সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৮ লাখ টাকার।

মুন্নু সিরামিকস লিমিটেড ৪৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ওরিয়ন ফার্মার ৩৬ কোটি ৫৪ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৩৫ কোটি ৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩২ কোটি ২২ লাখ, সী পার্লসের ২৮ কোটি ১৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪ কোটি ২৯ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৪৮ লাখ ও এডিএন টেলিকমের ১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে লেনদেন কমলেও সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে। এই সপ্তাহে সেখানে লেনদেন কমলেও সূচকেরও উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭২ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮১ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৬.২২ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২৬৮ কোটি ৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ২৪ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২২.২৭ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৯টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৬০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৬০ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১২৪ কোটি টাকা বা ০.০২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///