সংসদে এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল উত্থাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল জাতীয় সংসদে তোলা হয়েছে। এই বিলে সরকার বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা নিজের কাছে নিয়েছে।

গত এক ডিসেম্বর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের এই ধারায় সংশোধন আনা হয়।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করতে হয়। সে অনুযায়ী গত ৫ জানুয়ারি অধ্যাদেশটি সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এখন এটি বিল আকারে সংসদে তোলা হয়েছে।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি সংসদে তুলেন। পরে ৫ দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন দিয়ে ভর্তুকি সমন্বয়ের জন্য জনস্বার্থে কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এসবের উৎপাদন বৃদ্ধি, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।

এত দিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করত। এখন দাম বাড়ানোর জন্য এই শুনানির দরকার হবে না। সরকার প্রয়োজন মনে করলে দাম বাড়াতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম////

প্রিয়শপকে লিংকডইনের রিক্রুটার সল্যুউশন দিবে ইজেনারেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রথম এবং একমাত্র অংশীদার হিসেবে ইজেনারেশন লিমিটেড, দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপকে বিশ্বের সর্ববৃহৎ প্রফেশনাল প্ল্যাটফর্ম লিংকডইনের রিক্রুটার সল্যুউশন দিবে।

বর্তমানে এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারের যুগে, লিংকডইন রিক্রুটার সল্যুশন প্রিয়শপকে বিশ্বের প্রগতিশীল পেশাদারদের সাথে যোগসূত্র স্থাপন করে আপডেটেড তথ্যসহ সহজে ও দ্রুত যোগ্য প্রার্থীদের খুঁজে পেতে এবং নিয়োগ করতে সাহায্য করবে।

প্রয়োজনীয় সকল সুবিধাসহ ব্যবহারবান্ধব নিয়োগ প্ল্যাটফর্মটি নিয়োগ প্রক্রিয়াকে যেমন আধুনিক করবে একইসাথে কর্মী নিয়োগে মানবসম্পদ বিভাগের সময় বাঁচাবে। একইসাথে যথার্থ সিদ্ধান্ত নিতে কার্যকরী ও সঠিক নিয়োগ কৌশল তৈরিতে সহায়তা করবে।

ইজেনারেশন এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, “বিশ্বব্যাপী করোনা পরবর্তী সময়ে ব্যবসায়ের পুনরুদ্ধার যেভাবে চিন্তা করা হয়েছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তেমন হয়নি। লিংকডইনের রিক্রুটার সল্যুউশনের মাধ্যমে সঠিক পদের জন্য যোগ্য কর্মী নিয়োগ দেয়ার মাধ্যমে আমাদের গ্রাহকরা সর্বোচ্চ কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। ইজেনারেশন তাদের গ্রাহকদের প্রতিষ্ঠানের জন্য লিংকডইনের সেবার মাধ্যমে যোগ্য জনবল খোঁজা ও ব্যবস্থাপনায় সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসায় উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, লিংকডইনের রিক্রুটার সল্যুউশন আমাদেরকে যোগ্য কর্মী খুঁজতে অধিকতর স্বচ্ছতা, যোগাযোগ ও নিয়ন্ত্রণের সুবিধা দিবে। যোগ্য কর্মী পাওয়া ও পদের জন্য যোগ্য কর্মীকে নিয়োগ দেয়ার মাধ্যমে আমাদের নিয়োগ প্রক্রিয়ার খরচ উল্লেখজনকভাবে হ্রাস পাবে।

লিংকডইনের চ্যানেল পার্টনার লিড রাজিব শেঠি বলেন, ইজেনারেশনের সাথে আমাদের অংশীদারিত্ব এগিয়ে নেয়ার ক্ষেত্রে নতুন বছরে আরেকটি শুভ সূচনা হলো। বাংলাদেশের বাজারে অংশীদার হিসেবে ইজেনারেশনকে নিয়ে আমরা আমাদের গ্রাহকদের কার্যকরী ও দক্ষ সেবা দানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

স্টকমার্কেটবিডি.কম////

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় দ্রব্যমূল্য বাড়বে : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ও পণ্যের দাম কিছুটা বাড়বে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পবিত্র মাহে রমজানে জোরদার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে।’

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন কর্নারে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। সরকার বহু লোকসান দিয়ে শিল্প-কারখানায় গ্যাস দিয়েছে। দীর্ঘদিন ভর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভর্তুকির টাকা তো জনগণের ট্যাক্সের টাকা।’

তিনি আরো বলেন, ‘অসচ্ছল পরিবারের জন্য রমজানে দুইবার টিসিবির পণ্য দেওয়া হবে। যাতে মানুষের কোনো সমস্যা না হয়। একবার রমজানের শুরু হওয়ার আগে এবং একবার রমজানের মাঝামাঝি সময়ে টিসিবির পণ্য পাবেন কার্ডধারীরা। তবে কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এবার সেই ভর্তুকি তুলে নেওয়ায় গ্যাসের দাম বেড়েছে।’

এর আগে ফিতা কেটে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

স্টকমার্কেটবিডি.কম////

সমরিতা হসপিটালের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা শিল্প খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

গ্লোবাল হেভী কেমিক্যালসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ১৫ লাখ টাকার।

মেট্রো স্পিনিং মিলস লিমিটেড ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপার মিলসের ২৩ কোটি ৬২ লাখ, আমরা নেটওয়ার্কসের ২০ কোটি ৪৬ লাখ, সী পার্লস রিসোর্ট এন্ড স্পাের ২০ কোটি ১৪ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ১৬ কোটি ৭৫ লাখ, ওরিয়ন ফার্মার ১৬ কোটি ৭১ লাখ, জেএমআই হসপিটাল মেনুফেকচারিংর ১৬ কোটি ৬৪ লাখ ও প্রভাতী ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  3. মেট্রো স্পিনিং
  4. বসুন্ধরা পেপার মিলস
  5. আমরা নেটওয়ার্কস
  6. সী পার্লস রিসোর্ট এন্ড স্পা
  7. লাফার্জ হোলসিম বাংলাদেশ
  8. ওরিয়ন ফার্মা
  9. জেএমআই হসপিটাল মেনুপেকচারিং
  10. প্রভাতী ইন্স্যুরেন্সে লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। । তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯২ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৯০ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৬টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, মেট্রো স্পিনিং, বসুন্ধরা পেপার মিলস, আমরা নেটওয়ার্কস, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল মেনুপেকচারিং ও প্রভাতী ইন্স্যুরেন্সে লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামি কমার্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ও আমান কটন ফাইবার্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

কপারটেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সন্ধ্যা সোয়া ৬ টায় রাজধানীর মহালালী ডিওএইচএসে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডরিন পাওয়ারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম