বিদেশের সঙ্গে লেনদেনে ঘাটতি বেড়ে তিন গুণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন উদ্যোগের ফলে নতুন এলসি কমলেও আমদানি দায় পরিশোধ বেড়েছে। সংকটের মধ্যে রপ্তানি আয় বাড়লেও প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে পাঠানো অর্থে ধীরগতি কাটেনি। অন্যদিকে উন্নয়ন সহযোগীদের ঋণের ছাড় কমে গেছে। আশানুরূপভাবে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। ফলে বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবের ঘাটতির পাশাপাশি আর্থিক হিসাবেও ঘাটতি তৈরি হয়েছে। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বেড়ে তিন গুণ হয়েছে। নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৬৩৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে যা ২০২ কোটি ডলার ছিল।

বাংলাদেশ ব্যাংক গতকাল চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ের ব্যালান্স অব পেমেন্ট বা লেনদেন ভারসাম্যের পরিসংখ্যান প্রকাশ করেছে। এ সময়ে বাংলাদেশের চলতি হিসাবে ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কমে ৫৬৭ কোটি ডলার হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬২২ কোটি ডলার। আগের মাস শেষে যা ছিল ৪৫১ কোটি ডলার।

জুলাই-নভেম্বর সময়ে আমদানিতে ব্যয় হয়েছে ৩ হাজার ২৫৪ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪ দশমিক ৪১ শতাংশ বেশি। আর রপ্তানি হয়েছে ২ হাজার ৭৫ কোটি ডলারের। এতে করে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে ১ হাজার ১৭৯ কোটি ডলার। অন্যদিকে রেমিট্যান্স এসেছে ৮৭৯ কোটি ডলার। এর বাইরে সামান্য কিছু আয় ও ব্যয় রয়েছে। ফলে চলতি হিসাবে বাংলাদেশের পরিস্থিতি ঋণাত্মক। বেশ কিছুদিন ধরে টাকার মূল্যমান কমছে। গত এক বছরে প্রতি ডলারে ২৫ শতাংশের মতো বেড়ে আমদানি পর্যায়ে এখন ডলার কিনতে হচ্ছে ১০৬ থেকে ১০৭ টাকা দরে। এর প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক কমে ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। অর্থনীতিতে যা এখন বড় আলোচনার বিষয়।

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ এসেছে ২৩৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২২ শতাংশ কম। অবশ্য সরাসরি বিদেশি বিনিয়োগ সাড়ে ৬ শতাংশের মতো বেড়ে ১৯৮ কোটি ডলার হয়েছে। বিদেশি বিনিয়োগ সামান্য বাড়লেও ঋণ কমে যাওয়ায় পাঁচ মাসে আর্থিক হিসাবে প্রায় ১৬ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এ হিসাবে ৪৮৪ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল।

ডলারের দাম এক টাকা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলারের দাম আরও ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তাতে বাংলাদেশ ব্যাংক থেকে এখন যাঁরা ডলার কিনবেন, তাঁদের প্রতি ডলারের জন্য গুনতে হবে ১০০ টাকা। এক মাসের ব্যবধানে ডলারের দাম আরও এক টাকা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল।

বাংলাদেশ ব্যাংক বলছে, বাজারের দামের সঙ্গে সংগতি বজায় রাখতে নতুন করে ডলারের দাম বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বাজারের দামের সঙ্গে সংগতিপূর্ণ করতে ডলারের দাম বাড়ানো হচ্ছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার–সংকট দেখা দেয়। তাতে হু হু করে বাজারে বাড়তে থাকে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকও ধাপে ধাপে ডলারের দাম বাড়াতে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলেও প্রতি ডলারের বিক্রয়মূল্য ছিল ৮৬ টাকার আশপাশে। এখন তা প্রায় সোয়া ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম////

ভারত ও সিঙ্গাপুর থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারত ও সিঙ্গাপুর থেকে প্রায় ৪২৪ কোটি টাকা ব্যায়ে ১ লাখ মেট্রিক টন চাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের বাঘাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকায় ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকায় আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে।

স্টকমার্কেটবিডি.কম////

নিত্য-পণ্য আমদানিতে বিশেষ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সার্বিকভাবে ডলারের সংকট রয়েছে। সে কারণে ব্যাংক কিছুটা কনজারভেটিভ আছে। তবে ব্যবসায়ীরা বলেছেন, এসব কিছুর মধ্যেও তারা কাভার করতে পারবেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা এসেছে—নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে যদি নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায় তাহলে ভালো হবে। আমরা এ ব্যাপারে লিখব বাংলাদেশ ব্যাংককে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত আছে জানিয়ে তিনি বলেন, গত বছরের তথ্য অনুযায়ী মজুত করা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। একটু সমস্যা আছে এলসি (আমদানি ঋণপত্র) খোলায় ধীরগতি, আমরা সে ব্যাপারে সাহায্য করতে চাই। ঘাবড়ানোর মতো পরিস্থিতি হয়নি।

এলসি খোলার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের কীভাবে সাহায্য করবে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীরা আমাদের জানালে আমরা সুপারিশ করবো উনার এলসি যেন খুলে দেওয়া হয়। অনেক সময় এলসি ছাড়াও আমরা অনুমতি দিতে পারি। তেমন হলে আমরা অনুমতি দিয়ে দেবো, এলসি লাগবে না।

স্টকমার্কেটবিডি.কম////

নিষেধাজ্ঞার পর গ্রামীণফােনের সিম বিক্রি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিষেধাজ্ঞার ছয় মাস পর গ্রামীণফোন সিম বিক্রির অনুমতি পেল। সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পায় অপারেটরটি। গতকাল মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটি সিম বিক্রি শুরু হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ফলে অপারেটরটির সিম বিক্রিতে আর কোনো বাধা থাকল না। এ ব্যাপারে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ‘মানসম্মত সেবা সূচকে গ্রামীণফোনের উন্নতি হয়েছে। তাই সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পর্যালোচনা চলছে।’

সেবার মানের প্রশ্নে গত ২৯ জুন গ্রামীণফোনের সব রকমের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। সম্প্রতি সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেওয়া হয় গ্রামীণফোনকে।

গত ২৫ নভেম্বর বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

স্টকমার্কেটবিডি.কম///

সরকারি কর্মচারীদের গৃহঋণ সুবিধা দিবে ডিবিএইচ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সর্ববৃহৎ হোম লোন প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকারি কর্মচারীদের সরকারি গৃহঋণ স্কীমের আওতায় ঋণসুবিধা প্রদানকরবে।

এ চুক্তির আওতায় সরকারের সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ডিবিএইচের মাধ্যমে এই বিশেষ স্কীমে গৃহঋণ নিতেপারবেন।

বর্তমান নিয়ম অনুযায়ী, এই ঋণের সর্বোচ্চ সীমা হল ৭৫ লাখ টাকা এবং সর্বোচ্চ মেয়াদ ২০ বছর। ঋণের সুদের হার ৯%, যারমধ্যে ৫% সরকার বহন করবে এবং অবশিষ্ট অংশ গ্রাহক বহন করবেন।

বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিশ্যজীত ভট্রাচার্জ খোকন এনডিসি এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নাসিমুল বাতেন তাদের নিজ নিজপ্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (যা পূর্বে ডেল্টা ব্র্যাকহাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল) দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যা পরপর ১৭ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং‘ট্রিপল এ’ (অঅঅ) অর্জন করেছে এবং গত ৪ বছর ধরে কর্পোরেট সুশাসনের জন্য আইসিএসবি থেকে ‘গোল্ডঅ্যাওয়ার্ড’ পেয়েছে।

ডিবিএইচ ফ্ল্যাট ক্রয়, বাড়িনির্মান, গ্রুপকনস্ট্রাকশন, বাড়ি ক্রয় সহ সকল আবাসন সুবিধার জন্য ঋণ প্রদান করে থাকে। বর্তমানে ডিবিএইচের শাখা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, গাজীপুর, সাভারে এবং নিকট ভবিষ্যতে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও ডিবিএইচের অফিস খোলার পরিকল্পনা আছে।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে সী পার্ল বিচ; ২য় ইন্ট্রাকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকার।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ১৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ওরিয়ন ফার্মার ১১ কোটি ২ লাখ, জেনেক্স ইনফোসিসের ১০ কোটি ৫২ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংর ১০ কোটি ২৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৮৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ১৭ লাখ, মুন্নু সিরামিকসের ৭ কোটি ৭২ লাখ ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. সী পার্ল বিচ রিসোর্ট
  2. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  3. বসুন্ধরা পেপার মিলস
  4. ওরিয়ন ফার্মা
  5. জেনেক্স ইনফোসিস
  6. আনোয়ার গ্যালভানাইজিং
  7. ওরিয়ন ইনফিউশন
  8. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  9. মুন্নু সিরামিকস
  10. আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসইতে ২৯১ ও সিএসইতে ১০ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২০২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯১ কোটি ১১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৯৮ কোটি ৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯০টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু সিরামিকস ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৪.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বসুন্ধরা পেপার মিলস ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

ওয়ালটনের উদ্দ্যোক্তা শেয়ার বিক্রি করবেন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এসএম আশরাফুল আলম নামে কোম্পানিটির এক উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর হাতে মোট ৫ কোটি ৫৯ লাখ ১০ হাজার ১০৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.