পাটের উৎপাদন বাড়াতে প্রণোদনা দিবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের ৪৪ জেলার চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে পাটবীজ পাচ্ছেন। এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাচ্ছেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে বলে কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

আদানির সম্পদমূল্য এক দিনেই বাড়ল ৫৫০ কোটি ডলার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অবশেষে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর মুখ দেখতে পাচ্ছেন ভারতের শীর্ষস্থানীয় ধনী গৌতম আদানি। আজ বুধবার দুটি খবরে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ আর আদানি উইলমার ও আদানি ট্রান্সমিশনের শেয়ারের দর বেড়েছে ৫ শতাংশ করে।

দর বাড়ার কারণে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত বাজার মূলধন গত কিছুদিন ধরে যেভাবে কমছিল তার গতি কিছুটা হ্রাস পেয়েছে। গত সোমবার পর্যন্ত আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন কমেছিল ১১৭ বিলিয়ন বা ১১ হাজার ৭০০ কোটি ডলার। আজ বুধবার দিন শেষে বাজার মূলধন কমার পরিমাণ দাঁড়িয়েছে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারে।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের এক বিবৃতি আদানি গোষ্ঠীর শেয়ারের মূল্যবৃদ্ধিতে জাদুর মতো কাজ করেছে। তারা বলেছে, শেয়ারের দাম কমে গেলেও আদানিরা বন্ড ইনডেক্সের মধ্যে বাণিজ্য করতে পারবেন। এতেই আদানিদের ওপর ভরসা হারানো বিনিয়োগকারীরা কিছুটা আশ্বস্ত হন। এর আগে মঙ্গলবার কাকতালীয়ভাবে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সেখানে বলা হয়, আদানিরা ১১০ কোটি ডলারের ঋণ শোধের পরিকল্পনা করছে।

স্টকমার্কেটবিডি.কম/////

৬৯.২০ কিমি নতুন রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯.২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নিজ বাসবভন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন এই রেলপথগুলো উদ্বোধন করেন তিনি।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় ঈশ্বরদী-রূপপুরে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়াল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়াল গেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন সরকারপ্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ সরকারের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম////

জুলাই থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, ‘প্রতিদিন ফজরের সময় থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে। জুলাই মাস থেকে নতুন এই সময়সূচি বাস্তবায়ন করা হবে।’ বৃহস্পতিবার ঢাকার ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি জানান, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নতুন নতুন স্টেশন যুক্ত হচ্ছে মেট্রো রেলের। উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও স্টেশন দিয়ে শুরু হলেও পরে পল্লবীতেও থামতে শুরু করে মেট্রো রেল। আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশনও চালু হবে। এই রুট পুরোটা চালু হলে উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবে।’

তিনি বলেন, ‘মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। মূলত মেট্রোরেল নির্মাণ হবে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এজন্য ২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়। কিন্তু তার আগেই গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের একাংশ উদ্বোধন হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম////

নিরাপদ বিনিয়োগের খাত স্বর্ণ: বাজুস প্রেসিডেন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বর্ণ খাত বাংলাদেশে বিনিয়োগের নিরাপদ ক্ষেত্র উল্লেখ করে স্বর্ণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

গত ২০ বছরে স্বর্ণের দাম ১৫ গুণ বেড়েছে জানিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বা সম্পদ হিসেবে স্বর্ণ কিনলে খাঁটি স্বর্ণ কেনার পরামর্শ দেন বাজুস প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘নারীর ঐতিহ্য, নারীর গহনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক কবি শাহনাজ মুন্নী। সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার-২০২৩ এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, আমি বাজুস মেলাতে এসে আনন্দিত। দ্বিতীয় বারের মতো এ মেলা শুরু হওয়ায় সবাইকে শুভকামনা জানাই। এখানে একটি বিষয় বার বার ঘুরে ফিরে এসেছে সেটা হলো—স্বর্ণের দাম বেশি, কিনতে গেলে দাম বেশি, বিক্রি করতে গেলে দাম কম।

সায়েম সোবহান আনভীর আরও বলেন, স্বর্ণের দাম আমরা নির্ধারণ করি না, আন্তর্জাতিক বাজারে নির্ধারণ হয়। সেটার আঙ্গিকে দেশে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। বাংলাদেশে ২০ বছর আগে স্বর্ণের দাম প্রতি ভরি ছিল ৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৫ লাখ টাকার।

শাইন পুকুর সিরামিক্স ৩৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ৩৪ কোটি ৬২ লাখ, জেমিনী সী ফুডসের ২৩ কোটি ৭৯ লাখ, সি পার্লস স্পা এন্ড রিসোর্টের ২০ কোটি ৯৯ লাখ, ওরিয়ন ফার্মার ১৮ কোটি ৪২ লাখ, আমরা নেটওয়ার্কসের ১৮ কোটি ৩৭ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৫৯ লাখ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিশ্বব্যাপী জানুয়ারিতে জ্বালানির দাম ৮.৯% কমেছে: বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম সর্বোচ্চ ৪৪ শতাংশ ও কয়লার দাম ১৬ দশমিক ১ শতাংশ কমেছে।

পণ্যের দামের গতিবিধি নিরীক্ষা সংক্রান্ত বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন পিঙ্ক শিটে এ তথ্য জানানো হয়েছে।

তবে এ সময়ে বিশ্বব্যাপী জ্বালানি বহির্ভূত পণ্যের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ধাতুর দাম।

বিশ্বব্যাংকের এ প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কৃষি পণ্যের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। খাদ্য পণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ এবং কাঁচামালের দাম বেড়েছে ১ শতাংশ।

তবে, সারের দাম ৬ দশমিক ২ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরিয়ার দাম কমেছে ১৪ দশমিক ৬ শতাংশ এবং টিএসপি সারের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ।

এদিকে টিনের দাম ১৬ দশমিক ৫ শতাংশ, লৌহ আকরিক ৯ দশমিক ৩ শতাংশ এবং তামার দাম ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদন থেকে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম////

২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে ভারতীয় প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের হিরানন্দানি গ্রুপের ইয়োটা ডাটা সার্ভিসেস আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ঢাকায় একটি হাইপারস্কেল ডাটা সেন্টার পার্ক গড়ে তোলার জন্য ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। আগামী ১০ থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় এবিপি ইনফোকম সম্মেলনে ইয়োটা ডাটা সার্ভিসেসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সুনীল গুপ্ত আইটি খাতের সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করবেন। ইয়োটা ডাটা সার্ভিসেসের পক্ষে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজীপুরের কালিয়াকৈরের হাই-টেক সিটিতে ইয়োটার ঢাকা ডাটা সেন্টার পার্কে দুটি হাইপারস্কেল ডাটা সেন্টার ভবন থাকবে, যেখানে ৪৮০০ র‌্যাক্স থাকবে এবং এর সক্ষমতা হবে ২৮ দশমিক ৮ মেগাওয়াট আইটি। ২০২৪ সালে প্রথম ডাটা সেন্টার চালু হবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তরের স্বপ্টম্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এ বিষয়ে ইয়োটা ডাটা সার্ভিসেসের সিইও সুনীল গুপ্ত বলেন, ‘ডিজিটাল রূপান্তরের সহযোগী হিসেবে ইয়োটা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। এ প্রচেষ্টার নিদর্শন ইতোমধ্যে ভারতে প্রদর্শন করেছি। ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো। আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে এ দেশের ডিজিটাল বিপ্লবে অবদান রাখার ব্যাপারে আমরা আশাবাদী। তথ্যনির্ভর ও নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের এ যুগে বাংলাদেশের প্রয়োজন একটি শক্তিশালী অবকাঠামোর। ইয়োটার ঢাকা ডাটা সেন্টার পার্ক এ অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অত্যাধুনিক ডাটা সেন্টারের সুবিধা পেতে সাহায্য করবে এবং ডিজিটাল ট্রান্সফরমেশন সল্যুশনের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।’

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় প্রথম হাইপারস্কেল ডাটা সেন্টারের উদ্বোধনের কিছুদিনের মধ্যেই ঢাকায় ইয়োটার এই বিনিয়োগের ঘোষণা এলো। কোম্পানিটি ইতোমধ্যে মুম্বাইতে ইয়োটা এনএমওয়ান ডাটা সেন্টার পরিচালনা করছে। ইয়োটার বিনিয়োগ সমর্থন জোগাবে ডিজাইন, নির্মাণ, রিয়েল এস্টেট, পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশনে।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যাংকিং ডিপ্লোমা ছাড়া পদোন্নতি নয় : বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব উত্তীর্ণ হওয়া ছাড়া সিনিয়র অফিসার বা সমমানের পরবর্তী পদে পদোন্নতি দেওয়া যাবে না। আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকের পদোন্নতির ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এ নীতিমালা মানতে হবে। এতদিন ব্যাংকিং ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য নির্দিষ্ট একটি নম্বর বরাদ্দের বিধান থাকলেও পদোন্নতির জন্য তা বাধ্যতামূলক ছিল না। গতকাল বুধবার এ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাস বাধ্যতামূলক করা হলো। তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্নিষ্ট নয় এমন পদে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে ডাক্তার, প্রকৌশলী, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সংশ্নিষ্ট কর্মকর্তা এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কথা উল্লেখ করা হয়েছে।

একটি সময় পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার কোনো গুরুত্ব ছিল না। তবে ২০২০ সালের অক্টোবরে এক নির্দেশনার মাধ্যমে অফিসার থেকে মহাব্যবস্থাপক ও সমমানের পদ পর্যন্ত পদোন্নতিতে বরাদ্দ করা মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমার জন্য একটি নম্বর বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রথম পর্বের তুলনায় আবশ্যিকভাবে দ্বিতীয় পর্বে বেশি নম্বর বরাদ্দ রাখতে বলা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেনেক্স ইনফোসিস
  2. বাংলাদেশ শিপিং
  3. শাইনপুকুর সিরামিক্স
  4. সোনালী পেপার
  5. জেমিনী সী ফুডস
  6. সী পার্লস স্পা
  7. ওরিয়ন ফার্মা
  8. আমরা নেটওয়ার্কস
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. ওরিয়ন ইনফিউশন লিমিটেড।