ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি ভোক্তা পর্যায়ের খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে।

আজ রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানিতে কমিশনের সদস্যদের সামনে এ প্রস্তাব তুলে ধরা হয়।

বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রতি কিলোওয়াট ঘণ্টার গড় মূল্য ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

মূল্য বৃদ্ধির ফলে বিদ্যমান সরকারি ভর্তুকি অপরিবর্তিত থাকবে কি না, তাও কমিশনের বিবেচনাধীন রয়েছে।

কমিটি আরও প্রস্তাব করেছে যে কমিশন মেট্রোরেল কর্তৃপক্ষকে বিশেষ ভোক্তা হিসেবে বিবেচনা করে হ্রাসকৃত মূল্যে বিদ্যুৎ দেবে।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার জন্য ট্রান্সমিশন চার্জ ১২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স; ২য় এডিএন টেলিকম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ টাকার।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১১ কোটি ৩৮ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ১০ লাখ, আমরা নেটওয়ার্কসের ১০ কোটি, বাংলাদেশ শিপিং কর্পােরেশনের ৯ কোটি ৪৫ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৯ কোটি ৩৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ১৫ লাখ ও ওরিয়ন ফার্মা লিমিটেডের ৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
  2. এডিএন টেলিকম
  3. বসুন্ধরা পেপার মিলস
  4. সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা
  5. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  6. আমরা নেটওয়ার্কস
  7. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  8. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  9. জেনেক্স ইনফোসিস
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৯২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১৮ কোটি ১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২২টির, আর দর অপরিবর্তিত আছে ১৬৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার মিলস, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, জেনেক্স ইনফোসিস ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩০৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও বেঙ্গল ইউন্ডসর থার্মােপ্লাস্টিক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

এ বছর আয়কর রিটার্ন জমা সাড়ে ২৮ লাখ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে যখন অর্থনৈতিক সংকট চলছে, উচ্চ মূল্যস্ফীতির জেরে কমেছে প্রকৃত আয়। মধ্যবিত্ত থেকে উচ্চমধ্যবিত্ত বাজার নিয়ে হা-হুতাশ করছে, সে সময়ে এসেও আয়কর রিটার্ন দাখিলে ভালো সাড়া পাওয়া গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য মতে, এ বছর আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। এতে আয়কর এসেছে চার হাজার ১০০ কোটি টাকা।

গত বছর এই সময় পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল প্রায় ২৩ লাখ। বিপরীতে আয়কর এসেছিল তিন হাজার ২৮১ কোটি টাকা। এবার আয়কর রিটার্ন দাখিলে গত বছরের চেয়ে ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, বর্তমানে দেশে প্রায় ৮০ লাখ টিআইএনধারী আছেন। তার মধ্যে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা দিয়েছেন আরো দুই লাখ ৫০ হাজারের বেশি করদাতা। তাঁরা সবাই রিটার্ন দাখিল করবেন বলে আশা করছে এনবিআর। এনবিআর সূত্রে জানা গেছে, প্রতিবছর নভেম্বর মাসকে আয়কর রিটার্ন দেওয়ার মাস বা সেবা মাস হিসেবে পালন করে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/////

বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বেড়েছে। ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরও বাড়বে। তখন বহু দেশে যাওয়ার জন্য আমাদের ভিসার দরকার হবে না।

আজ সকাল ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অনেক দেশ সাগ্রহে আমাদের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে। এটা ইতিবাচক। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পাসপোর্টের সেবা অনেক উন্নত হয়েছে, আগের মতো বছর খানেক বসে থাকতে হয় না। আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। তবে যেগুলোতে সময় লাগে, সেগুলো অবাঞ্ছিত। অধিকাংশই দ্রুত পাসপোর্ট পেয়ে যান।

ড. মোমেন আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা আরও অনেক উন্নত অবস্থানে পৌঁছবো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ই-গেট কার্যক্রম তদারকি করবে ইমিগ্রেশন পুলিশ। ই-পাসপোর্ট ই-গেটের নির্দিষ্ট স্থানে রাখলেই ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেট খুলে যাবে। এতে ১৮ সেকেন্ডের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/////

এস আলম কোল্ড রি-রোলিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এস আলম কোল্ড রি-রোলিং মিলস লিমিটেড লভ্যাংশ ১০ শতাংশের কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

এপেক্স ফুটওয়্যারের ৩৮ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সৈয়দ মন্জুর এলাহী নামে এই উদ্দোক্তা পরিচালক কোম্পানিটির ৩৮ হাজার ৫০০টি শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ

২০২২-২৩ অর্থবছরের নতুন মুদ্রানীতি আসবে ১৫ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাকি ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি আগামী ১৫ জানুয়ারি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন খাতে তারল্য সরবরাহ বাড়ানো ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে এক্সপোর্ট প্রসিড ও রেমিট্যান্স রেট সমন্বয়ের জন্য মুদ্রানীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

করোনা মহামারির আগে ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা হতো। কিন্তু করোনার কারণে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের মুদ্রানীতি এক বছরের জন্য করা হয়। তবে এবার আগের মতো বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করতে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল।

দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ঋণের প্রবৃদ্ধির তুলনায় আমানতের প্রবৃদ্ধি অনেক কমে গেছে। গত বছরের অক্টোবরে ব্যাংকে আমানত বেড়েছে ৭.৩৫ এবং একই সময় ব্যাংকঋণ বেড়েছে ১৪ শতাংশ। এর ফলে দেশের ব্যাংকগুলোতে ব্যাপক তারল্যসংকট তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য মাত্র তিন মাসে ৩৩,০০০ কোটি টাকা কমে সেপ্টেম্বরে ১.৭০ লাখ কোটি টাকায় নেমে এসেছে।

গত ১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণার আগে দ্বিতীয় সমন্বয় সভা করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের সব নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা এই সভায় উপস্থিত ছিলেন। সভায় কয়েকজন নির্বাহী পরিচালক মূল্যস্ফীতি কমাতে রেপো ও ব্যাংকঋণের সুদহার বাড়াতে বলেছেন। এর আগে ৫ ডিসেম্বর দেশের কয়েকজন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম////

দেশে স্বর্ণের ভরি ৯০ হাজার ছাড়িয়ে গেল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ছে। এই দফায় ভরিতে বাড়ছে ২ হাজার ৩৩৩ টাকা। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম ৯০ হাজার ছাড়িয়ে গেল। নতুন এই দর আগামীকাল গতকাল রবিবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত শনিবার সোনার দাম বাড়ানোর বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। সর্বশেষ ৩০ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ায় তারা। তখন সমিতির নেতারা যুক্তি দেখান, স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এবারও সোনার দাম বাড়ানোর পেছনে একই কারণ দেখালেন তাঁরা।

দাম বাড়ায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ২৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬১ হাজার ৮৭৮ টাকা।

আজ পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৮ হাজার ৪১৩ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬০ হাজার ৩০৩ টাকায় বিক্রি হয়।

সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯২৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/////