জুনের মধ্যে চালু হচ্ছে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, আগামী জুনের মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হবে বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী। এ রুটে ননস্টপ ট্রেনের দাবি জানানোর পর রেলমন্ত্রী নতুন ট্রেনের কথা বলেন।

শনিবার সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ আয়োজিত সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ তথ্য জানান মাহবুব আলী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সিলেটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক।

সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। প্রবাসীদের জন্যে টরেন্টো রুটে ফ্লাইট চালু হয়েছে। এ রুটে যাত্রী চাহিদা এতো বেশি, সপ্তাহে আরও একটি ফ্লাইট চালু করা হবে।
এ সময় ঢাকা-সিলেট রুটে যাত্রী চাহিদা বিবেচনায় এনে পুরাতন নৌ-রুট চালু করতে নৌপরিবহন প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান পর্যটন প্রতিমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম////

দ্রুতই আগের অবস্থানে ফিরবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমতে থাকায় চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির চাপ সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সরকার অপ্রয়োজনীয় ও বিলাস পণ্যের আমদানি নিরুৎসাহিত করেছে। এ পদক্ষেপ নেওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুব দ্রুতই আগের মতো শক্ত অবস্থানে ফিরবে। ’

আজ শনিবার সংসদে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলেন মন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, ‘চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আয়, রেমিট্যান্স, রপ্তানি প্রবৃদ্ধি, এডিপির ব্যয়, ব্যাপক মুদ্রা সরবরাহসহ মৌলিক সামষ্টিক অর্থনৈতিক চালকসমূহের অবস্থান সন্তোষজনক। আমদানি ও রপ্তানি আয়ে উভয়ক্ষেত্রে ধণাত্মক প্রভাব পরিলক্ষিত হয়েছে। চলতি অর্থবছর সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে বলে আশা করছি। ’

মন্ত্রী আরও বলেন, ‘কোভিড পরিস্থিতির থেকে অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ালেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী তেল, গ্যাসসহ বিভিন্ন ভোগ্যপণ্য এবং গম, ভোজ্যতেলসহ প্রধান খাদ্যপণ্যের দাম বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম///

আইডিএলসি ইনকাম ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে অতালিকাভুক্ত বে মেয়াদি (ওপেন অ্যান্ড) মিউচ্যুয়াল ফান্ড খাতের ‘আইডিএলসি ইনকাম ফান্ডের’ ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩.৯০ শতাংশ নগদ অন্তর্বতীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ দিন সকাল সাড়ে ১০টায় ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়।

ফান্ড ম্যানেজার সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০২২ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৩৯ টাকা।

একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১০.৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

গ্রামীণফোনের গ্রাহক কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ায় গত বছরের নভেম্বর থেকেই দেশে গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বরে মোবাইল গ্রাহক সংখ্যা অক্টোবরের তুলনায় ৮ লাখ কমে ১৮ কোটি ৮ লাখে পৌঁছেছে।

শুধু গ্রামীণফোনই প্রায় ১১ লাখ গ্রাহক হারিয়েছে, যার ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখে।

এর আগে গত ২৯ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ‘কল ড্রপ রেট কমিয়ে আনাসহ সেবার মান উন্নত না করা পর্যন্ত’ গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করে।

গ্রামীণফোন তাদের ‘পরিষেবার গুণমানের উন্নতি’ করায় ৬ মাস পরে গত ২ জানুয়ারি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

নিষেধাজ্ঞার প্রথম ৫ মাসে প্রায় ৩৭ লাখ গ্রাহক হারিয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের এক কর্মকর্তা বলেন, ‘সেবার মান উন্নয়নে গ্রামীণফোন বেশকিছু উদ্যোগ নিয়েছে। ফলে গ্রামীণফোনের কল ড্রপ রেট দশমিক ৩ শতাংশে নেমে এসেছে এবং সারা বাংলাদেশে ইন্টারনেটের গড় গতি ১১ এমবিপিএসে দাঁড়িয়েছে।

২০২২ সালের নভেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা এর আগের বছরের চেয়ে ৪ দশমিক ৪০ শতাংশ কমেছে। সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম////

শ্রীলঙ্কাকে আরও ৬ মাস সময় দিলো বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে আরও ৬ মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ্রীলঙ্কা দীর্ঘায়িত অর্থনৈতিক সংকটের কারণে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করার পর কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিলো।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়েছে।’

২০২১ সালের মে মাসে বাংলাদেশ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নেয় শ্রীলঙ্কা। গত বছরের এপ্রিলের মধ্যে এই ঋণ পরিশোধের কথা ছিল, কিন্তু তা করতে ব্যর্থ হয় দেশটি। রিজার্ভ তলানিতে ঠেকায় গত বছরের এপ্রিলে ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানায় আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দেয়।

পরে ২ দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, মার্চের মধ্যে শ্রীলঙ্কার ঋণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু এখনও বৈদেশিক মুদ্রার রিজার্ভের তীব্র ঘাটতির মুখে থাকায় ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে শ্রীলঙ্কা।

কেন্দ্রীয় ব্যাংক এমন সময় শ্রীলঙ্কার ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে, যখন এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে।

নতুন সময়সীমা অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কাকে ঋণ পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ইতোমধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ একাধিক বহুপাক্ষিক ঋণদাতা সংস্থার কাছে ঋণ সহায়তা চেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১১ জানুয়ারি বাংলাদেশের রিজার্ভ ৩২ দশমিক ৫২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই সময়ে ছিল ৪৪ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

স্টকমার্কেটবিডি.কম//

১০৫০ কোটি টাকার ঋণ পাচ্ছে ব্র্যাক ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশে সবুজ অর্থায়ন উত্সাহিত করতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং সিটি ব্যাংক এনএ ১০০ মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘ মেয়াদে ঋণ সুবিধার চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকার ভাইস প্রেসিডেন্ট মিকিও হাতায়েদা, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন। মূলত জাইকা আট বছরের মেয়াদে ৯০ মিলিয়ন মার্কিন ডলার এবং সিটি ব্যাংক এনএ দুই বছরের মেয়াদে ১০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। মোট ১০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হয় এক হাজার ৫০ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা)।

অনুষ্ঠানে জাইকার ভাইস প্রেসিডেন্ট মিকিও হাতায়েদা বলেন, ‘অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশে জ্বালানি ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার সবুজ অর্থায়নের জন্য একটি নতুন নীতি গ্রহণ করেছে, যাতে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত হয়। এ ছাড়া দেশে দ্রুত নগরায়ণের পরিপ্রেক্ষিতে বিশেষ করে তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্প্রসারণ করা খুবই জরুরি। ব্র্যাক ব্যাংককে এই বিষয়গুলো সমাধানে ঋণ সহায়তা প্রদান করতে পারা জাইকার জন্য অত্যন্ত সম্মানের। কারণ ব্যাংকটি সবুজ অর্থায়ন বাড়াতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক কৌশল গ্রহণের মাধ্যমে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ‘মিসিং মিডল’-দেরকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার স্বপ্ন দেখে ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের এই স্বপ্নকল্পের কারণেই ব্র্যাক ব্যাংক সাফল্য অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে ব্র্যাক ব্যাংক গ্রিন ফাইন্যান্সিং প্রকল্পগুলোতে দীর্ঘ মেয়াদি অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইর পিই বেড়েছে রেশিও ০.২৮ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.২৮ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.০৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.১৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে ২০২২ সালের শেষ কার্যদিবস পিই রেশিও দাঁড়িয়েছিল ১৪.০৮ পয়েন্টে। আর ২০২১ সালের শেষ কার্যদিবস পিই রেশিও ছিল ১৬.২৯ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও ২.২১ পয়েন্ট বা ১৩.৫৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় বসুন্ধরা পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৩১ কোটি ২ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ৯৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ৮৭ কোটি ৭৬ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৮০ কোটি ৩৮ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ৭৭ কোটি ৪৭ লাখ, সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ৬৫ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬৪ কোটি ৭০ লাখ, এডিএন টেলিকমের ৬০ কোটি ৮১ লাখ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন ৮৭.২৪ শতাংশ বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে। তবে এই সপ্তাহে সেখানে দিনের লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৮৭.২৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ১২১ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮৭.২৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৪২৪ কোটি ২৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২৬ কোটি ৫৯ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৮৭.২৪ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯৯ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টির শেয়ার ও ইউনিটের দর। আর ২০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫৯১৬ কোটি টাকা বা ০.৭৮ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///