আইএমএফ ঋণের প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে আসতে পারে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোয়েনেট মনসিও সায়েহের নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও তাদের কাছ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণের অনুরোধ নিয়ে আলোচনা করেছে।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের সদরদপ্তরে গভর্নর আবদুর রউফ, ডেপুটি গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের ৪ সদস্যের প্রতিনিধি দল দেখা করে।

তিনি বলেন, বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের কর্মসূচিগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আইএমএফ প্রতিনিধিদল করোনা মহামারি মোকাবিলায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছে।

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগসহ অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জও আলোচনায় তুলে ধরা হয়েছে,’ যোগ করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তিনি আরও জানান, বৈঠকে ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়নি।

মেজবাউল বলেন, আইএমএফ থেকে ঋণ পেতে সমস্যা হবে না। আইএমএফের ৩১ জানুয়ারির বোর্ড সভায় ঋণ অনুমোদনের সম্ভাবনা আছে। বাংলাদেশ ক্রমহ্রাসমান রিজার্ভ মোকাবিলা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফের কাছে ঋণের অনুরোধ করেছে। আইএমএফ এর প্রাথমিক অনুমোদন দিয়েছে।

আলোচনায় অংশ নেওয়া বাংলাদেশের কর্মকর্তাদের মতে, আইএমএফ বোর্ড চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে আশা করা হচ্ছে। ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারির শুরুতে পাওয়া যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানিয়েছে। সূত্র : ইউএনবি

স্টকমার্কেটবিডি.কম///

দেশে বিদ্যুতের চাহিদা হবে ১৫ হাজার ৫০০ মেগাওয়াট: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় ১৫ হাজার ৫০০ মেগাওয়াটে দাঁড়াবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বর্তমানে দেশে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬ হাজার ৭০০ মেগাওয়াট বলেও জানান তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের লিখিত উত্তরে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

নসরুল হামিদ বলেন, গত ২০২১-২২ অর্থবছরে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। ২০২২-২৩ অর্থবছরে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় ১৫ হাজার ৫০০ মেগাওয়াটে দাঁড়াবে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ ২৬ হাজার ৭০০ মেগাওয়াট।

তার মধ্যে আমদানিসহ গ্রিড ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২৩ হাজার ৪৮২ মেগাওয়াট, ক্যাপটিভ ২ হাজার ৮০০ মেগাওয়াট এবং অফগ্রিড নবায়নযোগ্য জ্বালানি ৪১৮ মেগাওয়াট।

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রিড ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৬০৮ মেগাওয়াটের মধ্যে সরকারি খাতে ১০ হাজার ২৪৬ মেগাওয়াট, যৌথ উদ্যোগে এক হাজার ২৪৪ মেগাওয়াট, বেসরকারি খাতে নয় হাজার ৯৫৮ মেগাওয়াট ও আমদানি এক হাজার ১৬০ মেগাওয়াট।

এ পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট (১৬ এপ্রিল ২০২২)। বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম///

১৪ বছরে বাংলাদেশে কখনো সারের সংকট হয়নি : কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই ১৪ বছরে বাংলাদেশে কখনো সারের সংকট হয়নি। কোনো মানুষ দুর্ভিক্ষে মারা যায়নি। বিগত দিনে আমরা দেখেছি কুড়িগ্রাম, নীলফামারীতে শত শত মানুষ না খেয়ে থাকতো। তাদের চেহারার দিকে তাকানো যায় না। এই পরিস্থিতি এদেশের মানুষ দেখেছে। এই ১৪ বছরে ওই নীলফামারী ওই মাদারগঞ্জের একজন মানুষও না খেয়ে নেই। না একজন মানুষ খাবারের অভাবে মারা গেছে, না কোন দুর্ভিক্ষ হয়েছে। এটি বর্তমান সরকারের সফলতা।

তিনি আরও বলেন, দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশকে রাজনেতিকভাবে অস্থিতিশীলতা করার চেষ্টা চলছে। রাজাকার, আলবদররা যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পারলে দেশকে এখনো পাকিস্তান বানায়, পাকিস্তানের উচ্ছিষ্টভোগী, পাকিস্তানের দালাল, এখনো পাকিস্তানের পক্ষে কাজ করে, ধর্মকে যারা ব্যবহার করে ধর্মান্ধ, ধর্মের নামে দেশকে শোষণ করে, তারা আবার তৎপর। এই বলছে তারা আবার হরতাল দেবে, আবার অবরোধ করবে, আবার সমাবেশ করবে।

সোমবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শিবরামপুর এলাকায় আধুনিক জাতের সরিষা ও ধান উৎপাদনকারী কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বেগম জিয়ার দুর্নীতির দায়ে জেল হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অনেক উদার। তার উদারতার কারণে নিজের বাসায় আছে। জেলে না থাকলেও জেলের আসামি হিসেবে গুলশানের বাসায় আছে। একেকদিন একেকটা আওয়াজ দেয় বিএনপি। এই আওয়াজ সাধারণ মানুষের কাছে পৌঁছাবেনা। তারা তাদের আন্দোলনের সহযোগিতা করবে না, আন্দোলনে অংশগ্রহণ করবে না। আমরা একটি উন্নত বাংলাদেশের সবসময় স্বপ্ন দেখেছি, উন্নয়নের পথে বাংলাদেশকে আমরা স্থাপন করেছি। ইনশাল্লাহ বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ হবে একটি উন্নত শান্তির বাংলাদেশ। এরআগে তিনি সরিষা ক্ষেত পরিদর্শন করেন।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যহত রাখবে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ এ আশ্বাস দেন।
তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশের একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণের আকাঙ্ক্ষা রয়েছে এবং এটা বাস্তবায়নে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যহত রাখবে।’

মোনসিও আরও বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরো জোরদার করতে এসেছেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল-আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা কোন ধরনের বেল-আউট চাই না। আমাদের এই কর্মসূচিটি বেইল-আউট নয়।’

বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/////

এক ভাগ মানুষের হাতে নতুন সম্পদের দুই-তৃতীয়াংশ: অক্সফাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২০ সাল থেকে বিশ্বের ৯৯ ভাগ মানুষ মোট যে সম্পদ অর্জন করেছে, তার প্রায় দ্বিগুণ সম্পদের মালিক হয়েছে বাকি এক শতাংশ মানুষ। অর্থাৎ, বিশ্বের মাত্র এক ভাগ মানুষের হাতে গেছে নতুন সম্পদের তিন ভাগের প্রায় দুই ভাগ।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ‘সারভাইভাল অব দ্য রিচেস্ট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রতিবেদনটি প্রকাশিত হয়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে নতুন ৪২ ট্রিলিয়ন ডলার সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশ গেছে বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের হাতে।

অক্সফাম বলছে, বিশ্বে ১ দশমিক ৭ বিলিয়ন কর্মী মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন। তারা যে দেশগুলোতে বসবাস করছেন সেখানে বেতনের সঙ্গে পাল্লা দিয়ে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে।

এদিকে, বিলিয়নিয়ারদের সম্পদ প্রতিদিন দুই দশমিক সাত বিলিয়ন ডলার বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিলিয়নিয়ারদের অর্ধেক এমন দেশগুলোতে বাস করেন যেখানে উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হতে কোনো ট্যাক্স দিতে হয় না।

অক্সফাম বলছে, মিলিয়নিয়ার ও বিলিয়নিয়াররা পাঁচ শতাংশ হারে ট্যাক্স দিলে তার পরিমাণ দাঁড়াবে বছরে এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার। এই অর্থ দুই বিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭২ লাখ টাকার।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  ওরিয়ন ফার্মার ২৯ কোটি ৫৩ লাখ, জেএমআই হসপিটাল মেনুফেকচারিংর ২৫ কোটি ৮৬ লাখ, বিডিকম অনলাইনের ২৩ কোটি ৩১ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৯ কোটি ৩ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ১৬ কোটি ৯৩ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৬ কোটি ৫৩ লাখ ও সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  3. বসুন্ধরা পেপার মিলস
  4. ওরিয়ন ফার্মা
  5. জেএমআই হসপিটাল মেনুফেকচারিং
  6. বিডিকম অনলাইন
  7. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  8. ইষ্টার্ণ হাউজিং
  9. নাভানা ফার্মাসিউটিক্যালস
  10. সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা কমেছে । এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৪৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭১১ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৬টির, আর দর অপরিবর্তিত আছে ১৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল মেনুফেকচারিং, বিডিকম অনলাইন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ইষ্টার্ণ হাউজিং, নাভানা ফার্মাসিউটিক্যালস ও সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৪০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

শেয়ারবাজারের উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী শেয়ারবাজারের উন্নয়নে দিকনির্দেশনা দেন। এ বৈঠকের প্রভাবে গতকাল শেয়ারবাজার পরিস্থিতি বেশ চাঙ্গা ছিল।

কমিশন সূত্রে জানা গেছে, বিএসইসির চেয়ারম্যান শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময়ে শেয়ারবাজারের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। দেশের অর্থনীতি যেভাবে বিকশিত হচ্ছে একইভাবে শেয়ারবাজারকেও বিকশিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসির চেয়ারম্যান দেখা করতে গিয়েছিলেন।

এ সময় শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। দেশের শেয়ারবাজারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে শেয়ারবাজার আরো বড় হবে।

স্টকমার্কেটবিডি.কম///