে না রাশিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা অনেক দেশ রাশিয়ার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। ব্যারেলপ্রতি ৬০ ডলার। গত ৫ ডিসেম্বর থেকে এই দামেই তেল বিক্রি করছে মস্কো। এবার এসব দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে রাশিয়া।

ওই সব দেশে তেল আর না পাঠানোর সিদ্ধান্ত দিয়ে একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ডিক্রিতে বলা হয়েছে, আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। এতে আরও বলা হয়েছে, পুতিন চাইলে কয়েকটি দেশকে বিশেষ সুবিধা দিতে পারেন।

জি-৭ দেশগুলোর মধ্যে আছে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। এ ছাড়া ইইউর দেশগুলো এবং অস্ট্রেলিয়া তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। এ দেশগুলোর দাবি, তেল বিক্রি করে ইউক্রেন যুদ্ধের খরচ জোগাড় করছে রাশিয়া। তাই তাদের হাতে যাতে কম অর্থ যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। তা হলে তারা ইউক্রেনে বেশি অর্থ খরচ করতে পারবে না।

আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার। এদিকে ভারত ও চীন এখন রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ অনেকটাই বাড়িয়েছে। বিবিসি জানাচ্ছে, গত নভেম্বরে চীন দিনে ১০ লাখ ব্যারেল তেল কিনেছে, ভারত কিনেছে ৯ লাখ ব্যারেল।

চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার তেলের দাম নির্ধারণ করে দেওয়া দুর্বল ব্যবস্থা। কারণ এর প্রভাব রাশিয়ার অর্থনীতিতে খুব বেশি পড়বে না।তবে রাশিয়ার অর্থমন্ত্রী জানিয়েছেন, তেলের দাম নির্ধারণ করে দেওয়ায় তাদের বাজেট ঘাটতির পরিমাণ বাড়বে। সূত্র : রয়টার্সের।

স্টকমার্কেটবিডি.কম/////

মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোরেল কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পরদিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

সম্পূর্ণভাবে মেট্রোরেল চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি ট্রেন চলবে। প্রতিটি স্টেশনে, যাত্রীদের ওঠা ও নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। প্রতিটি ট্রেন ২,৩০০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/////