আইডিআরএ’র অনুমোদন ছাড়া কার্যালয় বন্ধ করা যাবে না

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ব্যবসা করা বীমা কোম্পানিগুলোর শাখা ও কার্যালয় স্থানান্তর বা বন্ধ করার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই নির্দেশনায় এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কী করতে হবে, সে বিষয় সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার আইডিআরএ পরিচালক মোহা. আব্দুল মজিদের স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছ থেকে পূর্বানুমোদন ছাড়া বীমা প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয় স্থানান্তর বা বন্ধ করা যাবে না। এরই মধ্যে যেসব স্থান থেকে শাখা বা কার্যালয় স্থানান্তর অথবা বন্ধ করা হয়েছে, সেসব স্থানে ফের শাখা বা কার্যালয় খোলার ক্ষেত্রে পূর্বের স্থানান্তর অথবা বন্ধ-সংক্রান্ত তথ্যসহ নতুন লাইসেন্সের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। শুধু তাই নয়, বীমা প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয় স্থানান্তর অথবা বন্ধ করার অব্যবহিত পূর্বের স্থানে সাধারণের দৃষ্টিগ্রাহ্যভাবে স্থানান্তরিত শাখার নতুন ঠিকানা এবং বন্ধকৃত শাখার ক্ষেত্রে যোগাযোগের ঠিকানা স্থানান্তর অথবা বন্ধ করার তারিখ থেকে কমপক্ষে দুই মাস প্রদর্শন করতে হবে। পাশাপাশি একই স্থানে একাধিক শাখা বা কার্যালয় স্থাপন করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় ১৫ দিনের মধ্যে বীমা প্রতিষ্ঠানের সব শাখা বা কার্যালয়ের (স্থানান্তরিত বা বন্ধসহ) ঠিকানা, ই-মেইল ও ফোন অথবা মোবাইল নম্বর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হালনাগাদ করে, সে তথ্য আইডিআরএর কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে বীমা প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয়ের ঠিকানা, ই-মেইল ও ফোন অথবা মোবাইল নম্বরে কোনো পরিবর্তন হলে তা তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে হালনাগাদ করে আইডিআরএকে জানাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

‘রমজানে মাছ-মাংস-দুধ-ডিমের দাম বাড়বে না’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজানে মাছ, মাংস, দুধ ডিমের দাম আর বাড়বে না। বরং সহনশীলতার ভেতরে যাতে রাখা যায় সে প্রক্রিয়ায় আমরা রয়েছি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, একই সঙ্গে সাধারণ মানুষ যাতে এ খাবারগুলো খেতে পারে সেরকম মূল্য নির্ধারণের জন্য পোল্ট্রি অ্যাসোসিয়েশনসহ সবাইকে অনুরোধ করবো।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলা মাঠে দু’দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সামনে রমজান এ সময় পোল্ট্রিসহ মাছ ও মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, রমজান মাসে এ নিয়ে আপনাদের পরিকল্পনা কি জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মানুষের পুষ্টি ও খাবারের অন্যতম উপকরণ মাছ-মাংস-দুধ ও ডিম। উৎপাদন বৃদ্ধিতে যতো প্রকার সহায়তা করা দরকার সবটাই আমরা করছি। আমাদের উৎপাদন বেড়েছে। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে পোল্ট্রির যে সব উপকরণ বিদেশ থেকে আনতে হয় সেটা আনার ক্ষেত্রে অনেক প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম বেড়েছে।

তিনি বলেন, আমাদের দেশের ভেতরে যাতে বিকল্প খাবার তৈরি করা যায় এজন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করেছি। এর ফলে নানা অজুহাতে উৎপাদনকারীরা আর দাম বাড়ানোর করার সুযোগ পাবেন না।

মন্ত্রী বলেন, রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র স্থাপন করবো সেক্ষেত্রে বেসরকারি খামারি যারা আছেন তাদের সহায়তা নেবো। আমি মনে করি বাজার ব্যবস্থাপনাকে আরও মনিটরিং করা হলে দাম অনেকটা কমে আসবে।

স্টকমার্কেটবিডি.কম///

৩ মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানত কমেছে সাড়ে ১১ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ইসলামি ব্যাংকগুলোর আমানত ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে কমেছে। গত ৮ বছরের মধ্যে প্রথম এই ধরনের পতন দেখল ব্যাংকগুলো। ঋণ অনিয়মের কারণে এসব ব্যাংকের ওপর গ্রাহকদের মধ্যে আস্থা কমে এসেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবারে প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকেগুলোর মোট আমানত ২০২২ সালের ডিসেম্বরের শেষে ৪ লাখ ৯ হাজার ৯৪৯ কোটি টাকায় নেমে এসেছে, যা সেপ্টেম্বরের ৪ লাখ ২১ হাজার ৩৭৫ কোটি টাকা আমানত থেকে ২ দশমিক ৭১ শতাংশ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ইসলামি ব্যাংকিং সংক্রান্ত অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, এই ৩ মাসে দেশের শরিয়াভিত্তিক ১০টি ব্যাংকের সম্মিলিত আমানত ১১ হাজার ৪২৬ কোটি টাকা কমেছে।

ডিসেম্বরে এই ব্যাংকগুলোতে মোট আমানত জমা পড়েছে ৩ লাখ ৭৯ হাজার ৯৫১ কোটি টাকা। এই আমানতের পরিমাণ সেপ্টেম্বরে জমা হওয়া ৩ লাখ ৯১ হাজার ৭৯২ কোটি টাকা আমানতের ৩ শতাংশ কম।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত কমার তথ্য এমন সময়ে প্রকাশিত হলো, যখন দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসহ বেশ কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংকে ঋণ কেলেঙ্কারির অভিযোগের কারণে গ্রাহকরা আমানত উত্তোলন করায় তারল্য ঘাটতিতে পড়েছে।

তারল্য সংকট কাটাতে গত ডিসেম্বরে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ বিরল সুবিধার আওতায় ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ নেয়।

২৯ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধার আওতায় ইসলামী ব্যাংক ঋণ নিয়েছিল ৮ হাজার কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক সম্মিলিভাবে নিয়েছিল ৬ হাজার ৭৯০ কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, ইসলামি ব্যাংকগুলোর আমানত কমে যাওয়ার কারণ ঋণ কেলেঙ্কারির অভিযোগ।

গত বছর ৯টি প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংক অনিয়ম করে ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ দিয়েছে, এমন অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইর পিই রেশিও ০.৪২ শতাংশ কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৪২ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৩২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১২ থেকে ১৬ ফেব্রুয়ারি) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা দাঁড়ায় ১৪.৩৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

ঢাকায় কোরিয়ার পণ্য প্রদর্শনী শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় কোরিয়া। বর্তমানে দেশটির বিনিয়োগ রয়েছে ১৪০ কোটি ডলার। আগামী ২০৪০ সালের মধ্যে যা ৩০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে দেশটির। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘শোকেজ কোরিয়া’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন।

ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আজ শনিবার ও রবিবার দুই দিনব্যাপী এই ‘শোকেজ কোরিয়া’ নামে কোরিয়ার বিভিন্ন পণ্য প্রদর্শনী করা হবে। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার ৫০ বছর উদযাপন উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করছে যৌথভাবে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) ও কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির মহাপরিচালক কিম স্যামসু, এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কো ইয়ংগিল, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান রিউ ইয়ং ওহ এবং কেবিসিসিআইর উপদেষ্টা শাহাব উদ্দিন খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম///

ব্যাংকিং ডিপ্লোমায় অ্যাকাউন্টিং থাকছে না

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার দুই পর্বেই আর ‘অ্যাকাউন্টিং’ বাধ্যতামূলক থাকছে না। প্রথম পর্বে অ্যাকাউন্টিংয়ের পরিবর্তে ‘গভর্ন্যান্স’ বিষয় যুক্ত হচ্ছে। দ্বিতীয় পর্বে অ্যাকাউন্টিংকে ঐচ্ছিক করে ‘ট্রেজারি ম্যানেজমেন্ট’ বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া উভয় পর্বের প্রতি বিষয়ে ১০০-এর মধ্যে পাস নম্বর হবে ৪৫। এতদিন যা ৫০ ছিল। আইবিবি কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষরের পর শিগগিরই নতুন এ সিলেবাস প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) আয় বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার-পরবর্তী সব পদে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব বাধ্যতামূলক করে সম্প্রতি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। আইবিবির ১৪৯তম কাউন্সিল সভার সিদ্ধান্তে এ সার্কুলার হয়। এ নিয়ে বিভিন্ন পক্ষের সমালোচনার মধ্যে গত ২০ ডিসেম্বর আইবিবির ১৫০তম সভা ডাকা হয়। গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান গভর্নর। তবে পরীক্ষা ও খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

জানা গেছে, ব্যাংকিং ডিপ্লোমার দ্বিতীয় পর্বে বাধ্যতামূলক পাঁচটি বিষয়ের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পরিবর্তে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যুক্ত হবে। এ ছাড়া রিক্স ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এবং আইসিটি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বহাল থাকবে।

এখন থেকে ছয়টির পরিবর্তে ঐচ্ছিক বিষয় হবে আটটি। বিষয়গুলো হলো- অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স, এগ্রিকালচার অ্যান্ড মাইক্রোফাইন্যান্স, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ইন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সাসটেইনেবল ফাইন্যান্স, শরিয়াহ বেজড ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং। পরীক্ষার্থীরা দ্বিতীয় পর্বে এর মধ্যে যে কোনো একটি বিষয় নিতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা গেছে, অর্থনৈতিক সংকটের জেরে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে।

এতে পরিকল্পনা অনুযায়ী আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে একটি নতুন তারিখের ঘোষণা আসতে পারে ৩ মার্চ। গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এমনটাই জানানো হয়েছে।

এই নির্বাচনকে মনে করা হচ্ছিল বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য এক বড় পরীক্ষা। গত বছরের জুলাইয়ে ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এর পরেই দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন ও ভোটগ্রহণ বাবদ অন্তত ১ হাজার কোটি শ্রীলঙ্কান রুপি প্রয়োজন। তবে এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় তহবিল মিলছে না।

সূত্র : এনডিটিভি ও ডন।

স্টকমার্কেটবিডি.কম/////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় জেনেক্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৪০ কোটি ৩১ লাখ টাকার।

শাইনপুকুর সিরামিক্সের ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ৮ কোটি ৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৬৬ লাখ, জেমিনী সী ফুডসের ৮ কোটি ১৫ লাখ, আমরা নেটওয়ার্কের ৭ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ফার্মার ৬ কোটি ৮১ লাখ, এপেক্স ফুটওয়ারের ৬ কোটি ৬৬ লাখ ও মুন্নু এগ্রো এন্ড মেশিনারিজ লিমিটেডের ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

৪ দিনে ডিএসইতে মূলধন কমেছে ১৬০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৬০০ কোটি টাকা কমেছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৪৮.২৫ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯২ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ১১১ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৮.২৫ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২৭৩ কোটি ১২ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪২২ কোটি ২৩ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩৫.৩১ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২১ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১০.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৫৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির শেয়ার ও ইউনিটের দর। আর ৫০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১৬২২ কোটি টাকা বা ০.২১ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///