১৫ হাজার টাকা ফি দিতে হবে মাংস বিক্রেতাদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাংস বিক্রির জন্য অনুমতিপত্র (লাইসেন্স) নিতে নির্দেশ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আর এই অনুমতিপত্র নিতে এককালীন ১৫ হাজার টাকা খরচ হবে। শুধু মাংস বিক্রি নয়, জবাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন ও পরিচালনার জন্য এই অধিদপ্তরের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। এতে সর্বোচ্চ ৭০ হাজার টাকা খরচ হবে।

এই অনুমতিপত্র নিতে যে বাড়তি খরচ পড়বে তার প্রভাব ক্রেতাদের ওপর পড়বে বলে মনে করছেন মাংস বিক্রেতারা।
গত ২৮ ডিসেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অফিস আদেশ জারি করেছেন। সেটি অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, মাংস বা মাংসজাত পণ্য উৎপাদনের পরিমাণ প্রতি সপ্তাহে এক টনের নিচে হলে আবেদন ফি এক হাজার, অনুমতিপত্রের ফি ১৫ হাজার ও নবায়ন ফি দেড় হাজার টাকা দিতে হবে।

এক টনের বেশি, কিন্তু ৮ টনের নিচে হলে আবেদন ফি দুই হাজার, অনুমতিপত্রের ফি ২৫ হাজার ও নবায়ন ফি সাড়ে সাত হাজার টাকা লাগবে। আর ৮ টন বা তার বেশি হলে আবেদন ফি তিন হাজার, অনুমতিপত্রের ফি ৭০ হাজার ও নবায়ন ফি ১৫ হাজার টাকা দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.২ শতাংশ হওয়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমে ৫ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে ওয়াশিংটনভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক।

‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, ‘বৈশ্বিক পরিবেশে যে পরিবর্তন, এতে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের জ্বালানির দাম বাড়ানো হয়েছিল এবং এর ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়েছিল।

‘লোডশেডিং, কারখানা বন্ধ, যানবাহন কেনা বন্ধ, বিলাসবহুল পণ্য কেনার কঠিন করার মতো উদ্যোগ নিয়ে সরকার জ্বালানি ঘাটতি মোকাবিলার চেষ্টা করেছে।’

জ্বালানির এই ঘাটতির প্রভাব শিল্পসহ নানা খাতেই পড়েছে। বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের ব্যাপক চাহিদা না থাকলে এই ঘাটতি আরও বৃদ্ধি পেত।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, জুনের শুরু থেকে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে ১৮ শতাংশ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ বিলিয়ন ডলার কমেছে, যার ফলে ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।

গত বছরের জুনে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে বললেও চলমান অবস্থায় তা কমে ৫ দশমিক ২ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক।

সংস্থাটি আরও বলেছে, ‘আগের বছরের ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি থেকে নেমে তা ৫ দশমিক ২ শতাংশে দাঁড়াবে। তবে ২০২৩-২৪ অর্থবছরে এটি আবার বেড়ে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাবে।’ সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম///

কর্মসংস্থান সৃষ্টিতে বড় অবদান এসএমইখাতের : এফবিসিসিআই সভাপতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেছেন, কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের অনেক বড় অবদান রয়েছে। প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান হচ্ছে এ খাতে। তাই এসএমই উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পেলে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের ব্যবসার পরিধি বড় করতে পারবে। ফলে আরও নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে।

আজ বুধবার এফবিসিসিআই’র বোর্ডরুমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এফবিসিসিআইর ঋণ বিতরণ সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, এনজিওগুলো গ্রাম অঞ্চল থেকে উচ্চ সুদে দিয়েও সেই ঋণের প্রায় শতভাগ তুলে নিয়ে আসছে। আমাদের ব্যাংকগুলো আগ্রহ দেখালে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকেও সহজে ঋণ তুলে নিয়ে আসা সম্ভব। ক্ষুদ্র উদ্যোক্তারা খেলাপী হতে চায় না।

সহজ শর্তে ঋণ পেলে এসএমই খাত সমৃদ্ধ হবে, যা এলডিসি গ্র্যাজুয়েশনসহ সরকারের অন্যান্য লক্ষ্য অর্জনকে সহজ করবে। এসময় সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছে দিতে চেম্বার অ্যাসোসিয়েশনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করছে। এখনও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ নিতে গেলে নানা ধরনের ভোগান্তির শিকার হন।

স্টকমার্কেটবিডি.কম////

পাওনা আদায়ে রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংক হিসাব জব্দ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাওনা আদায়ের জন্য রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংক হিসাব সরকার জব্দ করেছে। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্রমণ কর বাবদ রিজেন্ট এয়ারওয়েজের কাছে সরকারের পাওনা ৩২ কোটি ৪৬ লাখ টাকা। তাদের ব্যাংক হিসাব জব্দ করে ১ কোটি ৩৭ লাখ টাকা আদায় করা হয়েছে।’

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

হাবিব হাসান অর্থমন্ত্রীর কাছে জানতে চান দেশীয় এয়ারলাইনসগুলোর কাছে ভ্রমণ কর বাবদ কোনো পাওনা অপরিশোধিত আছে কি না? পাওনা আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, রিজেন্ট এয়ারওয়েজের কাছে ভ্রমণ কর বাবদ ৩২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ৪৩১ টাকা পাওনা আছে। রিজেন্ট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ায় পাওনা অপরিশোধিত আছে।

অপরিশোধিত পাওনা আদায়ের জন্য তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানান তিনি। এ পর্যন্ত পাওনার ১ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৫১২ টাকা আদায় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

লভ্যাংশ বাড়িয়ে ‘এ’ ক্যাটাগরিতে জেমিনি সী ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি জেমিনি সী ফুডস লিমিটেড লভ্যাংশ ১০ শতাংশের বেশি দেওয়ায় ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানটি সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসিআইয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি এসিআই লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং; ২য় বসুন্ধরা পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ২৯ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  জেএমআই হসপিটাল মেনুফেকচারিংর ২১ কোটি ৮৫ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৯ কোটি ২৭ লাখ, ওরিয়ন ফার্মার ১৯ কোটি ১৫ লাখ, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৪ কোটি ৩ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ১৩ কোটি ৪৬ লাখ, নাভানা ফার্মার ১৩ কোটি ১৩ লাখ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  2. বসুন্ধরা পেপার
  3. জেনেক্স ইনফোসিস
  4. জেএমআই হসপিটাল মেনুফেকচারিং
  5. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  6. ওরিয়ন ফার্মা
  7. সী পার্ল বিচ রিসোর্ট
  8. ইষ্টার্ণ হাউজিং
  9. নাভানা ফার্মা
  10. ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২০৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৬২ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৬৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং কর্পােরেশন, বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল মেনুফেকচারিং, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ওরিয়ন ফার্মা, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইষ্টার্ণ হাউজিং, নাভানা ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৪৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এ বেঙ্গল উন্ডস্বর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

জেমিনি সি ফুডের লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ৩০ শতাংশ বোনাসলভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম