১২৮৬ কোটি টাকা ব্যয়ে ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও এক কার্গো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এনএনজি), সয়াবিন তেল ও মসুর ডাল আমদানিসহ ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ২৮৬ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

অতিরিক্ত সচিব বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩য় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৬ষ্ঠ সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাব ছিল।

ক্রয় কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ২৮৬ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৫৩২ টাকা। মোট অর্থায়নের সম্পূর্ণ অর্থই জিওবি থেকে ব্যয় হবে।

স্টকমার্কেটবিডি.কম////

রেলের টিকিট পেতে জাতীয় পরিচয়পত্র লাগবে: রেলমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীদের জরিমানাসহ ভাড়া আদায় সহজ করার জন্য জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এসব সেবা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।

সেবা তিনটির মধ্যে আছে, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে ফেরতের ব্যবস্থা করা।

‘টিকিট যার, ভ্রমণ তার’ নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাই করে রেজিস্ট্রেশন বা নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে।

কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীরা অনলাইন অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন করতে পারবেন।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের যাত্রী সাধারণের সেবা বৃদ্ধির লক্ষ্যে ‘টিকিট যার, ভ্রমণ তার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশ সরকারের লক্ষ্য অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় কিছু পরিবর্তন এনেছে।

স্টকমার্কেটবিডি.কম////

কম দামে এলএনজি কিনছে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় সরকার এবার ৩ দশমিক ২৪ ডলার কমে প্রতি ইউনিট এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে যাচ্ছে।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা এম/এস জেরা কো. ইন্. জাপানের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কিনবে। এর জন্য খরচ হবে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা।

প্রতি ইউনিট বা প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৬ দশমিক ৫ ডলার। এর আগে এলএনজি কেনা হয়েছে ১৯ দশমিক ৭৪ ডলারে।

স্টকমার্কেটবিডি.কম////

সরকার ২৬৫ কোটি টাকার তেল-ডাল কিনছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য এক কোটি ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং আট হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৬৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা। এ তেল ও ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এর সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৯১ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য এ সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭৪ টাকা ৫০ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ১৭৬ টাকা ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম////

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেন দুই দেশের ব্যবসায়ীরা।

এ ছাড়া আগামী শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে ছুটিকালীন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, বিধানসভা নির্বাচনের কারণে ত্রিপুরায় পরিবহন সেবা বন্ধ থাকবে। তাই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে সোনালী পেপার; ২য় শাইনপুকুর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিস ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ শিপিং কর্পােরেশনের  ১৯ কোটি ২৩ লাখ, বিডি ল্যাম্পসের ১৪ কোটি ৭৪ লাখ, সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ১৪ কোটি ৫২ লাখ, এ্যাপেক্স ফুটওয়ারের ১৩ কোটি ৮০ লাখ, আমরা নেটওয়াকর্সের ১২ কোটি ৭৩ লাখ, জেমিনী সী ফুডসের ১২ কোটি ৬২ লাখ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. সোনালী পেপার
  2. শাইনপুকুর সিরামিক্স
  3. জেনেক্স ইনফোসিস
  4. বাংলাদেশ শিপিং
  5. বিডি ল্যাম্পস
  6. সী পার্লস স্পা
  7. এ্যাপেক্স ফুটওয়ার
  8. আমরা নেট
  9. জেমিনী সী ফুডস
  10. ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

দিনশেষে দুই এক্সচেঞ্জেই কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিন শেষে সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২২২২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৩৩ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, শাইনপুকুর সিরামিক্স, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পােরেশন, বিডি ল্যাম্পস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, এ্যাপেক্স ফুটওয়ার, আমরা নেটওয়াকর্স, জেমিনী সী ফুডস ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৬১ লাখ কোটি টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও সী পার্লস স্পা এন্ড রিসোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

এম.এল ডাইংয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র ও পোশাক শিল্প খাতের কোম্পানি এম.এল ডাইং লিমিটেডের ঋণমান ‘এ-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে এসটি-২। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি